ETV Bharat / sports

ক্রিকেটবিশ্বে শোকের ছায়া ! প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার - IAN REDPATH DIES

প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ৷ 8টি সেঞ্চুরির মালিক, ব্যাগি গ্রিনের হয়ে 66টি টেস্ট খেলা ব্যাটারের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট বিশ্বে ৷

Former Australia cricketer Ian Redpath dies at 83
প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 1, 2024, 1:52 PM IST

ক্যানবেরা, 1 ডিসেম্বর: পারথ টেস্টে বিধ্বস্ত হয়েছে অজিরা ৷ আর পাঁচদিন পরে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া ৷ তারমাঝেই খারাপ খবর ৷ প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ৷ ব্যাগি গ্রিনের হয়ে 66টি টেস্ট এবং পাঁচটি ওডিআই খেলা তারকা মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটবিশ্বে ৷

রবিবার প্রয়াত হয়েছেন ইয়ান রেডপাথ ৷ মৃত্যুকালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটারের বয়স হয়েছিল 83 বছর ৷ রেডপাথ 1964 থেকে 1976 পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে 66টি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন । তাঁর টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে । আইকনিক এমসিজি স্টেডিয়ামে অভিষেকেই সেঞ্চুরির কাছাকাছি এসেছিলেন তিনি ৷ যদিও মাত্র 97 রানে আউট হয়ে শতরান করা হয়নি । তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি আসে 1969 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচে ওয়েস হল, চার্লি গ্রিফিথ, গ্যারি সোবার্স এবং ল্যান্স গিবসের শক্তিশালী ক্যারিবিয়ান বোলিং আক্রমণের বিরুদ্ধে 132 রানের ইনিংস খেলেন তিনি ।

Former Australia cricketer Ian Redpath dies at 83
প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা (ANI)

জাতীয় দলের হয়ে 8টি সেঞ্চুরি করা রেডপাথ ব্যাটার হিসেবে এতটাই ধৈর্যশীল ছিলেন যে কেরিয়ারের প্রথম ছয় মারেন শেষ টেস্টে । 1970 সালে পারথে ইংল্যান্ডের বিপক্ষে 171 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ শুধু ক্রিকেটই নয়, অপেশাদার অস্ট্রেলিয়া রুলস ফুটবলও খেলেছেন তিনি ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড একটি বিবৃতিতে বলেন, ‘‘ইয়ান ছিলেন একজন অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবাই তাঁকে পছন্দ করতেন । তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত । ইয়ান অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম ভিত্তি ছিলেন ৷ তাঁর সাহসিকতা, অনবদ্য ক্রীড়ানুরাগী এবং রুক্ষ হাস্যরসের জন্য বিশ্বজুড়ে অনেকের কাছে প্রিয় ছিলেন ৷ 2023 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট ‘হল অফ ফেম’ সম্মান দেয় তাঁকে ৷’’

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.