ETV Bharat / sports

নয়া অধিনায়ক ঘোষণা হতেই দায়িত্ব ছাড়লেন কোচ, ফের পাকিস্তান ক্রিকেটে জটিলতা

নয়া অধিনায়ক ঘোষণা হয়েছে চব্বিশ ঘণ্টাও হল না ৷ এরই মধ্যে নয়া নাটক পাক ক্রিকেটে ৷ পদত্যাগ করে বসলেন হেড কোচ গ্য়ারি কার্স্টেন ৷

GARY KIRSTEN
গ্য়ারি কার্স্টেন (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 1:32 PM IST

লাহোর, 28 অক্টোবর: অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হয়েছে রবিবার ৷ একইসঙ্গে বাবর আজমের পরিবর্ত হিসেবে সাদা বলের ক্রিকেটে মহম্মদ রিজওয়ানকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আর নয়া অধিনায়ক ঘোষণা হওয়ার পরদিনই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হেড কোচ গ্য়ারি কার্স্টেন ৷ বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরেই বিশ্বজয়ী কোচের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

চলতি বছর এপ্রিলেই পাকিস্তানের সাদা বলের কোচ করে আনা হয় প্রাক্তন প্রোটিয়া ব্য়াটারকে ৷ দু'বছরের জন্য কার্স্টেনকে বাবর-রিজওয়ানদের হেড কোচের পদে বসানো হয় ৷ কিন্তু ছ'মাসেই দায়িত্ব ছাড়লেন তিনি ৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতকাল অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের দলঘোষণা নিয়ে নয়া গঠিত নির্বাচক কমিটির সঙ্গে কার্স্টেনের মতানৈক্য চরমে পৌঁছয় ৷ তারই ফলশ্রুতিতে সোমবার পদত্যাগ করেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড সোশাল মিডিয়ায় কার্স্টেনের পদত্য়াগের বিষয়টি নিশ্চিত করেছে এবং পদত্য়াগ পত্র গৃহিত হয়েছে বলেও জানিয়েছে তারা ৷ কার্স্টেনের পরিবর্তে টেস্ট কোচ জেসন গিলেসপি আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে পিসিবি'র তরফে ৷ পরবর্তীতে আকিব জাভেদকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটের জন্য কোচ করে আনা হতে পারেও বলে কানাঘুষো শোনা যাচ্ছে ৷

গতকাল স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ানকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে নয়া কোচ হিসেবে নির্বাচিত করেছে পিসিবি ৷ টি-20 বিশ্বকাপে ব্য়র্থতার পর চলতি মাসের শুরুতেই সাদা-বলের ফর্ম্য়াটে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম ৷ খারাপ পারফরম্য়ান্সের জেরে সম্প্রতি টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক ৷ যদিও তারকা ব্যাটারকে রেখেই আসন্ন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ঘোষণা করা হয়েছে ৷

লাহোর, 28 অক্টোবর: অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হয়েছে রবিবার ৷ একইসঙ্গে বাবর আজমের পরিবর্ত হিসেবে সাদা বলের ক্রিকেটে মহম্মদ রিজওয়ানকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আর নয়া অধিনায়ক ঘোষণা হওয়ার পরদিনই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হেড কোচ গ্য়ারি কার্স্টেন ৷ বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরেই বিশ্বজয়ী কোচের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

চলতি বছর এপ্রিলেই পাকিস্তানের সাদা বলের কোচ করে আনা হয় প্রাক্তন প্রোটিয়া ব্য়াটারকে ৷ দু'বছরের জন্য কার্স্টেনকে বাবর-রিজওয়ানদের হেড কোচের পদে বসানো হয় ৷ কিন্তু ছ'মাসেই দায়িত্ব ছাড়লেন তিনি ৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতকাল অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের দলঘোষণা নিয়ে নয়া গঠিত নির্বাচক কমিটির সঙ্গে কার্স্টেনের মতানৈক্য চরমে পৌঁছয় ৷ তারই ফলশ্রুতিতে সোমবার পদত্যাগ করেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড সোশাল মিডিয়ায় কার্স্টেনের পদত্য়াগের বিষয়টি নিশ্চিত করেছে এবং পদত্য়াগ পত্র গৃহিত হয়েছে বলেও জানিয়েছে তারা ৷ কার্স্টেনের পরিবর্তে টেস্ট কোচ জেসন গিলেসপি আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে পিসিবি'র তরফে ৷ পরবর্তীতে আকিব জাভেদকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটের জন্য কোচ করে আনা হতে পারেও বলে কানাঘুষো শোনা যাচ্ছে ৷

গতকাল স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ানকে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে নয়া কোচ হিসেবে নির্বাচিত করেছে পিসিবি ৷ টি-20 বিশ্বকাপে ব্য়র্থতার পর চলতি মাসের শুরুতেই সাদা-বলের ফর্ম্য়াটে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম ৷ খারাপ পারফরম্য়ান্সের জেরে সম্প্রতি টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক ৷ যদিও তারকা ব্যাটারকে রেখেই আসন্ন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ঘোষণা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.