ETV Bharat / sports

ফুলক্রুগের শেষ মুহূর্তের গোলে সুইশদের বিরুদ্ধে হার বাঁচাল জার্মানি - EURO 2024 - EURO 2024

UEFA Euro 2024: ইনজুরি টাইমের গোলে ইউয়েফা ইউরোর গ্রুপ পর্যায়ে হার এড়াল জার্মানি ৷ নিকলাস ফুলক্রুগর গোলে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করল টনি ক্রুজরা ৷ সেই সঙ্গে গ্রুপ-এ থেকে এক নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল জার্মানি ৷ কোয়ার্টারে তাদের ম্যাচ আগামী 30 জুন রাত সাড়ে 12টায় ৷

ETV BHARAT
সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোল সেলিব্রেশন নিকলাস ফুলক্রুগের ৷ (ছবি- ইউয়েফা ইউরো এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 2:27 PM IST

ফ্র্যাঙ্কফ্রুট, 24 জুন: ম্যাচের 90 মিনিটের নির্ধারিত সময় শেষ ৷ ইনজুরি টাইমের শেষ 4 মিনিটের খেলা চলছে ৷ কিন্তু ইউরো আয়োজক জার্মানি প্রতিপক্ষ সুইজারল্যান্ডের কাছে 0-1 গোলে পিছিয়ে তখনও ৷ শেষ মিনিটের বাঁশি বাজলে গ্রুপ-এ থেকে এক নম্বরে শেষ করবে সুইজারল্যান্ড ৷ সেই পরিস্থিতি থেকে 92 মিনিটের হেডারে গোল করে জার্মানির হার বাঁচালেন নম্বর 9 নিকলাস ফুলক্রুগ ৷ টপ-কর্নার দিয়ে হেডে বল জালে জড়িয়ে দেন ডর্টমুন্ড স্ট্রাইকার ৷

যদিও কাজটা সহজ ছিল না ৷ মাঠের বাঁ-দিক থেকে উড়ে আসা বল রিসিভ করার জন্য তখন নিকলাস ফুলক্রুগ ছাড়াও, ডিফেন্ডার নিকো শ্লোটারবেক এবং সেন্টার-ব্যাক অ্যান্তোনিও রুডিগার জার্মানির বক্সে ছিলেন ৷ তিনজনেই হেড দেওয়ার জন্য শূন্য লাফ দেন ৷ তবে, সফল হন ফুলক্রুগ ৷ তাঁর ফ্রন্ট্র হেডার সুইজারল্য়ান্ডের জালে জড়িয়ে যায় ৷ এদিন ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল জার্মানি ৷ 28 মিনিটে ড্যান এনডোয়ের গোল করে এগিয়ে দেন সুইশদের ৷

সেই গোল শোধ করতে জার্মান খেলোয়াড়দের যথেষ্ট বেগ পেতে হয়েছে ৷ জার্মানির কোচ হুলিয়ান নাগেলেসম্যান বলেন, "আমরা শেষ মুহূর্তে অনেক ঝুঁকি নিয়ে খেলেছি ৷ ফলে ওই সময়ে দ্বিতীয় গোল হজম করার ঝুঁকি ছিল ৷ আমি দলের সব ডিফেন্ডারকে প্রতিপক্ষের বক্সে পাঠিয়ে দিয়েছিলাম ৷ যে ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে না, সে ড্র করতে পারবে না ৷"

উল্লেখ্য, জার্মানি গতকালের ম্যাচের আগেই কোয়ার্টার-ফাইনালে চলে গিয়েছিল ৷ তবে, সুইজারল্যান্ড ম্যাচ তাদের কাছে আত্মসম্মানের ছিল ৷ তা না হলে, গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে হত জার্মানিকে ৷ উল্লেখ্য, স্কটল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে জার্মানি 5-1 ও 2-0 গোলে ম্যাচ জিতে টেবিলে সবার উপরে ছিল ৷ কিন্তু, সুইজারল্যান্ডের বিরুদ্ধে হারলে পয়েন্টের নিরিখে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে হত ৷

অধিনায়ক গ্রানিথ জাকা বলেন, "জার্মান ফুটবলারদের সেলিব্রেশন বলে দিচ্ছিল ওই গোলটার গুরুত্ব কতখানি ছিল ৷" তবে, ড্যান এনডোয়ের ভলিতে করা প্রথম গোল স্যুইৎজারল্যান্ড দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল ৷ তার ফলে দ্বিতীয় গোল প্রায় চলে এসেছিল ৷ রবেন ভারগাস সামান্য অফসাইডে থাকায় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রিভিউতে গোলটি বাতিল হয় ৷ এরপর ম্যাচের 88 মিনিটে স্যুইস অধিনায়কের বাঁ-পায়ের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন ম্যানুয়েল ন্যুয়ার ৷ অবধারিত সেই গোল ন্যুয়ারের অভিজ্ঞতা ও রিফ্লেক্সের কারণে আটকে যায় ৷

ফ্র্যাঙ্কফ্রুট, 24 জুন: ম্যাচের 90 মিনিটের নির্ধারিত সময় শেষ ৷ ইনজুরি টাইমের শেষ 4 মিনিটের খেলা চলছে ৷ কিন্তু ইউরো আয়োজক জার্মানি প্রতিপক্ষ সুইজারল্যান্ডের কাছে 0-1 গোলে পিছিয়ে তখনও ৷ শেষ মিনিটের বাঁশি বাজলে গ্রুপ-এ থেকে এক নম্বরে শেষ করবে সুইজারল্যান্ড ৷ সেই পরিস্থিতি থেকে 92 মিনিটের হেডারে গোল করে জার্মানির হার বাঁচালেন নম্বর 9 নিকলাস ফুলক্রুগ ৷ টপ-কর্নার দিয়ে হেডে বল জালে জড়িয়ে দেন ডর্টমুন্ড স্ট্রাইকার ৷

যদিও কাজটা সহজ ছিল না ৷ মাঠের বাঁ-দিক থেকে উড়ে আসা বল রিসিভ করার জন্য তখন নিকলাস ফুলক্রুগ ছাড়াও, ডিফেন্ডার নিকো শ্লোটারবেক এবং সেন্টার-ব্যাক অ্যান্তোনিও রুডিগার জার্মানির বক্সে ছিলেন ৷ তিনজনেই হেড দেওয়ার জন্য শূন্য লাফ দেন ৷ তবে, সফল হন ফুলক্রুগ ৷ তাঁর ফ্রন্ট্র হেডার সুইজারল্য়ান্ডের জালে জড়িয়ে যায় ৷ এদিন ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল জার্মানি ৷ 28 মিনিটে ড্যান এনডোয়ের গোল করে এগিয়ে দেন সুইশদের ৷

সেই গোল শোধ করতে জার্মান খেলোয়াড়দের যথেষ্ট বেগ পেতে হয়েছে ৷ জার্মানির কোচ হুলিয়ান নাগেলেসম্যান বলেন, "আমরা শেষ মুহূর্তে অনেক ঝুঁকি নিয়ে খেলেছি ৷ ফলে ওই সময়ে দ্বিতীয় গোল হজম করার ঝুঁকি ছিল ৷ আমি দলের সব ডিফেন্ডারকে প্রতিপক্ষের বক্সে পাঠিয়ে দিয়েছিলাম ৷ যে ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে না, সে ড্র করতে পারবে না ৷"

উল্লেখ্য, জার্মানি গতকালের ম্যাচের আগেই কোয়ার্টার-ফাইনালে চলে গিয়েছিল ৷ তবে, সুইজারল্যান্ড ম্যাচ তাদের কাছে আত্মসম্মানের ছিল ৷ তা না হলে, গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে হত জার্মানিকে ৷ উল্লেখ্য, স্কটল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে জার্মানি 5-1 ও 2-0 গোলে ম্যাচ জিতে টেবিলে সবার উপরে ছিল ৷ কিন্তু, সুইজারল্যান্ডের বিরুদ্ধে হারলে পয়েন্টের নিরিখে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে হত ৷

অধিনায়ক গ্রানিথ জাকা বলেন, "জার্মান ফুটবলারদের সেলিব্রেশন বলে দিচ্ছিল ওই গোলটার গুরুত্ব কতখানি ছিল ৷" তবে, ড্যান এনডোয়ের ভলিতে করা প্রথম গোল স্যুইৎজারল্যান্ড দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল ৷ তার ফলে দ্বিতীয় গোল প্রায় চলে এসেছিল ৷ রবেন ভারগাস সামান্য অফসাইডে থাকায় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রিভিউতে গোলটি বাতিল হয় ৷ এরপর ম্যাচের 88 মিনিটে স্যুইস অধিনায়কের বাঁ-পায়ের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন ম্যানুয়েল ন্যুয়ার ৷ অবধারিত সেই গোল ন্যুয়ারের অভিজ্ঞতা ও রিফ্লেক্সের কারণে আটকে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.