মেলবোর্ন, 12 ফেব্রুয়ারি: "আরও সংযত থাকা উচিৎ ছিল ৷" গত মাসে অ্যাডিলেডের পানশালার ঘটনা নিয়ে প্রতিক্রিয়ায় এমনই জানালেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ পাওয়ার-হিটার জানান, ঘটনায় তাঁর পরিবারকেও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷
গত মাসে অ্যাডিলেডের পানশালায় অজি ফাস্ট বোলার ব্রেট লি'র কনসার্ট দেখার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন 'ম্যাক্সি' ৷ অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে জ্ঞানও হারান অজি ক্রিকেটার ৷ সেই অ্যাডিলেডেই রবিবার ম্যাচে জেতানো শতরানের পর ম্যাক্সওয়েল বলেন, "ওই ঘটনা আমার চেয়েও আমার পরিবারকে বেশি প্রভাবিত করেছে ৷ আমি সে সময় একসপ্তাহ ছুটির মধ্য়ে ছিলাম ৷ তবুও বলব বিষয়টি নিয়ে এবং সময়জ্ঞান সম্পর্কে আমার আরেকটু সচেতন থাকা উচিত ছিল ৷"
যদিও অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা ম্যাক্সওয়েল রবিবার দ্বিতীয় কুড়ি-বিশের ম্যাচে ক্যারিবিয়ান বোলারদের এতটুকু রেয়াত করেননি ৷ রোহিত শর্মার নজির ছুঁয়ে টি-20'তে পঞ্চম শতরান হাঁকিয়েছেন তিনি ৷ এই ইনিংস নিয়ে বলতে গিয়ে 'ম্যাক্সি' জানান, অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাতের ঘটনা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন তিনি ৷
তম্যাক্সওয়েল জানান, হোবার্ট ম্যাচে এমন পরিস্থিতিতেই আউট হয়ে খুব হতাশ হয়েছিলেন ৷ তবে এই ম্যাচে তাঁর ব্যাট থেকে যে 'স্পেশাল এফর্ট' আসছে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বলে জানান তিনি ৷ কারণ হোবার্টে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে তিনি যথাযথ মেপে নিয়েছিলেন বলে দাবি ম্যাক্সওয়েলের ৷
গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী 120* রানে ভর করে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 241 রান তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে 9 উইকেটে 207 রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ৷ 34 রানে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয় মিচেল মার্শ অ্যান্ড কোম্পানি ৷
আরও পড়ুন: