ETV Bharat / sports

মার্কিন মুলুকে পা রোহিত-জাদেজাদের, শুভেচ্ছা জানিয়ে কাটা হল কেক - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

Team India in New York: আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ শনিবার রাতে প্রথম ধাপে ভারতীয় ক্রিকেট দল রওনা দেয় নিউইয়র্কে ৷ সোমবার সকালে তাঁরা পৌঁছন মার্কিন মুলুকে ৷ যদিও পুরো দল নয়, প্রথম ধাপে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে পাড়ি দিয়েছেন হাতে গোনা কয়েকজন ৷

Team India Reaches New York
মার্কিন মুলুকে পা রোহিত-সূর্যদের (ইটিভি ভারত)
author img

By ANI

Published : May 27, 2024, 2:17 PM IST

নিউইয়র্ক, 27 মে: টি-20 বিশ্বকাপের বোধন হতে বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি ৷ তার আগে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়-সহ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে প্রথম ধাপে কয়েকজন ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মার্কিন মুলুকে রোহিতের সঙ্গে এদিন দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাকে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের এক্স হ্যান্ডেলে এদিন সকালে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর ভারতীয় দলের সদস্যদের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে তাঁরা বাসে উঠছেন ৷ বাসে রোহিতের সঙ্গে রয়েছেন জাদেজা ও দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। সকলের মুখে হাসি ৷ কিট ব্যাগ নিয়ে তাঁরা তাঁদের নির্দিষ্ট থাকার জায়গায় রওনা দিচ্ছেন ৷ মার্কিন মুলুকে পা রেখে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে রোহিতদের। পাশাপাশি কেক কেটে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় দলের সদস্যদের ৷ কেকের ওপর লেখা, 'টিম ইন্ডিয়া অল দ্য বেস্ট ৷'

আরও পড়ুন: অরেঞ্জ-পার্পল রঙের ছটা, সঙ্গে উইকেট-ব্যাট-বল; আইপিএল মহারণে বদলাল গুগল ডুডল

আগামী 2 জুন থেকে 29 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ টিম মেন ইন ব্লু আগামী 5 জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করতে চেলেছে ৷ রোহিতদের তারপরের ম্য়াচ অর্থাৎ আগামী 9 জুন পাকিস্তানের সঙ্গে ৷ তারপর সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র (12 জুন) এবং কানাডার সঙ্গে (15 জুন) ম্যাচ খেলবে ৷ 2013 সালের পর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল। তাই দলকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে অনুরাগীদের ৷

  • ভারতের বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ ৷ রিজার্ভ স্কোয়াডে রয়েছেন- শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান ৷

আরও পড়ুন: রোহিতের সঙ্গী জাদেজা-পন্ত, বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পাড়ি ভারতীয় দলের

নিউইয়র্ক, 27 মে: টি-20 বিশ্বকাপের বোধন হতে বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি ৷ তার আগে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়-সহ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে প্রথম ধাপে কয়েকজন ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মার্কিন মুলুকে রোহিতের সঙ্গে এদিন দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাকে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের এক্স হ্যান্ডেলে এদিন সকালে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর ভারতীয় দলের সদস্যদের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে তাঁরা বাসে উঠছেন ৷ বাসে রোহিতের সঙ্গে রয়েছেন জাদেজা ও দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। সকলের মুখে হাসি ৷ কিট ব্যাগ নিয়ে তাঁরা তাঁদের নির্দিষ্ট থাকার জায়গায় রওনা দিচ্ছেন ৷ মার্কিন মুলুকে পা রেখে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে রোহিতদের। পাশাপাশি কেক কেটে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় দলের সদস্যদের ৷ কেকের ওপর লেখা, 'টিম ইন্ডিয়া অল দ্য বেস্ট ৷'

আরও পড়ুন: অরেঞ্জ-পার্পল রঙের ছটা, সঙ্গে উইকেট-ব্যাট-বল; আইপিএল মহারণে বদলাল গুগল ডুডল

আগামী 2 জুন থেকে 29 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ টিম মেন ইন ব্লু আগামী 5 জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করতে চেলেছে ৷ রোহিতদের তারপরের ম্য়াচ অর্থাৎ আগামী 9 জুন পাকিস্তানের সঙ্গে ৷ তারপর সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র (12 জুন) এবং কানাডার সঙ্গে (15 জুন) ম্যাচ খেলবে ৷ 2013 সালের পর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল। তাই দলকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে অনুরাগীদের ৷

  • ভারতের বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ ৷ রিজার্ভ স্কোয়াডে রয়েছেন- শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান ৷

আরও পড়ুন: রোহিতের সঙ্গী জাদেজা-পন্ত, বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পাড়ি ভারতীয় দলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.