নয়াদিল্লি, 15 জুলাই: ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিয়োতে বিশেষভাবে সক্ষমদের নিয়ে মজা করার অভিযোগ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, সুরেশ রায়না, যুবরাজ সিং এবং গুরকিরাত মানের বিরুদ্ধে ৷ তার জেরে যুবরাজদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজঅ্যাবলড পিপল (এনসিপিইডিপি)-এর কার্যনির্বাহী পরিচালক আরমান আলি ৷ দিল্লির অমর কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাইনালে পাকিস্তান লেজেন্ডসকে 5 উইকেটে হারিয়েছে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস ৷ সেই ম্যাচ শেষে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় 'তবা তবা' গানের ডান্স মুভে রিল বানান যুবরাজ, হরভজন, রায়না এবং গুরকিরাত মান ৷ অভিযোগ উঠেছে, বিষয়টিকে হাস্যকর করার চেষ্টায় আসল নাচের বদলে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন তাঁরা ৷ আর তার জেরেই এই চার প্রাক্তন ক্রিকেটারের নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷
ক্রিকেটারা ছাড়াও মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর সন্ধ্যা দেবনাথনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগে বলা হয়েছে, মেটা-মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এই ধরনের বিষয়বস্তু পোস্ট করার অনুমতি দিয়ে, 2000 সালের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করেছে ৷ এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেছেন, "অমর কলোনি থানায় অভিযোগটি দায়ের হয়েছে ৷ মামলার আরও তদন্তের জন্য এটি জেলার সাইবার সেলের সঙ্গে শেয়ার করা হবে ৷"
অনেকেই বিষয়টি নিয়ে যুবরাজ সিং, হরভজন সিং এবং সুরেশ রায়নার পোস্টে আপত্তি জানিয়েছেন ৷ বিশেষভাবে সক্ষমদের সমর্থনে প্রতিবাদ জানিয়ে, তারা ভিডিয়োটিকে জঘন্য বলে মন্তব্য করেছে ৷ ন্যাশনাল ফোরাম ফর দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিজ-এর তরফে ভিডিয়োটিকে 'সম্পূর্ণ আপত্তিকর' বলে অভিহিত করা হয়েছে ৷