ETV Bharat / sports

'গুরু' নিয়ে চলছিল 'গম্ভীর' জল্পনা, শেষমেশ মুখ খুললেন কেকেআর মেন্টর - Team India Head Coach

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 8:55 AM IST

Updated : Jun 3, 2024, 9:36 AM IST

Gautam Gambhir on Becoming Team India Head Coach: চলতি টি-20 বিশ্বকাপের পরই শেষ হতে চলছে ভারতীয় ক্রিকেটের 'দ্রাবিড়ীয়' যুগ ৷ অর্থাৎ, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ সম্পূর্ণ হতে চলেছে ৷ পরবর্তী রোহিত-বিরাটদের হেড স্যর কে হবেন, তা নিয়ে বিস্তর 'গম্ভীর' জল্পনা চলেছে ৷ এবার সেই কেকেআর মেন্টর তথা গৌতম গম্ভীর 'গুরু' হবেন কি না, তা নিয়ে মুখ খুুলেছেন ৷ কী বললেন তিনি?

Gautam Gambhir on Becoming Team India Head Coach
কেকেআরের জার্সি গায়ে মেন্টর গৌতম গম্ভীর (ইটিভি ভারত)

দুবাই, 3 জুন: ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে তাঁকে ঘিরে বিস্তর জল্পনা চলেছে ৷ মূলত, জল্পনা আরও বেড়েছে সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর ৷ তিনবার নাইট শিবিরকে ট্রফি দিয়েছেন তিনিই ৷ দু'বার (2012, 2014) আধিনায়ক হয়ে ও একবার দলের মেন্টর হয়ে ৷ কথা হচ্ছে 'দ্য গম্ভীর' তথা গৌতম গম্ভীরকে নিয়ে ৷

বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সময়সীমা শেষ হতে চলেছে, তা শোনার পরই রটে যায় গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে চলেছেন। তবে টি-20 বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচিং করতে নারাজ ৷ এবার এত জল্পনার মাঝে মুখ খুললেন গৌতম গম্ভীর ৷ শুধু যে রোহিতদের হেড কোচ নিয়ে উত্তর দিলেন তা নয়, কেকেআর মেন্টর জানিয়ে দিলেন, তাঁর কোচ হওয়ার ইচ্ছে রয়েছে কি না ! এর দিন তিনেক আগে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচের ভূমিকা নিয়ে গম্ভীরকে সমর্থন করেছিলেন ৷ বলেছিলেন, "ওঁর খিদে আর প্য়াশন স্পষ্ট ৷"

রবিবার গম্ভীর আবুধাবির মেডোর হাসপাতালে যুবাদের সঙ্গে খেলা সংক্রান্ত আলোচনায় তাঁকে ভারতীয় ক্রিকেট দলের কোচিং করা নিয়ে প্রশ্ন করা হলে, বলেন, "অনেকেই প্রশ্নটা আমায় করেছে। বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবার আমি উত্তর দেব।" এরপর গম্ভীর বেশ ইঙ্গিতপূর্ণভাবে উত্তর দিয়ে বলেন, "আমি ভারতীয় দলের কোচ হতে চাই। জাতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু নেই। আপনি দেশের 140 কোটি এবং গোটা বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করছেন। এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে।"

সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করা শুরু করে এবং আমরা খেলতে শুরু করি, তাহলে ভারত এবার বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাহসী হওয়া।" গম্ভীরের কথাই যেন আরও স্পষ্ট হয়ে গেল যে দ্রাবিড়ের জুতোয় পা-গলাতে চলেছেন তিনিই।

দুবাই, 3 জুন: ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে তাঁকে ঘিরে বিস্তর জল্পনা চলেছে ৷ মূলত, জল্পনা আরও বেড়েছে সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর ৷ তিনবার নাইট শিবিরকে ট্রফি দিয়েছেন তিনিই ৷ দু'বার (2012, 2014) আধিনায়ক হয়ে ও একবার দলের মেন্টর হয়ে ৷ কথা হচ্ছে 'দ্য গম্ভীর' তথা গৌতম গম্ভীরকে নিয়ে ৷

বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সময়সীমা শেষ হতে চলেছে, তা শোনার পরই রটে যায় গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে চলেছেন। তবে টি-20 বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচিং করতে নারাজ ৷ এবার এত জল্পনার মাঝে মুখ খুললেন গৌতম গম্ভীর ৷ শুধু যে রোহিতদের হেড কোচ নিয়ে উত্তর দিলেন তা নয়, কেকেআর মেন্টর জানিয়ে দিলেন, তাঁর কোচ হওয়ার ইচ্ছে রয়েছে কি না ! এর দিন তিনেক আগে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচের ভূমিকা নিয়ে গম্ভীরকে সমর্থন করেছিলেন ৷ বলেছিলেন, "ওঁর খিদে আর প্য়াশন স্পষ্ট ৷"

রবিবার গম্ভীর আবুধাবির মেডোর হাসপাতালে যুবাদের সঙ্গে খেলা সংক্রান্ত আলোচনায় তাঁকে ভারতীয় ক্রিকেট দলের কোচিং করা নিয়ে প্রশ্ন করা হলে, বলেন, "অনেকেই প্রশ্নটা আমায় করেছে। বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবার আমি উত্তর দেব।" এরপর গম্ভীর বেশ ইঙ্গিতপূর্ণভাবে উত্তর দিয়ে বলেন, "আমি ভারতীয় দলের কোচ হতে চাই। জাতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু নেই। আপনি দেশের 140 কোটি এবং গোটা বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করছেন। এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে।"

সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করা শুরু করে এবং আমরা খেলতে শুরু করি, তাহলে ভারত এবার বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাহসী হওয়া।" গম্ভীরের কথাই যেন আরও স্পষ্ট হয়ে গেল যে দ্রাবিড়ের জুতোয় পা-গলাতে চলেছেন তিনিই।

Last Updated : Jun 3, 2024, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.