বেঙ্গালুরু, 24 অগস্ট: নির্ধারিত সময়ে টাই হলে সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তির সঙ্গে পরিচিত ক্রিকেট অনুরাগীরা ৷ এমনকী সুপার ওভারে টাইয়ের পর দ্বিতীয় সুপার ওভারেও ম্য়াচের ফয়সালা হয়েছে কুড়ি-বিশের ক্রিকেটে ৷ যার সাক্ষী রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷ কিন্তু তিন-তিনটি সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি ? এতদিন টি-20 ক্রিকেট পরিচিত ছিল না তৃতীয় সুপার ওভারের সঙ্গে ৷ কিন্তু শুক্রবার তৃতীয় সুপার ওভারে ফয়সালা হলে ম্যাচের, তাও আবার ভারতীয় ক্রিকেটে ৷
কর্ণাটক ক্রিকেট সংস্থা পরিচালিত মহারাজা ট্রফি টি-20 টুর্নামেন্টে শুক্রবার তৃতীয় সুপার ওভারে ম্য়াচ জিতে নজির গড়ল হুবলি টাইগার্স ৷ এদিন বেঙ্গালুরু ব্লাস্টার্সের সঙ্গে হুবলি টাইগার্সের থ্রিলার ম্যাচ সিনেমা বা সিরিজের চেয়ে কোনও অংশে কম ছিল না ৷ প্রথমে ব্যাট করে হুবলি 20 ওভারে সব উইকেট হারিয়ে 164 রান তোলে ৷ জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট খুইয়ে 164 রানেই থাকে বেঙ্গালুরু ব্লাস্টার্স ৷ ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷
𝐂𝐎𝐌𝐏𝐋𝐄𝐓𝐄 𝐌𝐀𝐃𝐍𝐄𝐒𝐒! 😱
— Maharaja Trophy T20 (@maharaja_t20) August 23, 2024
A Triple Super over for the first time in the history of cricket! 🤯#ಇಲ್ಲಿಗೆದ್ದವರೇರಾಜ #MaharajaTrophy #Season3@StarSportsKan pic.twitter.com/s8dH4Rigcz
প্রথম সুপার ওভার: প্রথম সুপার ওভারে প্রথমে ব্য়াট করে 10 রান তোলে ব্লাস্টার্স ৷ সেই রান ডিফেন্ড করার দায়িত্ব বর্তায় ম্যাচে 5 উইকেট নেওয়া লাভিস কৌশলের কাঁধে ৷ জয় এনে দিতে না-পারলেও প্রথম সুপার ওভারও টাই রাখতে সফল হন ব্লাস্টার্স বোলার ৷ ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে ৷
দ্বিতীয় সুপার ওভার: দ্বিতীয় সুপার ওভারে আরও কম রান ডিফেন্ড করে ম্যাচ তৃতীয় সুপার ওভারে নিয়ে যান টাইগার্স পেসার বিদ্বাথ কাভেরাপ্পা ৷ প্রথমে ব্যাট করে টাইগার্স মাত্র 8 রান তোলে ৷ ব্যাট হাতে ব্লাস্টার্সকে জয় এনে দিতে ব্যর্থ হন মণীশ পাণ্ডে ৷
তৃতীয় সুপার ওভার: প্রথমে ব্যাট করে ব্লাস্টার্স এক উইকেটে 12 রান তোলে তৃতীয় সুপার ওভারে ৷ পাল্টা 4 বলে 11 রান করে তৃতীয় সুপার ওভারে টাইগার্সকে জয় এনে দেন মনবন্থ কুমার ৷