কলকাতা, 12 অগস্ট: জেমি ম্য়াকলারেন যদি মেলবোর্ন সিটির গ্রেটেস্ট অফ অল-টাইম হয়ে থাকেন, তাহলে নুনো রেইস গত তিন মরশুম ধরে ছিলেন অস্ট্রেলিয়ার ক্লাবটির রক্ষণের সেরা স্তম্ভ ৷ ম্য়াকলারেনের পথ ধরে রেইসও এবার কলকাতার পথে ৷ আব্দুল কাদিরি ছিটকে যাওয়ার আইএসএল শুরুর আগে ধাক্কা খেয়েছিল সাদা-কালো ব্রিগেড ৷ তবে দ্রুত তাঁর পরিবর্ত খুঁজে নিল আইএসএলে নবাগতরা ৷
মেলবোর্ন সিটির হয়ে 78 ম্যাচ খেলা তারকা ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করে মহামেডান চমকই দিল বলা চলে ৷ একবছরের চুক্তিতেই রোনাল্ডোর দেশের ফুটবলারকে দলে নিয়েছে 'ব্ল্যাক প্যান্থার্স' ব্রিগেড ৷ সরকারিভাবে নুনো রেইসের আগমনের খবর মহামেডান ঘোষণা না-করলেও ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এই খবর নিশ্চিত করেছেন ৷ কবে ভারতে পা রাখবেন পর্তুগিজ ডিফেন্ডার ?
এ ব্য়াপারে দীপেন্দু জানালেন, আগামী 16 সেপ্টেম্বর নর্থ-ইস্টের বিরুদ্ধে আইএসএলের অভিষেক ম্যাচে দল নামার আগেই নুনো আনার চেষ্টা চলছে ৷ তবে প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ ভারতে এসে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার যেমন রয়েছে, তেমনই পর্যাপ্ত অনুশীলন ছাড়া তাঁকে আইএসএলের মত গুরুত্বপূর্ণ মঞ্চে কোচ আন্দ্রে চের্নিশভ আচমকা নামিয়ে দেওয়ার ঝুঁকি নেবেন কি না; তাও ভাবনার বিষয় ৷
After four memorable seasons in City blue, Nuno Reis departs the Club following the conclusion of his contract.
— Melbourne City FC (@MelbourneCity) June 7, 2024
নুনোকে না-পাওয়া গেলে পাঁচ বিদেশি নিয়েই প্রথম ম্যাচ খেলতে হবে কলকাতার ক্লাবকে ৷ সে যাইহোক, এ লিগে গত কয়েক মরশুমের সতীর্থ এবার কলকাতার দুই যুযুধান ক্লাবে ৷ কলকাতা ডার্বিতে তাই একদা দুই সতীর্থের ডুয়েল দেখার অপেক্ষায় ফুটবল অনুরাগীরা ৷ আগামী 5 অক্টোবর আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান ৷ সব ঠিক থাকলে ওই ম্যাচেই দেখা যাবে ম্যাকলারেন বনাম নুনো দ্বৈরথ ৷