ETV Bharat / sports

যোগ্য সত্ত্বেও ব্যালন ডি'অরে উপেক্ষিত ভিনিসিয়াস, পাশে সতীর্থরা

ব্যালন ডি'অর খেতাব না-মেলায় ভিনিসিয়াসের পাশে তাঁর সতীর্থরা ৷ টনি ক্রুজ, করিম বেনজেমারা সোশাল মিডিয়ায় কী লিখলেন ? দেখে নিন ৷

VINICIUS JR
ভিনিসিয়াস জুনিয়র (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 3:50 PM IST

হায়দরাবাদ, 29 অক্টোবর: যোগ্য হয়েও ব্যালন ডি'অরে কীভাবে এতটা উপেক্ষিত হওয়া সম্ভব ? রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের খেতাব হারানোয় প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে ৷ লাস্ট ল্যাপে ব্রাজিলিয়ানকে পিছনে ফেলে 68তম ব্য়ালন ডি'অর অনুষ্ঠানে সেরা ফুটবলারের শিরোপা ছিনিয়ে নিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৷ আর এতেই 'ষড়যন্ত্র' দেখছে ফুটবল মহল ৷ যোগ্য সত্ত্বেও উপেক্ষিত হওয়ায় ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন টনি ক্রুজ, এডুয়ার্ডো ক্য়ামাভিঙ্গা, করিম বেনজেমারা ৷

ক্লাব এবং দেশের হয়ে 26টি গোলের পাশাপাশি গত মরশুমে 11টি অ্য়াসিস্ট ছিল 24 বছর বয়সি প্রাক্তন ফ্ল্য়ামেঙ্গো ফুটবলারের নামের পাশে ৷ রিয়াল মাদ্রিদের জার্সিতে ঘরোয়া লিগ (লা-লিগা) তো বটেই, মহাদেশীয় প্রতিযোগিতাতেও (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) ফর্মের চূড়ায় ছিলেন ভিনি ৷ দু'টিতেই চ্যাম্পিয়ন হয় স্প্য়ানিশ জায়ান্টরা ৷ তারপরেও ভিনিসিয়াসের ব্য়ালন ডি'অর না-মেলায় হতাশ একইসঙ্গে ক্ষুব্ধ টনি ক্রুজ ৷ যিনি গত মরশুমের পরই বুটজোড়া তুলে রেখেছেন ৷

প্রাক্তন জার্মানি ও রিয়াল মাদ্রিদ তারকা একদা সতীর্থ ভিনিসিয়াসের সঙ্গে দু'টি পুরোনো ছবি ইনস্টায় পোস্ট করেন ৷ সেখানে ক্যাপশন হিসেবে তিনি লেখেন, "দ্য বেস্ট ৷" বাদ যাননি আল ইতিহাদ তারকা করিম বেনজেমা ৷ রিয়াল মাদ্রিদে তাঁর পুরনো সতীর্থ ভিনিয়িয়াসের পাশে দাঁড়িয়েছেন তিনিও ৷ 2021 ব্যালন ডি'অর জয়ী ফরাসি তারকা ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "শক্ত থাকো ৷"

এখানেই শেষ নয়, তালিকায় রয়েছেন ভিনির বর্তমান সতীর্থ এডুয়ার্ডো ক্য়ামাভিঙ্গা, চুয়ামেনির মত তারকারা ৷ ক্য়ামাভিঙ্গা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সেলিব্রেশনের ছবি পোস্ট করে লেখেন, "তোমার এসবের দরকার নেই ৷ তুমি এমনিতেই সেরা ৷" ভিনির আরেক ক্লাব সতীর্থ চুয়ামেনি লেখেন, "ওরা তোমার জন্য এখনও তৈরি নয় ৷" এছাড়াও ব্রাজিলিয়ানের পাশে দাঁড়িয়েছেন আর্দা গুলেরও ৷

হায়দরাবাদ, 29 অক্টোবর: যোগ্য হয়েও ব্যালন ডি'অরে কীভাবে এতটা উপেক্ষিত হওয়া সম্ভব ? রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের খেতাব হারানোয় প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে ৷ লাস্ট ল্যাপে ব্রাজিলিয়ানকে পিছনে ফেলে 68তম ব্য়ালন ডি'অর অনুষ্ঠানে সেরা ফুটবলারের শিরোপা ছিনিয়ে নিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৷ আর এতেই 'ষড়যন্ত্র' দেখছে ফুটবল মহল ৷ যোগ্য সত্ত্বেও উপেক্ষিত হওয়ায় ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন টনি ক্রুজ, এডুয়ার্ডো ক্য়ামাভিঙ্গা, করিম বেনজেমারা ৷

ক্লাব এবং দেশের হয়ে 26টি গোলের পাশাপাশি গত মরশুমে 11টি অ্য়াসিস্ট ছিল 24 বছর বয়সি প্রাক্তন ফ্ল্য়ামেঙ্গো ফুটবলারের নামের পাশে ৷ রিয়াল মাদ্রিদের জার্সিতে ঘরোয়া লিগ (লা-লিগা) তো বটেই, মহাদেশীয় প্রতিযোগিতাতেও (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) ফর্মের চূড়ায় ছিলেন ভিনি ৷ দু'টিতেই চ্যাম্পিয়ন হয় স্প্য়ানিশ জায়ান্টরা ৷ তারপরেও ভিনিসিয়াসের ব্য়ালন ডি'অর না-মেলায় হতাশ একইসঙ্গে ক্ষুব্ধ টনি ক্রুজ ৷ যিনি গত মরশুমের পরই বুটজোড়া তুলে রেখেছেন ৷

প্রাক্তন জার্মানি ও রিয়াল মাদ্রিদ তারকা একদা সতীর্থ ভিনিসিয়াসের সঙ্গে দু'টি পুরোনো ছবি ইনস্টায় পোস্ট করেন ৷ সেখানে ক্যাপশন হিসেবে তিনি লেখেন, "দ্য বেস্ট ৷" বাদ যাননি আল ইতিহাদ তারকা করিম বেনজেমা ৷ রিয়াল মাদ্রিদে তাঁর পুরনো সতীর্থ ভিনিয়িয়াসের পাশে দাঁড়িয়েছেন তিনিও ৷ 2021 ব্যালন ডি'অর জয়ী ফরাসি তারকা ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "শক্ত থাকো ৷"

এখানেই শেষ নয়, তালিকায় রয়েছেন ভিনির বর্তমান সতীর্থ এডুয়ার্ডো ক্য়ামাভিঙ্গা, চুয়ামেনির মত তারকারা ৷ ক্য়ামাভিঙ্গা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সেলিব্রেশনের ছবি পোস্ট করে লেখেন, "তোমার এসবের দরকার নেই ৷ তুমি এমনিতেই সেরা ৷" ভিনির আরেক ক্লাব সতীর্থ চুয়ামেনি লেখেন, "ওরা তোমার জন্য এখনও তৈরি নয় ৷" এছাড়াও ব্রাজিলিয়ানের পাশে দাঁড়িয়েছেন আর্দা গুলেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.