ETV Bharat / sports

বড় ম্য়াচের আগে উদ্বুদ্ধ করতে ক্লেইটনদের সঙ্গে বৈঠকে ইমামি কর্তারা - ISL 2024 25

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ৷ এমতবস্থায় ফুটবলারদের উদ্বুদ্ধ করতে আসরে লাল-হলুদের ইনভেস্টর ৷ বৃহস্পতিবার সৌভিক-নন্দদের সঙ্গে বৈঠকে কর্তারা ৷

ISL 2024 25
লাল হলুদের অনুশীলন (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 8:03 PM IST

কলকাতা, 17 অক্টোবর: প্রথম চার ম্য়াচের চারটিতেই হার ৷ কার্লেস কুয়াদ্রাতের পরিবর্ত অস্কার ব্রুজো এখনও শহরে এসে পৌঁছননি ৷ শিবিরে রয়েছে চোট-আঘাত সমস্যা ৷ এমন টালমাটাল পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার দু'দিন আগে ফুটবলারদের সঙ্গে বিশেষ বৈঠকে ইনভেস্টর ইমামি গ্রুপের কর্তারা ৷ বৈঠকে হাজির ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ডার্বির আগে বৃহস্পতিবার ফুটবলারদের উদ্বুদ্ধ করতেই এই বৈঠক।

যা খবর, তাতে ফুটবলাররাও কর্তাদের কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে আনার ব্যাপারে কথা দিয়েছেন। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নয়, বুধবার ইস্টবেঙ্গল অনুশীলন সারল নিজেদের ক্লাব মাঠে। নাওরেম মহেশ সিং কুঁচকির চোটে কাবু হয়ে ডার্বিতে অনিশ্চিত। তবে ফিজিও তাঁকে ফিট করার চেষ্টা করছেন। ম্যাচের দিন সকালে অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

রক্ষণভাগে আনোয়ার আলি এবং হেক্টর ইউস্তে শুরু করছেন নিশ্চিত। ফিট হয়ে ওঠা মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরা থাকছেন দুই সাইডব্যাকে। পাশাপাশি নিশু কুমার সুস্থ হয়ে ওঠায় কোচ বিনো জর্জের হাতে বিকল্প বেড়েছে। এদিকে সরকারিভাবে জানানো না হলেও শোনা যাচ্ছে অবশেষে ভিসা পেয়েছেন কোচ অস্কার ব্রুজো। সেক্ষেত্রে শুক্রবার গভীর রাত বা শনিবার ডার্বির সকালে তিনি শহরে পা রাখতে চলেছেন।

শহরে পৌঁছতে না-পারলেও দলের প্র্যাকটিসের যাবতীয় নির্দেশ তিনিই দিচ্ছেন। সেইমত অনুশীলন করাচ্ছেন বিনো জর্জ। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোর সঙ্গে পিভি বিষ্ণু ও নন্দকুমার দুই উইংয়ে থাকবেন। প্রথমে অন্যকিছু শোনা গেলেও আক্রমণভাগে ক্লেইটন সিলভা এবং ডেভিডই থাকছেন প্রথম একাদশে। কারণ, দিয়ামানতোকোস ফিট হলেও 90 মিনিট খেলার মত জায়গায় নেই। ফলে পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।
চারম্যাচে পরাজয়ের ফলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের সবার নিচে। সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে ডার্বির সাফল্য বড় টোটকা হতে পারে। তাই যে কোনও মূল্যে পয়েন্টের খোঁজে লাল-হলুদ।

কলকাতা, 17 অক্টোবর: প্রথম চার ম্য়াচের চারটিতেই হার ৷ কার্লেস কুয়াদ্রাতের পরিবর্ত অস্কার ব্রুজো এখনও শহরে এসে পৌঁছননি ৷ শিবিরে রয়েছে চোট-আঘাত সমস্যা ৷ এমন টালমাটাল পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার দু'দিন আগে ফুটবলারদের সঙ্গে বিশেষ বৈঠকে ইনভেস্টর ইমামি গ্রুপের কর্তারা ৷ বৈঠকে হাজির ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ডার্বির আগে বৃহস্পতিবার ফুটবলারদের উদ্বুদ্ধ করতেই এই বৈঠক।

যা খবর, তাতে ফুটবলাররাও কর্তাদের কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে আনার ব্যাপারে কথা দিয়েছেন। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নয়, বুধবার ইস্টবেঙ্গল অনুশীলন সারল নিজেদের ক্লাব মাঠে। নাওরেম মহেশ সিং কুঁচকির চোটে কাবু হয়ে ডার্বিতে অনিশ্চিত। তবে ফিজিও তাঁকে ফিট করার চেষ্টা করছেন। ম্যাচের দিন সকালে অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

রক্ষণভাগে আনোয়ার আলি এবং হেক্টর ইউস্তে শুরু করছেন নিশ্চিত। ফিট হয়ে ওঠা মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরা থাকছেন দুই সাইডব্যাকে। পাশাপাশি নিশু কুমার সুস্থ হয়ে ওঠায় কোচ বিনো জর্জের হাতে বিকল্প বেড়েছে। এদিকে সরকারিভাবে জানানো না হলেও শোনা যাচ্ছে অবশেষে ভিসা পেয়েছেন কোচ অস্কার ব্রুজো। সেক্ষেত্রে শুক্রবার গভীর রাত বা শনিবার ডার্বির সকালে তিনি শহরে পা রাখতে চলেছেন।

শহরে পৌঁছতে না-পারলেও দলের প্র্যাকটিসের যাবতীয় নির্দেশ তিনিই দিচ্ছেন। সেইমত অনুশীলন করাচ্ছেন বিনো জর্জ। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোর সঙ্গে পিভি বিষ্ণু ও নন্দকুমার দুই উইংয়ে থাকবেন। প্রথমে অন্যকিছু শোনা গেলেও আক্রমণভাগে ক্লেইটন সিলভা এবং ডেভিডই থাকছেন প্রথম একাদশে। কারণ, দিয়ামানতোকোস ফিট হলেও 90 মিনিট খেলার মত জায়গায় নেই। ফলে পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।
চারম্যাচে পরাজয়ের ফলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের সবার নিচে। সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে ডার্বির সাফল্য বড় টোটকা হতে পারে। তাই যে কোনও মূল্যে পয়েন্টের খোঁজে লাল-হলুদ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.