কলকাতা, 7 ডিসেম্বর: ওপার বাংলায় ঘটে চলা সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সরব আগেই হয়েছিল ইস্টবেঙ্গল । অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার ঘটছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে তারা । তারই রেশ ধরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব ।
শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের শিকড় এপার বাংলায় হলেও ওপারে প্রচুর সমর্থক রয়েছে । তাঁদের নিপীড়নে ইস্টবেঙ্গল চিন্তিত বলে জানিয়েছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার । এই পদক্ষেপের মধ্যে কোনও রাজনৈতিক রং না-খোঁজার আবেদন করা হয়েছিল । সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই পাশে দাঁড়ানোর চেষ্টা বলে বলা হয়েছিল । অতীতেও বারবার অস্থির সামাজিক প্রেক্ষাপটে মানবিক ভূমিকা নিয়েছে লাল-হলুদ । বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে এই ওপার বাংলা থেকেও ফোন পাচ্ছেন বলে জানিয়েছিলেন কর্তারা ।
ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ওপার বাংলার সম্পর্ক চিরকালই ভালো । পদ্মাপাড়ের ফুটবলাররা লাল-হলুদ জার্সি পরে অতীতে বহুবার খেলে গিয়েছেন । ইস্টবেঙ্গলে খেলা অনেক ফুটবলারও পরে ওদেশের ক্লাবের হয়ে খেলেছেন । সাম্প্রতিক অতীতে বাংলাদেশের এক বহুজাতিক কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাধার পথে ইস্টবেঙ্গল হেঁটেছিল । কর্তারা বলছেন সম্পর্ক, উদ্বেগভরা ফোন এবং মানবিকতার কথা মাথায় রেখেই এই আবেদন করা হচ্ছে ।
প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি ভাবনায় ছিল । শুক্রবার তার বাস্তবায়ন হয়েছে । যদিও এই বিষয়টি নিয়ে রাস্তায় নামার পরিকল্পনা আপাতত নেই বলে ফের জানানো হয়েছে । তবে কোনও সদস্য-সমর্থক রাস্তায় নামলে তাঁদের সমর্থনের বিষয়টিও মাথায় রাখা হবে । ফুটবল ক্লাব হিসেবে পরিচিত হলেও সামাজিক দায়বদ্ধতায় অতীতে সাড়া দিয়েছে ক্লাব । এই আবেদন এবং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো সেই সামাজিক উদ্যোগের অংশ বলে জানিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার । এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকরী কমিটির বৈঠকে নেওয়া হয়েছিল । তাঁরা প্রত্যেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন । প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো সেই সিদ্ধান্তেরই অংশ ৷