ETV Bharat / sports

বিধ্বংসী শতরানে দলকে জিতিয়ে অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাত নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell: গত মাসে অ্যাডিলেডের পানশালায় প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি'র কনসার্ট দেখার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন 'ম্যাক্সি' ৷ অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে জ্ঞানও হারান অজি ক্রিকেটার ৷ মাঠে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20'তে শতরান হাঁকিয়ে নজির গড়লেন তিনি ৷

Glenn Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 6:56 PM IST

মেলবোর্ন, 12 ফেব্রুয়ারি: "আরও সংযত থাকা উচিৎ ছিল ৷" গত মাসে অ্যাডিলেডের পানশালার ঘটনা নিয়ে প্রতিক্রিয়ায় এমনই জানালেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ পাওয়ার-হিটার জানান, ঘটনায় তাঁর পরিবারকেও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷

গত মাসে অ্যাডিলেডের পানশালায় অজি ফাস্ট বোলার ব্রেট লি'র কনসার্ট দেখার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন 'ম্যাক্সি' ৷ অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে জ্ঞানও হারান অজি ক্রিকেটার ৷ সেই অ্যাডিলেডেই রবিবার ম্যাচে জেতানো শতরানের পর ম্যাক্সওয়েল বলেন, "ওই ঘটনা আমার চেয়েও আমার পরিবারকে বেশি প্রভাবিত করেছে ৷ আমি সে সময় একসপ্তাহ ছুটির মধ্য়ে ছিলাম ৷ তবুও বলব বিষয়টি নিয়ে এবং সময়জ্ঞান সম্পর্কে আমার আরেকটু সচেতন থাকা উচিত ছিল ৷"

যদিও অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা ম্যাক্সওয়েল রবিবার দ্বিতীয় কুড়ি-বিশের ম্যাচে ক্যারিবিয়ান বোলারদের এতটুকু রেয়াত করেননি ৷ রোহিত শর্মার নজির ছুঁয়ে টি-20'তে পঞ্চম শতরান হাঁকিয়েছেন তিনি ৷ এই ইনিংস নিয়ে বলতে গিয়ে 'ম্যাক্সি' জানান, অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাতের ঘটনা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন তিনি ৷

তম্যাক্সওয়েল জানান, হোবার্ট ম্যাচে এমন পরিস্থিতিতেই আউট হয়ে খুব হতাশ হয়েছিলেন ৷ তবে এই ম্যাচে তাঁর ব্যাট থেকে যে 'স্পেশাল এফর্ট' আসছে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বলে জানান তিনি ৷ কারণ হোবার্টে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে তিনি যথাযথ মেপে নিয়েছিলেন বলে দাবি ম্যাক্সওয়েলের ৷

গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী 120* রানে ভর করে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 241 রান তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে 9 উইকেটে 207 রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ৷ 34 রানে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয় মিচেল মার্শ অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন:

  1. ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  2. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক
  3. হোবার্টে ক্যারিবিয়ান 'বধ' অজিদের, পাল্লেকেলেতে দ্বিশতরানে ইতিহাস নিশাঙ্কার

মেলবোর্ন, 12 ফেব্রুয়ারি: "আরও সংযত থাকা উচিৎ ছিল ৷" গত মাসে অ্যাডিলেডের পানশালার ঘটনা নিয়ে প্রতিক্রিয়ায় এমনই জানালেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ পাওয়ার-হিটার জানান, ঘটনায় তাঁর পরিবারকেও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷

গত মাসে অ্যাডিলেডের পানশালায় অজি ফাস্ট বোলার ব্রেট লি'র কনসার্ট দেখার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন 'ম্যাক্সি' ৷ অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে জ্ঞানও হারান অজি ক্রিকেটার ৷ সেই অ্যাডিলেডেই রবিবার ম্যাচে জেতানো শতরানের পর ম্যাক্সওয়েল বলেন, "ওই ঘটনা আমার চেয়েও আমার পরিবারকে বেশি প্রভাবিত করেছে ৷ আমি সে সময় একসপ্তাহ ছুটির মধ্য়ে ছিলাম ৷ তবুও বলব বিষয়টি নিয়ে এবং সময়জ্ঞান সম্পর্কে আমার আরেকটু সচেতন থাকা উচিত ছিল ৷"

যদিও অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা ম্যাক্সওয়েল রবিবার দ্বিতীয় কুড়ি-বিশের ম্যাচে ক্যারিবিয়ান বোলারদের এতটুকু রেয়াত করেননি ৷ রোহিত শর্মার নজির ছুঁয়ে টি-20'তে পঞ্চম শতরান হাঁকিয়েছেন তিনি ৷ এই ইনিংস নিয়ে বলতে গিয়ে 'ম্যাক্সি' জানান, অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাতের ঘটনা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন তিনি ৷

তম্যাক্সওয়েল জানান, হোবার্ট ম্যাচে এমন পরিস্থিতিতেই আউট হয়ে খুব হতাশ হয়েছিলেন ৷ তবে এই ম্যাচে তাঁর ব্যাট থেকে যে 'স্পেশাল এফর্ট' আসছে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বলে জানান তিনি ৷ কারণ হোবার্টে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে তিনি যথাযথ মেপে নিয়েছিলেন বলে দাবি ম্যাক্সওয়েলের ৷

গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী 120* রানে ভর করে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 241 রান তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে 9 উইকেটে 207 রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ৷ 34 রানে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয় মিচেল মার্শ অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন:

  1. ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  2. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক
  3. হোবার্টে ক্যারিবিয়ান 'বধ' অজিদের, পাল্লেকেলেতে দ্বিশতরানে ইতিহাস নিশাঙ্কার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.