ETV Bharat / sports

লোনে নয়, ভবিষ্যতের স্বার্থেই দীর্ঘমেয়াদী চুক্তি করতে চান আনোয়ার - Anwar Ali - ANWAR ALI

Footballer Anwar Ali: গত 48 ঘণ্টা আনোয়ার আলির দলবদল নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবলমহল ৷ দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টে যাওয়া আনোয়ার বছর ঘুরতেই ইস্টবেঙ্গলে নাম লেখান । কিন্তু কেন ? জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার জানালেন, ফুটবলে ভবিষ্যতের স্বার্থে তাঁর এই সিদ্ধান্ত ৷

Anwar Ali
আনোয়ার আলি (এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 2:23 PM IST

কলকাতা, 13 জুলাই: লোনে নয়, ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলি ৷ সেকারণেই তাঁর দলবদলের ভাবনা ৷ এআইএফএফ’কে মেল করে এমনটাই জানিয়েছেন তিনি ৷

আনোয়ার লিখেছেন, ফুটবলার জীবনের এই পর্যায়ে লোনে কোনও ক্লাবে খেলা ঠিক নয় ৷ ফুটবল ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর বলে মনে হচ্ছে বলে লিখেছেন আনোয়ার ৷ তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই কোনও ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চান তিনি ৷ সেকারণে তাঁর কাছে আসা কোনও সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছেন না ৷ ফলে দীর্ঘমেয়াদী চুক্তির খোঁজে সেন্টার-ব্যাক ৷

গত 48 ঘণ্টা আনোয়ার আলির দলবদল নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল মহল ৷ দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টে যাওয়া আনোয়ার বছর ঘুরতেই ইস্টবেঙ্গলে নাম লেখান । পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি । মোহনবাগান সুপার জায়ান্টে লোনে আসা ফুটবলার চিরপ্রতিদ্বন্দ্বী দলে চলে গিয়েছে, এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে । আনোয়ারকে ইস্টবেঙ্গলের পক্ষে সই করানোর মূল কারিগর দিল্লি এফসির রঞ্জিত বাজাজ । তিনি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন । তাঁর কথায়, "এই বিষয়ে যা বলবে ইস্টবেঙ্গল বলবে ৷"

আনোয়ারকে সই করিয়ে ইস্টবেঙ্গলও চুপ । তারা আইনি জটিলতা খতিয়ে দেখে সরকারি ঘোষণার অপেক্ষায় । এদিকে, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, বিষয়টি আনোয়ার এবং মোহনবাগান সুপার জায়ান্টের । এই বিষয়ে আগ বাড়িয়ে তাঁরা কোনও পদক্ষেপ নেবেন না। এই অবস্থায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আনোয়ারের ইমেল পৌঁছয় ৷ সেখানে তিনি জানান, মোহনবাগানের সঙ্গে তিনি লোনের চুক্তি বাতিল করছেন । এই অবস্থায় হঠাৎ করে মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা লিগের জন্য আনোয়ারকে নথিভুক্ত করতে চায় । কিন্তু আইএফএ তাতে সম্মতি দেয়নি ।

আগামী 19 জুলাই আনোয়ারকে কলকাতা লিগের দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিতে বলেছে সবুজ-মেরুন ৷ কারণ সুপার জায়ান্টের দাবি, আনোয়ার তাদেরই থাকবে । কিন্তু পরিস্থিতি ঘুরে গিয়েছে । যদি আনোয়ারের প্রস্তাব মত মোহনবাগান চুক্তি করে অন্য কথা ৷ সেটা না-হলে আনোয়ারের দলবদল বিতর্ক জটিল হবে । কারণ ইস্টবেঙ্গলও চুপ করে বসে থাকার পাত্র নয় । তাদের চুক্তিতে আনোয়ার সই করেছেন । তাই আনোয়ারের জার্সির রং বদলাচ্ছে কি না, তা জানতে অন্তত পাঁচ থেকে দশদিন অপেক্ষা করতে হবে।

কলকাতা, 13 জুলাই: লোনে নয়, ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলি ৷ সেকারণেই তাঁর দলবদলের ভাবনা ৷ এআইএফএফ’কে মেল করে এমনটাই জানিয়েছেন তিনি ৷

আনোয়ার লিখেছেন, ফুটবলার জীবনের এই পর্যায়ে লোনে কোনও ক্লাবে খেলা ঠিক নয় ৷ ফুটবল ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর বলে মনে হচ্ছে বলে লিখেছেন আনোয়ার ৷ তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই কোনও ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চান তিনি ৷ সেকারণে তাঁর কাছে আসা কোনও সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছেন না ৷ ফলে দীর্ঘমেয়াদী চুক্তির খোঁজে সেন্টার-ব্যাক ৷

গত 48 ঘণ্টা আনোয়ার আলির দলবদল নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল মহল ৷ দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টে যাওয়া আনোয়ার বছর ঘুরতেই ইস্টবেঙ্গলে নাম লেখান । পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি । মোহনবাগান সুপার জায়ান্টে লোনে আসা ফুটবলার চিরপ্রতিদ্বন্দ্বী দলে চলে গিয়েছে, এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে । আনোয়ারকে ইস্টবেঙ্গলের পক্ষে সই করানোর মূল কারিগর দিল্লি এফসির রঞ্জিত বাজাজ । তিনি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন । তাঁর কথায়, "এই বিষয়ে যা বলবে ইস্টবেঙ্গল বলবে ৷"

আনোয়ারকে সই করিয়ে ইস্টবেঙ্গলও চুপ । তারা আইনি জটিলতা খতিয়ে দেখে সরকারি ঘোষণার অপেক্ষায় । এদিকে, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, বিষয়টি আনোয়ার এবং মোহনবাগান সুপার জায়ান্টের । এই বিষয়ে আগ বাড়িয়ে তাঁরা কোনও পদক্ষেপ নেবেন না। এই অবস্থায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আনোয়ারের ইমেল পৌঁছয় ৷ সেখানে তিনি জানান, মোহনবাগানের সঙ্গে তিনি লোনের চুক্তি বাতিল করছেন । এই অবস্থায় হঠাৎ করে মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা লিগের জন্য আনোয়ারকে নথিভুক্ত করতে চায় । কিন্তু আইএফএ তাতে সম্মতি দেয়নি ।

আগামী 19 জুলাই আনোয়ারকে কলকাতা লিগের দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিতে বলেছে সবুজ-মেরুন ৷ কারণ সুপার জায়ান্টের দাবি, আনোয়ার তাদেরই থাকবে । কিন্তু পরিস্থিতি ঘুরে গিয়েছে । যদি আনোয়ারের প্রস্তাব মত মোহনবাগান চুক্তি করে অন্য কথা ৷ সেটা না-হলে আনোয়ারের দলবদল বিতর্ক জটিল হবে । কারণ ইস্টবেঙ্গলও চুপ করে বসে থাকার পাত্র নয় । তাদের চুক্তিতে আনোয়ার সই করেছেন । তাই আনোয়ারের জার্সির রং বদলাচ্ছে কি না, তা জানতে অন্তত পাঁচ থেকে দশদিন অপেক্ষা করতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.