মুম্বই, 25 মার্চ: একদিকে লোকসভা নির্বাচন অন্যদিকে কোটিপতি লিগ ৷ সূচি বানাতে নাজেহাল বিসিসিআই প্রাথমিকভাবে 17 দিনের সূচি ঘোষণা করেছিল ৷ সোমবার নির্বাচনী দিনক্ষণ দেখেশুনে ঘোষিত হল আইপিএলের অবশিষ্ট সূচি ৷ প্রথম দফায় 22 মার্চ-7 এপ্রিলের সূচি প্রকাশ করেছিল বিসিসিআই ৷ এরপর সোমবার বাকি টুর্নামেন্ট অর্থাৎ গ্রুপ লিগ থেকে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল কবে ও কোথায় অনুষ্ঠিত হবে, তাও জানিয়ে দিল বিসিসিআই ৷ চলতি আইপিএলের ফাইনাল ম্যাচ আগামী 26 মে ৷ মহারণ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে ৷ এদিকে বাংলা তথা দেশে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের দিন ইডেনে নামবে কেকেআর ও পঞ্জাব ৷ যদিও 26 এপ্রিল কলকাতায় নির্বাচন নেই ৷
কলকাতা এবং শহরতলির বেশ কিছু জায়গাতে ভোট 1 জুন। ততদিনে আইপিএল শেষ হয়ে যাবে। 21 এপ্রিল আইপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আমেদাবাদে ৷ 22 এপ্রিল এলিমিনেটর ম্যাচ আমেদাবাদেই খেলা হবে ৷ কোয়ালিফায়ার 2 আগামী 24 মে, চেন্নাইয়ে হবে সেই ম্যাচ ৷ আর 2024 আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে ৷ যদিও সেই তারিখের অনেক আগেই কলকাতার হোম ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। সূচি অনুযায়ী কলকাতা শেষ হোম ম্যাচ খেলবে 11 মে, মুম্বইয়ের বিরুদ্ধে।
21 এপ্রিল কেকেআরের সামনে বড় ম্যাচ। ওইদিন ঘরের মাঠে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে গম্ভীরের দল। গত মরশুমে লখনউয়ের মেন্টর থাকার সময় কোহলি-গম্ভীরের ঝামেলার কথা সকলেরই জানা। মাঠে নেমে একসময়ের সতীর্থের ব্যবহারে রেগে লাল হয়ে ওঠেন বর্তমান নাইট শিবিরের মেন্টর গৌতম গম্ভীর ৷ ফলে সেই ম্যাচের দিকে আলাদা করে নজর থাকবে। উল্লেখ্য, কলকাতা ইতিমধ্যেই চলতি কোটিপতি লিগে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে ৷ হায়দরাবাদকে তারা ঘরের মাঠে হারিয়েছ ৷ এরপর 29 মার্চ বেঙ্গালুরুতে আরসিবি'র বিরুদ্ধে নামছে কেকেআর ৷ আগামী 3 এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে নাইট শিবির ৷
আরও পড়ুন: