ETV Bharat / sports

শহরে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি, চোট সারিয়ে সুস্থ মহেশ-ক্রেসপো - ভিক্টর ভাসকুয়েজ

East Bengal: শহরে পা রেখেছেন মেসির একদা সতীর্থ ভিক্টর ভাসকুয়েজ ৷ ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি ৷ তবে শনিবার নর্থ-ইস্ট ম্যাচে কার্লেস কুয়াদ্রাত তাঁকে ব্যবহার করবেন কি না সেটা এখনই বলা সম্ভব নয় ৷

ETV Bharat
ভিক্টর ভাসকুয়েজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 7:43 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সোমবার মধ্যরাতে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি প্লেয়ার ভিক্টর ভাসকুয়েজ ৷ এদিন রাত 2টোর কিছু আগে কলকাতা বিমানবন্দরে নামে স্প্যানিয়ার্ডের বিমান ৷ মধ্যরাতেও বিমানবন্দরে ভাসকুয়েজকে ঊষ্ণ অভ্যর্থনা জানান লাল-হলুদ সমর্থকরা ৷ শহরে পা রেখে মেসির একদা সতীর্থ জানান, ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন ৷ তবে শনিবার নর্থ-ইস্ট ম্যাচে কার্লেস কুয়াদ্রাত তাঁকে ব্যবহার করবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ জেট-ল্যাগ কাটিয়ে ভাসকুয়েজ যে খুব শীঘ্রই লাল-হলুদের অনুশীলনে নেমে পড়বেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

37 বছরের স্প্যানিশ মিডফিল্ডারকে বোরহা হেরেরার বদলে নেওয়া হয়েছে । বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন । ইউরোপের সেরা ফুটবল মঞ্চে খেলা ভিক্টরকে দলে নেওয়ার ক্ষেত্রে কোচ কার্লেস কুয়াদ্রাতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে । এদিকে শনিবারের ডার্বিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া নাওরেম মহেশ সিং সম্পূর্ণ সুস্থ ৷

শনিবার রাতেই হাসপাতাল থেকে হোটেলে দলের সঙ্গে যোগ দেন জাতীয় দলের এই ফুটবলার । তবে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে খেলতে পারবেন কি না তা কোচ ঠিক করবেন । আপাতত শঙ্কার কিছু নেই । সম্পূর্ণ ফিট তিনি । বড় ম্যাচে মহেশকে অনেকবার মোহনবাগান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে । তিনি চোট পেয়ে বাইরে যেতেই ইস্টবেঙ্গল নড়ে গিয়েছিল । চোট পেয়েছিলেন সাউল ক্রেসপোও । ডার্বির আগের দিনই হালকা চোটের শঙ্কা ছিল তাঁকে ঘিরে । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । শুরু করলেও ডার্বিতে পুরো সময় মাঠে থাকতে পারেননি তিনি ।

রবিবার ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে সুস্থ আছেন ক্রেসপোও । দুই ফুটবলারের সুস্থ হওয়ার খবরে স্বস্তি শিবিরে । তবে তার থেকেও আশার আলো কুয়াদ্রাত ক্রেসপোর বদলে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে সফল হওয়া । নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন বাঙালি সায়ন বন্দোপাধ্যায় । কিয়ান নাসিরিকে প্রায় নড়তে দেননি । বাধ্য হয়েই কিয়ানের জায়গায় মনবীরকে নামাতে হয় মোহনবাগান কোচ হাবাসকে ।

10 ফেব্রুয়ারি শনিবার ইস্টবেঙ্গল পরের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে । গুয়াহাটিতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্টের লক্ষ্যে রয়েছে লাল-হলুদ । প্রথম সাক্ষাতে পাঁচ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । 13 ফেব্রুয়ারি মঙ্গলবার ঘরের মাঠে ফের কঠিন চ্যালেঞ্জের সামে ক্লেইটন সিলভারা । যুবভারতী ক্রীড়াঙ্গনে সামনে মুম্বই সিটি এফসি । এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে ভালো জায়গায় পৌঁছে যাবে ইস্টবেঙ্গল । যা মাথায় রয়েছে কুয়াদ্রাতের । তাই দলের সামনে বড় লক্ষ্য না-রেখে ছোট ছোট করে উদ্দেশ্যপূরণের কথা বলছেন তিনি । সেই ভাবনায় মহেশ নাওরেম সিং, ক্রেসপোর চোট গুরুতর না হওয়া এবং ভিক্টর ভাসকুয়েজের চলে আসা নিঃসন্দেহে স্বস্তির ।

আরও পড়ুন :

  1. ভরসা রাখুন, ফিরে আসব; আশ্বস্ত করছেন সবুজ-মেরুনের হেডস্যর
  2. ফাউল ছিল, রেফারির ভুলে জয় পেলাম না; পয়েন্ট খুইয়ে বিস্ফোরক কুয়াদ্রাত
  3. যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সোমবার মধ্যরাতে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি প্লেয়ার ভিক্টর ভাসকুয়েজ ৷ এদিন রাত 2টোর কিছু আগে কলকাতা বিমানবন্দরে নামে স্প্যানিয়ার্ডের বিমান ৷ মধ্যরাতেও বিমানবন্দরে ভাসকুয়েজকে ঊষ্ণ অভ্যর্থনা জানান লাল-হলুদ সমর্থকরা ৷ শহরে পা রেখে মেসির একদা সতীর্থ জানান, ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন ৷ তবে শনিবার নর্থ-ইস্ট ম্যাচে কার্লেস কুয়াদ্রাত তাঁকে ব্যবহার করবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ জেট-ল্যাগ কাটিয়ে ভাসকুয়েজ যে খুব শীঘ্রই লাল-হলুদের অনুশীলনে নেমে পড়বেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

37 বছরের স্প্যানিশ মিডফিল্ডারকে বোরহা হেরেরার বদলে নেওয়া হয়েছে । বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ টরেন্টো এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন । ইউরোপের সেরা ফুটবল মঞ্চে খেলা ভিক্টরকে দলে নেওয়ার ক্ষেত্রে কোচ কার্লেস কুয়াদ্রাতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে । এদিকে শনিবারের ডার্বিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া নাওরেম মহেশ সিং সম্পূর্ণ সুস্থ ৷

শনিবার রাতেই হাসপাতাল থেকে হোটেলে দলের সঙ্গে যোগ দেন জাতীয় দলের এই ফুটবলার । তবে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে খেলতে পারবেন কি না তা কোচ ঠিক করবেন । আপাতত শঙ্কার কিছু নেই । সম্পূর্ণ ফিট তিনি । বড় ম্যাচে মহেশকে অনেকবার মোহনবাগান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে । তিনি চোট পেয়ে বাইরে যেতেই ইস্টবেঙ্গল নড়ে গিয়েছিল । চোট পেয়েছিলেন সাউল ক্রেসপোও । ডার্বির আগের দিনই হালকা চোটের শঙ্কা ছিল তাঁকে ঘিরে । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । শুরু করলেও ডার্বিতে পুরো সময় মাঠে থাকতে পারেননি তিনি ।

রবিবার ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে সুস্থ আছেন ক্রেসপোও । দুই ফুটবলারের সুস্থ হওয়ার খবরে স্বস্তি শিবিরে । তবে তার থেকেও আশার আলো কুয়াদ্রাত ক্রেসপোর বদলে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে সফল হওয়া । নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন বাঙালি সায়ন বন্দোপাধ্যায় । কিয়ান নাসিরিকে প্রায় নড়তে দেননি । বাধ্য হয়েই কিয়ানের জায়গায় মনবীরকে নামাতে হয় মোহনবাগান কোচ হাবাসকে ।

10 ফেব্রুয়ারি শনিবার ইস্টবেঙ্গল পরের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে । গুয়াহাটিতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্টের লক্ষ্যে রয়েছে লাল-হলুদ । প্রথম সাক্ষাতে পাঁচ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । 13 ফেব্রুয়ারি মঙ্গলবার ঘরের মাঠে ফের কঠিন চ্যালেঞ্জের সামে ক্লেইটন সিলভারা । যুবভারতী ক্রীড়াঙ্গনে সামনে মুম্বই সিটি এফসি । এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে ভালো জায়গায় পৌঁছে যাবে ইস্টবেঙ্গল । যা মাথায় রয়েছে কুয়াদ্রাতের । তাই দলের সামনে বড় লক্ষ্য না-রেখে ছোট ছোট করে উদ্দেশ্যপূরণের কথা বলছেন তিনি । সেই ভাবনায় মহেশ নাওরেম সিং, ক্রেসপোর চোট গুরুতর না হওয়া এবং ভিক্টর ভাসকুয়েজের চলে আসা নিঃসন্দেহে স্বস্তির ।

আরও পড়ুন :

  1. ভরসা রাখুন, ফিরে আসব; আশ্বস্ত করছেন সবুজ-মেরুনের হেডস্যর
  2. ফাউল ছিল, রেফারির ভুলে জয় পেলাম না; পয়েন্ট খুইয়ে বিস্ফোরক কুয়াদ্রাত
  3. যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.