ETV Bharat / sports

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সায়, ভারতকে পাকিস্তানে যেতে নিষেধ কানেরিয়ার - CHAMPIONS TROPHY 2025

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 5:23 PM IST

DANISH KANERIA TO INDIAN CRICKET TEAM: ক্রিকেটারদের কথা আগে ভাবতে হবে ৷ আর নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করলে ভারতের পাকিস্তানে খেলতে যাওয়াই উচিৎ নয় বলে জানালেন দানিশ কানেরিয়া ৷ পরিবর্তে হাইব্রিড মডেলকে সমর্থন প্রাক্তন পাক লেগস্পিনারের ৷

DANISH KANERIA TO INDIAN CRICKET TEAM
রোহিত শর্মা ও বাবর আজম (IANS Photo)

নয়াদিল্লি, 31 অগস্ট: পাকিস্তানের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের ৷ সম্প্রতি জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে ৷ বিসিসিআই'য়ের বিদায়ী সচিব আইসিসি'র মসনদে বসায় ভারতের সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা তীব্র হল বলে মনে করছে নানা মহল ৷ এমতাবস্থায় পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে বড় মন্তব্য করলেন দানিশ কানেরিয়া ৷ প্রাক্তন পাক স্পিনার জানালেন, ভারতের সেদেশে খেলতে না-যাওয়াই উচিৎ ৷

পাকিস্তানের হয়ে 61টি টেস্ট খেলা ক্রিকেটার স্পোর্টস তাক'কে বলেন, "পাকিস্তানের পরিস্থিতির কথা বিচার করে পাকিস্তানের সেদেশে খেলতে যাওয়া উচিৎ নয় ৷ পাকিস্তানেরও বিষয়টি ভেবে দেখা উচিৎ এবং সব চিন্তা করে আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যাবে বলে মনে হয় ৷" কানেরিয়া এ প্রসঙ্গে আরও বলেন, "ক্রিকেটারদের নিরাপত্তা এক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিৎ ৷ সম্মানের কথা পরে ভাবা যাবে ৷ আমার মনে হয় বিসিসিআই দারুণ কাজ করছে ৷ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে সেই সিদ্ধান্ত সকল দেশের মেনে নেওয়া উচিৎ ৷"

কৃটনৈতিক সম্পর্কের অবনতির জেরে 2012-13 সালের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ ৷ কেবল আইসিসি টুর্নামেন্টে এখন মুখোমুখি হয়ে থাকে দু'দল ৷ কিন্তু আগামী বছর অর্থাৎ, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাক ভূখণ্ডে ৷ সেক্ষেত্রে ভারতের অবস্থান কী হবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ক্রিকেট মহলে ৷ এমতাবস্থায় ভারত যাতে প্রতিনিধিত্ব করতে পারে, সেকথা মাথায় রেখে আইসিসি টুর্নামেন্টটিকে হাইব্রিড মডেলে নিয়ে যাবে বলে মনে করছে ক্রিকেটমহল ৷ সেক্ষেত্রে ভারতীয় দল তাদের ম্যাচগুলি অন্য দেশে খেলবে ৷

যদিও জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পাক উইকেটরক্ষক রশিদ লতিফ ৷ তিনি মনে করেন, ভারতের সেদেশে খেলতে যাওয়া 50 শতাংশ নিশ্চিত ৷ লতিফ জানান, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় ভারত সরকারের অনুমতি নিয়েই রোহিত-কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন পাকিস্তানে ৷

নয়াদিল্লি, 31 অগস্ট: পাকিস্তানের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের ৷ সম্প্রতি জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে ৷ বিসিসিআই'য়ের বিদায়ী সচিব আইসিসি'র মসনদে বসায় ভারতের সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা তীব্র হল বলে মনে করছে নানা মহল ৷ এমতাবস্থায় পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে বড় মন্তব্য করলেন দানিশ কানেরিয়া ৷ প্রাক্তন পাক স্পিনার জানালেন, ভারতের সেদেশে খেলতে না-যাওয়াই উচিৎ ৷

পাকিস্তানের হয়ে 61টি টেস্ট খেলা ক্রিকেটার স্পোর্টস তাক'কে বলেন, "পাকিস্তানের পরিস্থিতির কথা বিচার করে পাকিস্তানের সেদেশে খেলতে যাওয়া উচিৎ নয় ৷ পাকিস্তানেরও বিষয়টি ভেবে দেখা উচিৎ এবং সব চিন্তা করে আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যাবে বলে মনে হয় ৷" কানেরিয়া এ প্রসঙ্গে আরও বলেন, "ক্রিকেটারদের নিরাপত্তা এক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিৎ ৷ সম্মানের কথা পরে ভাবা যাবে ৷ আমার মনে হয় বিসিসিআই দারুণ কাজ করছে ৷ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে সেই সিদ্ধান্ত সকল দেশের মেনে নেওয়া উচিৎ ৷"

কৃটনৈতিক সম্পর্কের অবনতির জেরে 2012-13 সালের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ ৷ কেবল আইসিসি টুর্নামেন্টে এখন মুখোমুখি হয়ে থাকে দু'দল ৷ কিন্তু আগামী বছর অর্থাৎ, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাক ভূখণ্ডে ৷ সেক্ষেত্রে ভারতের অবস্থান কী হবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ক্রিকেট মহলে ৷ এমতাবস্থায় ভারত যাতে প্রতিনিধিত্ব করতে পারে, সেকথা মাথায় রেখে আইসিসি টুর্নামেন্টটিকে হাইব্রিড মডেলে নিয়ে যাবে বলে মনে করছে ক্রিকেটমহল ৷ সেক্ষেত্রে ভারতীয় দল তাদের ম্যাচগুলি অন্য দেশে খেলবে ৷

যদিও জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পাক উইকেটরক্ষক রশিদ লতিফ ৷ তিনি মনে করেন, ভারতের সেদেশে খেলতে যাওয়া 50 শতাংশ নিশ্চিত ৷ লতিফ জানান, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় ভারত সরকারের অনুমতি নিয়েই রোহিত-কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন পাকিস্তানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.