হায়দরাবাদ, 23 এপ্রিল: সালটা 1984 ৷ দাবার দুনিয়ায় ক্রমশ সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছেন গ্যারি কিমোভিচ কাসপারভ ৷ রাশিয়ান কিংবদন্তির বয়স তখন মাত্র 22, কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশ্বজয়ের দৌড়ে ছিলেন ৷ পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছেন আরেক রাশিয়ান কিংবদন্তি আনাতোলি কারপভের সঙ্গে ৷
কাসপারভের সেই রেকর্ডই ভেঙেছে 40 বছর বাদে ৷ টরন্টোয় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার, 17 বছরের দোম্মারাজু গুকেশ ৷ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতেছেন ডি গুকেশ ৷ 2014 সালে শেষবার এই টুর্নামেন্ট জিতেছিলেন ভিসি ৷ শুধু তাই নয়, সম্ভাব্য সর্বোচ্চ 14 পয়েন্টের মধ্যে 9 পয়েন্ট সংগ্রহ করে কাসপারভের নজির ভাঙেন দক্ষিণী গ্র্যান্ডমাস্টার ৷ তারপরেই সোশাল মিডিয়ায় গুকেশের প্রশংসায় ভাসলেন কাসপারভ ৷ ‘টরন্টোয় ভারতীয় ভূমিকম্প’ বলেও বর্ণনা করেছেন তিনি ৷
রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু এক্সে লিখেছেন, ‘‘অভিনন্দন! টরন্টোতে ভারতীয় ভূমিকম্প ৷ দাবা জগতের টেকটোনিক প্লেটের পরিবর্তনের চূড়ান্ত কারণ 17 বছর বয়সি গুকেশ ৷ সর্বোচ্চ খেতাবের জন্য এবার চিনা চ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবে। ভিসি আনন্দের সন্তান !’’
বিশ্ব দাবার ইতিহাসে চেন্নাইয়ের গুকেশ তৃতীয় কনিষ্ঠ গ্র্য়ান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের তকমা অর্জন করেন তিনি ৷ গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন গুকেশ ৷ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ভারতীয় দাবাকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন ৷ এবার সেই ভার বহনের জন্য একাধিক কাঁধ অপেক্ষা করছে ৷ ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিক গুজরাতিরা যে কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ব দাবার মঞ্চে, তা একথা প্রমাণ করার ক্ষেত্রে যথেষ্ট ৷
আরও পড়ুন: