ETV Bharat / sports

ফাইনাল নিউ জার্সিতে, কবে শুরু 2026 বিশ্বকাপ; জানাল ফিফা - ফিফা বিশ্বকাপ 2026

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচের ভেন্যু ঘোষণা করল ফুটবল নিয়ামক সংস্থা ৷ 2026 সালের 19 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আয়োজিত হবে বিশ্বকাপ ফাইনাল ৷ আর বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজটেকা শহরে ৷ জুন মাসের 11 তারিখ ঢাকে কাঠি পড়বে বিশ্বকাপের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 10:21 AM IST

Updated : Feb 5, 2024, 10:41 AM IST

নিউইয়র্ক, 5 ফেব্রুয়ারি: পরবর্তী ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও 2 বছরের বেশি সময় বাকি রয়েছে ৷ তার আগে সোমবার বিশ্বকাপ শুরু ও ফাইনালের দিন ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ৷ ফিফার তরফে জানানো হয়েছে, 2026-এর বিশ্বকাপের ফাইনাল হবে 19 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে ৷ আর মেক্সিকোর সিটির এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ ৷ যা শুরু হবে 11 জুন ৷ আগামী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ৷

উল্লেখ্য, এই দেশে বিশ্বকাপের প্রথম ম্যাচগুলি যার যার জাতীয় দলের ম্যাচ দিয়ে শুরু হবে ৷ মেক্সিকো সিটি বাদে টরোন্টোতে হবে কানাডার প্রথম ম্যাচ ৷ আর লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম খেলা ৷ ফিফা জানিয়েছে, ম্যাচের সময়সূচি ও প্রতিটি দলের ম্যাচ ভেন্যু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ফুটবলার এবং দর্শকদের বেশি ঘুরতে না হয় ৷ এর ফলে ফুটবলাররা অনেক বেশি বিশ্রাম পাবেন ৷ উল্লেখ্য, 2026 ফিফা বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে ৷ ফলে এই দুই দেশের ম্যাচ দেখার জন্য পর্তুগাল ও আর্জেন্টিনা থেকে প্রচুর সমর্থক আসবে বলেই মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জাতীয় ফুটবল দল তাদের গ্রুপ পর্যায়ের সব ম্যাচ ঘরের মাঠে খেলবে ৷ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, "সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারকারী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয় ৷ বরং তা বাস্তবে পরিণত হতে চলেছে ৷ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি অত্যাধুনিক স্টেডিয়ামে 104টি ম্যাচ সেই বাস্তবের আকারে ফুটে উঠবে ৷ আমি আয়োজক তিনটি দেশ ও তাদের 16টি শহরের সংস্থাকে ধন্যবাদ জানাই, ফিফা বিশ্বকাপের সফল আয়োজনের জন্য তাদের অক্লান্ত পরিশ্রমকে ৷"

ফিফা জানিয়েছে, কোন দলের সঙ্গে কবে, কোন সময়ে খেলা পড়বে; তা চূড়ান্ত ড্রয়ের পরেই নিশ্চিত করা হবে ৷ ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, 2025 সালের শেষের দিকে এই ড্রয়ের আয়োজন করা হবে ৷ ততদিন, ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনকারী সবক’টি দেশের নাম চূড়ান্ত হয়ে যাবে ৷ উল্লেখ্য, 2026 ফিফা বিশ্বকাপে প্রথমবার একসঙ্গে 48টি দেশ অংশ নেবে ৷ যা এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ফুটবল বিশ্বকাপে ৷

আরও পড়ুন:

  1. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  2. শহরে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি, চোট সারিয়ে সুস্থ মহেশ-ক্রেসপো
  3. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার

নিউইয়র্ক, 5 ফেব্রুয়ারি: পরবর্তী ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও 2 বছরের বেশি সময় বাকি রয়েছে ৷ তার আগে সোমবার বিশ্বকাপ শুরু ও ফাইনালের দিন ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ৷ ফিফার তরফে জানানো হয়েছে, 2026-এর বিশ্বকাপের ফাইনাল হবে 19 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে ৷ আর মেক্সিকোর সিটির এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ ৷ যা শুরু হবে 11 জুন ৷ আগামী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ৷

উল্লেখ্য, এই দেশে বিশ্বকাপের প্রথম ম্যাচগুলি যার যার জাতীয় দলের ম্যাচ দিয়ে শুরু হবে ৷ মেক্সিকো সিটি বাদে টরোন্টোতে হবে কানাডার প্রথম ম্যাচ ৷ আর লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম খেলা ৷ ফিফা জানিয়েছে, ম্যাচের সময়সূচি ও প্রতিটি দলের ম্যাচ ভেন্যু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ফুটবলার এবং দর্শকদের বেশি ঘুরতে না হয় ৷ এর ফলে ফুটবলাররা অনেক বেশি বিশ্রাম পাবেন ৷ উল্লেখ্য, 2026 ফিফা বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে ৷ ফলে এই দুই দেশের ম্যাচ দেখার জন্য পর্তুগাল ও আর্জেন্টিনা থেকে প্রচুর সমর্থক আসবে বলেই মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জাতীয় ফুটবল দল তাদের গ্রুপ পর্যায়ের সব ম্যাচ ঘরের মাঠে খেলবে ৷ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, "সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারকারী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয় ৷ বরং তা বাস্তবে পরিণত হতে চলেছে ৷ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি অত্যাধুনিক স্টেডিয়ামে 104টি ম্যাচ সেই বাস্তবের আকারে ফুটে উঠবে ৷ আমি আয়োজক তিনটি দেশ ও তাদের 16টি শহরের সংস্থাকে ধন্যবাদ জানাই, ফিফা বিশ্বকাপের সফল আয়োজনের জন্য তাদের অক্লান্ত পরিশ্রমকে ৷"

ফিফা জানিয়েছে, কোন দলের সঙ্গে কবে, কোন সময়ে খেলা পড়বে; তা চূড়ান্ত ড্রয়ের পরেই নিশ্চিত করা হবে ৷ ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, 2025 সালের শেষের দিকে এই ড্রয়ের আয়োজন করা হবে ৷ ততদিন, ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনকারী সবক’টি দেশের নাম চূড়ান্ত হয়ে যাবে ৷ উল্লেখ্য, 2026 ফিফা বিশ্বকাপে প্রথমবার একসঙ্গে 48টি দেশ অংশ নেবে ৷ যা এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ফুটবল বিশ্বকাপে ৷

আরও পড়ুন:

  1. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  2. শহরে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি, চোট সারিয়ে সুস্থ মহেশ-ক্রেসপো
  3. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
Last Updated : Feb 5, 2024, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.