ETV Bharat / sports

বিমান হানায় পিছিয়ে পড়েও দুরন্ত জয় ইস্টবেঙ্গলের - Durand Cup 2024 - DURAND CUP 2024

East Bengal in Durand Cup: দুরন্ত ইস্টবেঙ্গল ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সকে 3-1 গোলে উড়িয়ে ডুরান্ডের শুরুটা ভালোই করল ইস্টবেঙ্গল ৷ তিন গোলে পিছিয়ে থেকে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার মধ্যে আশার আলো দেখছেন কুয়াদ্রাত।

East Bengal in Durand Cup
ডুরান্ড কাপে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গল এফসির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 11:05 PM IST

কলকাতা, 29 জুলাই: এক গোলে পিছিয়ে পড়ে তিন গোলে প্রত্যাঘাত। ডুরান্ড কাপে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গল এফসির। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্সকে 3-1 গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল ডেভিড, দিয়ামানতোকোস, সওল ক্রেসপোর। ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়ে গোল সোমানন্দ সিংয়ের।

মরশুমে প্রথমবার ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দল মাঠে নামল। প্রথম প্রতিযোগিতা ডুরান্ড কাপে, তাই লাল-হলুদ ফুটবলাররা কেমন খেলেন তা দেখতে ভিড় ছিল যথেষ্ট। গত চারবছরের তুলনায় শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাত অনেক আগে অনুশীলন শুরু করেছেন। ফলে প্রস্তুতি সম্পূর্ণ না-হলেও হয়েছে। প্রাক মরশুমের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই ডুরান্ড কাপকে দেখে অংশগ্রহণকারী দলগুভো। ইস্টবেঙ্গলেরও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গী নয়।

East Bengal in Durand Cup
দুরন্ত জয় ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

তবে, গতবছরের তৈরি করা বিশ্বাসের মর্যাদা নতুন মরশুমে প্রথম টুর্নামেন্ট থেকেই দিতে চান কুয়াদ্রাত। তাই গত বছরের মতো রানার্স হওয়া নয় ট্রফিতে চোখ তাঁর। অগেই বলেছিলেন প্রস্তুতিতে খুশি। কোচের আস্থার মর্যাদা রাখলেন ফুটবলাররা। দিনের শেষে 3 গোলে জিতলেও শুরুটা ইস্টবেঙ্গলের ভালো হয়নি। বরং বিমান বাহিনীর ফুটবলাররা গোলের ধাক্কায় ইস্টবেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু সোমানন্দ সিংয়ের গোলের ধাক্কা ইস্টবেঙ্গলকে নড়িয়ে দেয়।

প্রথমর্ধের একেবারে শেষদিকে লাল-হলুদকে সমতায় ফেরান ডেভিড। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ডেভিড। মাদিয়া তালালের দুর্দান্ত ফরওয়ার্ড-থ্রু ধরে চিপ করেন ডেভিড। 61 মিনিটে লেফট ব্যাক মার্কের সেন্টার থেকে হেডে গোল করে যান দিয়ামানতাকোস। পরিবর্ত হিসেবে মাঠে নেমে জাত চেনালেন গ্রীক স্ট্রাইকার। এর কয়েক মিনিটের মধ্যেই ফের গোল। এবার গোল করেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের আরেক ভরসা স্প্য়ানিশ সাউল ক্রেসপ। স্কোরলাইন 3-1 হয়ে যায়। এক্ষেত্রেও অবদান ছিল মাদিহ তালালের। গোলের পাশ বাড়ানোর ক্ষেত্রে তিনি কতটা নিপুণ সেটা লাল-হলুদ জার্সিতে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তালাল।

East Bengal in Durand Cup
দুরন্ত জয় ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

ডুরান্ডের প্রথম ম্যাচ থেকেই প্রায় সেরা দলই নামিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। প্রথম একাদশে রেখেছিলেন সাউল ক্রেসপো, মাদিহ তালাল, হিজাজি মাহেরদের। এছাড়াও পরে নামিয়ে দেন গত মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামানতোকোস। গোল করে আস্থা যোগালেন নতুন যোগ দেওয়া ডেভিড এবং দিয়ামানতোকোস। দুরন্ত ফুটবল নবাগত মাদিহা তালালের। ধারাবাহিক ভালো ফুটবল বজায় রাখলেন সল ক্রেসপো। বাকিরা চেষ্টা করেছেন। পিছিয়ে তিন গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার মধ্যে আশার আলো দেখছেন কুয়াদ্রাত।

কলকাতা, 29 জুলাই: এক গোলে পিছিয়ে পড়ে তিন গোলে প্রত্যাঘাত। ডুরান্ড কাপে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গল এফসির। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্সকে 3-1 গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল ডেভিড, দিয়ামানতোকোস, সওল ক্রেসপোর। ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়ে গোল সোমানন্দ সিংয়ের।

মরশুমে প্রথমবার ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দল মাঠে নামল। প্রথম প্রতিযোগিতা ডুরান্ড কাপে, তাই লাল-হলুদ ফুটবলাররা কেমন খেলেন তা দেখতে ভিড় ছিল যথেষ্ট। গত চারবছরের তুলনায় শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাত অনেক আগে অনুশীলন শুরু করেছেন। ফলে প্রস্তুতি সম্পূর্ণ না-হলেও হয়েছে। প্রাক মরশুমের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই ডুরান্ড কাপকে দেখে অংশগ্রহণকারী দলগুভো। ইস্টবেঙ্গলেরও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গী নয়।

East Bengal in Durand Cup
দুরন্ত জয় ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

তবে, গতবছরের তৈরি করা বিশ্বাসের মর্যাদা নতুন মরশুমে প্রথম টুর্নামেন্ট থেকেই দিতে চান কুয়াদ্রাত। তাই গত বছরের মতো রানার্স হওয়া নয় ট্রফিতে চোখ তাঁর। অগেই বলেছিলেন প্রস্তুতিতে খুশি। কোচের আস্থার মর্যাদা রাখলেন ফুটবলাররা। দিনের শেষে 3 গোলে জিতলেও শুরুটা ইস্টবেঙ্গলের ভালো হয়নি। বরং বিমান বাহিনীর ফুটবলাররা গোলের ধাক্কায় ইস্টবেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু সোমানন্দ সিংয়ের গোলের ধাক্কা ইস্টবেঙ্গলকে নড়িয়ে দেয়।

প্রথমর্ধের একেবারে শেষদিকে লাল-হলুদকে সমতায় ফেরান ডেভিড। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ডেভিড। মাদিয়া তালালের দুর্দান্ত ফরওয়ার্ড-থ্রু ধরে চিপ করেন ডেভিড। 61 মিনিটে লেফট ব্যাক মার্কের সেন্টার থেকে হেডে গোল করে যান দিয়ামানতাকোস। পরিবর্ত হিসেবে মাঠে নেমে জাত চেনালেন গ্রীক স্ট্রাইকার। এর কয়েক মিনিটের মধ্যেই ফের গোল। এবার গোল করেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের আরেক ভরসা স্প্য়ানিশ সাউল ক্রেসপ। স্কোরলাইন 3-1 হয়ে যায়। এক্ষেত্রেও অবদান ছিল মাদিহ তালালের। গোলের পাশ বাড়ানোর ক্ষেত্রে তিনি কতটা নিপুণ সেটা লাল-হলুদ জার্সিতে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তালাল।

East Bengal in Durand Cup
দুরন্ত জয় ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

ডুরান্ডের প্রথম ম্যাচ থেকেই প্রায় সেরা দলই নামিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। প্রথম একাদশে রেখেছিলেন সাউল ক্রেসপো, মাদিহ তালাল, হিজাজি মাহেরদের। এছাড়াও পরে নামিয়ে দেন গত মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামানতোকোস। গোল করে আস্থা যোগালেন নতুন যোগ দেওয়া ডেভিড এবং দিয়ামানতোকোস। দুরন্ত ফুটবল নবাগত মাদিহা তালালের। ধারাবাহিক ভালো ফুটবল বজায় রাখলেন সল ক্রেসপো। বাকিরা চেষ্টা করেছেন। পিছিয়ে তিন গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার মধ্যে আশার আলো দেখছেন কুয়াদ্রাত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.