ETV Bharat / sports

মহাদেশীয় প্রতিযোগিতায় আজ অভিযান শুরু লাল-হলুদের, বিনামূল্যে কোথায় দেখবেন ম্যাচ? - AFC CHALLENGE LEAGUE 2024 25

মরশুমের শুরু থেকে লাগাতার ব্যর্থতা ভুলে এএফসি প্রতিযোগিতায় শনিবার অভিযান শুরু লাল-হলুদের ৷ পারো এফসি'র বিরুদ্ধে প্রিয় দলের ম্য়াচ দেখবেন কোথায়? জেনে নিন ৷

OSCAR BRUZON
অনুশীলনে অস্কার ব্রুজো (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 10:03 AM IST

Updated : Oct 26, 2024, 10:16 AM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর: আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ সব ধরনের টুর্নামেন্ট ধরলে সংখ্য়াটা টানা আট ৷ এমতাবস্থায় শনিবার বিকেলে ভিনদেশে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ ভিনদেশের ক্লাবের বিরুদ্ধে মহাদেশীয় প্রতিযোগিতার চ্যালেঞ্জ যে আরও কঠিন, সেটা বিলক্ষণ জানেন লাল-হলুদের নয়া বস অস্কার ব্রুজো ৷ যদিও ভুটানের পারো এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে রেজিস্ট্রেশন জটিলতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে পারলেন না তিনি ৷ শনিবার বেঞ্চে বসতে পারবেন কি না, তাও অনিশ্চিত ৷ তবে যেভাবেই হোক জয়ের সরণিতে ফিরতে চাইছে লাল-হলুদ ৷

লাল-হলুদের প্রতিপক্ষ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ হেরে চ্য়ালেঞ্জ লিগ খেলছে ইস্টবেঙ্গল ৷ শনিবার লাল-হলুদের প্রতিপক্ষ পারো এফসি ৷ 2023 ভুটান প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জন করেছে তাঁরা ৷ প্রিলিমিনারি স্টেজে নেপালের চার্চ বয়েজ ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভুটানের ক্লাবটি ৷

ইস্টবেঙ্গলের গ্রুপে আর কারা: পারো এফসি ছাড়া ইস্টবেঙ্গলের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমাহ এসসি ৷ নিজ নিজ দেশের ঘরোয়া লিগে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে প্রবেশ করেছে তাঁরা ৷

কখন শুরু ম্যাচ: পারো এফসি'র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শুরু হবে শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে 4টেয় ৷ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুটানের রাজধানী থিম্পু শহরের চাংলিমিথাং স্টেডিয়ামে ৷

কোথায় দেখবেন ম্যাচ: এএফসি চ্যালেঞ্জ লিগের সম্প্রচার স্বত্ত্ব না-থাকায় টেলিভিশনে প্রিয় দলের ম্য়াচ দেখা থেকে বঞ্চিত হবেন লাল-হলুদ জনতা ৷ তবে ম্যাচটির লাইভ স্ট্রিমিং হবে ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের ইউটিউব চ্যানেলে ৷

  • একনজরে ইস্টবেঙ্গল স্কোয়াড:

গোলরক্ষক- প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্র ৷

ডিফেন্ডার- প্রভাত লাকরা. আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত গিল, হেক্টর ইউস্তে, মনোতোষ চাকলাদার ৷

মিডফিল্ডার- জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার শেকর, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, নাসিব রহমান, শ্য়ামল বেসরা, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়

ফরোয়ার্ড- দিমিত্রিয়স দিয়ামানতাকোস, ক্লেইটন সিলভা, ডেভিড লালহ্লানসাঙ্গা, জেসিন টিকে ৷

হায়দরাবাদ, 26 অক্টোবর: আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ সব ধরনের টুর্নামেন্ট ধরলে সংখ্য়াটা টানা আট ৷ এমতাবস্থায় শনিবার বিকেলে ভিনদেশে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ ভিনদেশের ক্লাবের বিরুদ্ধে মহাদেশীয় প্রতিযোগিতার চ্যালেঞ্জ যে আরও কঠিন, সেটা বিলক্ষণ জানেন লাল-হলুদের নয়া বস অস্কার ব্রুজো ৷ যদিও ভুটানের পারো এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে রেজিস্ট্রেশন জটিলতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে পারলেন না তিনি ৷ শনিবার বেঞ্চে বসতে পারবেন কি না, তাও অনিশ্চিত ৷ তবে যেভাবেই হোক জয়ের সরণিতে ফিরতে চাইছে লাল-হলুদ ৷

লাল-হলুদের প্রতিপক্ষ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ হেরে চ্য়ালেঞ্জ লিগ খেলছে ইস্টবেঙ্গল ৷ শনিবার লাল-হলুদের প্রতিপক্ষ পারো এফসি ৷ 2023 ভুটান প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জন করেছে তাঁরা ৷ প্রিলিমিনারি স্টেজে নেপালের চার্চ বয়েজ ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভুটানের ক্লাবটি ৷

ইস্টবেঙ্গলের গ্রুপে আর কারা: পারো এফসি ছাড়া ইস্টবেঙ্গলের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমাহ এসসি ৷ নিজ নিজ দেশের ঘরোয়া লিগে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে প্রবেশ করেছে তাঁরা ৷

কখন শুরু ম্যাচ: পারো এফসি'র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শুরু হবে শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে 4টেয় ৷ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুটানের রাজধানী থিম্পু শহরের চাংলিমিথাং স্টেডিয়ামে ৷

কোথায় দেখবেন ম্যাচ: এএফসি চ্যালেঞ্জ লিগের সম্প্রচার স্বত্ত্ব না-থাকায় টেলিভিশনে প্রিয় দলের ম্য়াচ দেখা থেকে বঞ্চিত হবেন লাল-হলুদ জনতা ৷ তবে ম্যাচটির লাইভ স্ট্রিমিং হবে ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের ইউটিউব চ্যানেলে ৷

  • একনজরে ইস্টবেঙ্গল স্কোয়াড:

গোলরক্ষক- প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্র ৷

ডিফেন্ডার- প্রভাত লাকরা. আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত গিল, হেক্টর ইউস্তে, মনোতোষ চাকলাদার ৷

মিডফিল্ডার- জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার শেকর, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, নাসিব রহমান, শ্য়ামল বেসরা, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়

ফরোয়ার্ড- দিমিত্রিয়স দিয়ামানতাকোস, ক্লেইটন সিলভা, ডেভিড লালহ্লানসাঙ্গা, জেসিন টিকে ৷

Last Updated : Oct 26, 2024, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.