ETV Bharat / sports

গম্ভীরকে ডেডলাইন! অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে সরানো হতে পারে টেস্টের দায়িত্ব থেকে - BCCI GAMBHIR MEETING

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ব্য়র্থ হলে চাকরি খোয়াতে পারেন গৌতম গম্ভীর ৷ ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহকে জানাল বোর্ডের এক সূত্র ৷

GAUTAM GAMBHIR AND ROHIT SHARMA
হারের পর হতাশ গম্ভীর ও রোহিত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 3:31 PM IST

মুম্বই, 9 নভেম্বর: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ৷ নীতি বদলে টার্নিং পিচ বানিয়েও কেন ঘরের মাঠে ভরাডুবি? এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার কোচের সঙ্গে ঘণ্টাছ'য়েকের বৈঠক সারে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ হাজির ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ৷ বোর্ড সূত্রে খবর, সেখানেই আসন্ন অস্ট্রেলিয়া সফর ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের জন্য ৷

ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতীয় দল যদি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতেও আশানরূপ ফলাফল না-করতে পারে, তাহলে লাল বলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে ৷ তবে তাঁর হাতে সংক্ষিপ্ত ফর্ম্যাটের দায়িত্ব রয়ে যাবে বলে জানানো হয়েছে সূত্রের তরফে ৷ ইটিভি ভারত'কে ওই সূত্র আরও জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার বিষয়টি দীর্ঘক্ষণ আলোচনা হয় এদিনের বৈঠকে ৷

বৈঠকের যা নির্যাস তাতে, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ হয় তাহলে লাল বলের ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের মত কোনও বিশেষজ্ঞকে কোচের পদে বসানো হত পারে ৷ এখন প্রশ্ন হচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে হারলেও ভারত যদি অজিদের দুরন্ত লড়াই ছুড়ে দেয় সিরিজজুড়ে; তাহলে গম্ভীর কি বোর্ডের সিদ্ধান্তে সহমত হবেন? আর গম্ভীর সহমত না-হলে সেক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ যে ভীষণই কঠিন হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য, তা বলাই বাহুল্য ৷

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে গম্ভীরের সঙ্গেই হাজির ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা ৷ সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 সিরিজ হারের পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে ৷ এক্ষেত্রে গম্ভীরের সঙ্গে দলের থিঙ্ক-ট্যাঙ্কের বেশ কিছু ব্য়াপারে ভিন্নমতের বিষয়টি সামনে এসেছে ৷ দল নির্বাচন-সহ বেশ কিছু ইস্যুতে এই দ্বিমত আখেরে ক্ষতি করেছে দলেরই ৷ আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে যাতে এমন কোনও ঘটনা না-ঘটে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে বোর্ডের তরফে ৷

মুম্বই, 9 নভেম্বর: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ৷ নীতি বদলে টার্নিং পিচ বানিয়েও কেন ঘরের মাঠে ভরাডুবি? এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার কোচের সঙ্গে ঘণ্টাছ'য়েকের বৈঠক সারে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ হাজির ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ৷ বোর্ড সূত্রে খবর, সেখানেই আসন্ন অস্ট্রেলিয়া সফর ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের জন্য ৷

ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতীয় দল যদি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতেও আশানরূপ ফলাফল না-করতে পারে, তাহলে লাল বলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে ৷ তবে তাঁর হাতে সংক্ষিপ্ত ফর্ম্যাটের দায়িত্ব রয়ে যাবে বলে জানানো হয়েছে সূত্রের তরফে ৷ ইটিভি ভারত'কে ওই সূত্র আরও জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার বিষয়টি দীর্ঘক্ষণ আলোচনা হয় এদিনের বৈঠকে ৷

বৈঠকের যা নির্যাস তাতে, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ হয় তাহলে লাল বলের ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের মত কোনও বিশেষজ্ঞকে কোচের পদে বসানো হত পারে ৷ এখন প্রশ্ন হচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে হারলেও ভারত যদি অজিদের দুরন্ত লড়াই ছুড়ে দেয় সিরিজজুড়ে; তাহলে গম্ভীর কি বোর্ডের সিদ্ধান্তে সহমত হবেন? আর গম্ভীর সহমত না-হলে সেক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ যে ভীষণই কঠিন হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য, তা বলাই বাহুল্য ৷

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে গম্ভীরের সঙ্গেই হাজির ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা ৷ সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 সিরিজ হারের পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে ৷ এক্ষেত্রে গম্ভীরের সঙ্গে দলের থিঙ্ক-ট্যাঙ্কের বেশ কিছু ব্য়াপারে ভিন্নমতের বিষয়টি সামনে এসেছে ৷ দল নির্বাচন-সহ বেশ কিছু ইস্যুতে এই দ্বিমত আখেরে ক্ষতি করেছে দলেরই ৷ আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে যাতে এমন কোনও ঘটনা না-ঘটে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে বোর্ডের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.