ETV Bharat / sports

আরজি কর কাণ্ডে বীতশ্রদ্ধ, পুরস্কার ফেরাচ্ছেন দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা - RG Kar Doctor Rape and Murder

Former Badminton Star Dipu Ghosh: আরজি কর কাণ্ড তাঁকে বিচলিত করেছে ৷ ফলে প্রতিবাদের পথ বেছে নিলেন সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন, প্রাক্তন শাটলার দীপু ঘোষ ৷ রাজ্য সরকারের দেওয়া বাংলার গৌরব সম্মান ও পুরস্কার অর্থ ফেরাতে চান তিনি ৷

Former Badminton Star Dipu Ghosh
আরজি কর কাণ্ডে বীতশ্রদ্ধ দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 10:10 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: শিল্পী, কলাকুশলীদের পর এবার রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাতে চান ক্রীড়াবিদরা । সেই কাজে প্রথম পা বাড়ালেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ । 85 বছরের দীপু ঘোষ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিরক্ত । আপামর বাঙালির মতো তাঁকেও আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে । রাজ্য সরকারের দেওয়া বাংলার গৌরব পুরস্কার তিনি ফেরাতে চান । ফেরাতে চান পুরস্কার অর্থ এক লক্ষ টাকাও ।

দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন । ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে দু’বার খেলেছেন টমাস কাপের ডাবলসে । সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ । ডাবলসেও তাঁর সাফল্য কম নেই । ডাবলসে বরাবর খেলতেন ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে । অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি । 2015 সালে তাঁকে বাংলার গৌরব সম্মান দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

1982 সালে দিল্লি এশিয়াডে কোচিং করিয়েছিলেন ভারতীয় টিমকে । তারপরেও তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন বহুবছর । নয়ের দশকে তিনি ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে । ব্যাডমিন্টনের টানেই । বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা । তাঁর একমাত্র পুত্র চাকরি করেন সেই দেশেই ।

প্রসঙ্গত, আরজি কাণ্ডের বিচার চেয়ে বাংলার প্রাক্তন ক্রীড়াবিদরা ইতিমধ্যেই পদযাত্রা করেছেন । সেখানে ‘উই ওয়ান্ট জাস্টিস’ আওয়াজ উঠেছে। গুরুবক্স সিংয়ের মতো পদকজয়ী অলিম্পিয়ান সেই পদযাত্রায় ছিলেন ৷ মিছিলে ছিলেন সোমা বিশ্বাস, জ্যোতির্ময়ী শিকদার, বুলা চৌধুরী, দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অতনু দাসদের মত অলিম্পিয়ানরা । গ্র্যান্ডমাস্টার দীব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরাও মিছিলে হেঁটেছেন ।

কিন্তু এখনও দীপু ঘোষের মতো রাজ্যের দেওয়া পুরস্কার এবং সাম্মানিক অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেউ নেননি । সেদিক থেকে প্রবীণ ক্রীড়াবিদ প্রতিবাদের পথ দেখালেন । ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরস্কার ফেরানোর এই গণ-সিদ্ধান্তের পরোক্ষ সমালোচনা করেছেন । এই অবস্থায় ক্রীড়া জগতে পুরস্কার ফেরানোর হাওয়া লাগায় অস্বস্তি যে আরও বাড়বে, তা বোঝাই যাচ্ছে ।

আরও পড়ুন:

কলকাতা, 6 সেপ্টেম্বর: শিল্পী, কলাকুশলীদের পর এবার রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাতে চান ক্রীড়াবিদরা । সেই কাজে প্রথম পা বাড়ালেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ । 85 বছরের দীপু ঘোষ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিরক্ত । আপামর বাঙালির মতো তাঁকেও আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে । রাজ্য সরকারের দেওয়া বাংলার গৌরব পুরস্কার তিনি ফেরাতে চান । ফেরাতে চান পুরস্কার অর্থ এক লক্ষ টাকাও ।

দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন । ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে দু’বার খেলেছেন টমাস কাপের ডাবলসে । সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ । ডাবলসেও তাঁর সাফল্য কম নেই । ডাবলসে বরাবর খেলতেন ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে । অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি । 2015 সালে তাঁকে বাংলার গৌরব সম্মান দেয় পশ্চিমবঙ্গ সরকার ৷

1982 সালে দিল্লি এশিয়াডে কোচিং করিয়েছিলেন ভারতীয় টিমকে । তারপরেও তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন বহুবছর । নয়ের দশকে তিনি ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে । ব্যাডমিন্টনের টানেই । বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা । তাঁর একমাত্র পুত্র চাকরি করেন সেই দেশেই ।

প্রসঙ্গত, আরজি কাণ্ডের বিচার চেয়ে বাংলার প্রাক্তন ক্রীড়াবিদরা ইতিমধ্যেই পদযাত্রা করেছেন । সেখানে ‘উই ওয়ান্ট জাস্টিস’ আওয়াজ উঠেছে। গুরুবক্স সিংয়ের মতো পদকজয়ী অলিম্পিয়ান সেই পদযাত্রায় ছিলেন ৷ মিছিলে ছিলেন সোমা বিশ্বাস, জ্যোতির্ময়ী শিকদার, বুলা চৌধুরী, দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অতনু দাসদের মত অলিম্পিয়ানরা । গ্র্যান্ডমাস্টার দীব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরাও মিছিলে হেঁটেছেন ।

কিন্তু এখনও দীপু ঘোষের মতো রাজ্যের দেওয়া পুরস্কার এবং সাম্মানিক অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেউ নেননি । সেদিক থেকে প্রবীণ ক্রীড়াবিদ প্রতিবাদের পথ দেখালেন । ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরস্কার ফেরানোর এই গণ-সিদ্ধান্তের পরোক্ষ সমালোচনা করেছেন । এই অবস্থায় ক্রীড়া জগতে পুরস্কার ফেরানোর হাওয়া লাগায় অস্বস্তি যে আরও বাড়বে, তা বোঝাই যাচ্ছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.