হায়দরাবাদ, 31 অক্টোবর: একটা জয় আত্মবিশ্বাস ফিরিয়ে আনলেও এএফসি চ্যালেঞ্জ লিগে নকআউটের অঙ্কটা এখনও কঠিন ইস্টবেঙ্গলের সামনে ৷ থিম্পুতে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের নেজমেহ এসসি'র সামনে ইস্টবেঙ্গল ৷ জিতলে গ্রুপ শীর্ষে থেকে নকআউট নিশ্চিত অস্কার ব্রুজোঁর ছেলেদের ৷ কিন্তু হারলে কি ছিটকে যাবে ইস্টবেঙ্গল ? রইল লাল-হলুদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সবরকম সমীকরণ ৷
কীভাবে পরবর্তী রাউন্ডে যাবে ইস্টবেঙ্গল?
- লেবাননের প্রতিপক্ষকে হারাতে পারলে কোনও সমীকরণের অপেক্ষা করতে হবে না ৷ গ্রুপ শীর্ষে থেকে সরাসরি নকআউট পর্বে চলে যাবে কলকাতা জায়ান্টরা ৷
- নেজমেহ'র সঙ্গে ড্র করলে ইস্টবেঙ্গল যে ছিটকে যাবে তেমনটা নয়, তবে অপেক্ষা করতে হবে বাকি দু'টি (ওয়েস্ট রিজিয়ন) গ্রুপের দিকে ৷ কারণ, প্রতিযোগিতার নিয়ম মেনে তিনটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারীরা ছাড়াও নকআউটে পৌঁছে যাবে তিনটি গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ ৷
- নেজমেহ এসসি'র বিরুদ্ধে হার কোনওভাবেই চাইবে না লাল-হলুদ ৷ সেক্ষেত্রে গ্রুপের আরেকটি ম্যাচে পারো এফসি বসুন্ধরাকে হারালে পয়েন্ট তালিকায় সমানে চলে আসবে ৷ সেই জয়ের ব্যবধান যদি 6 গোল হয়, তাহলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে ইস্টবেঙ্গল ৷ তা না-হলেও বাকি গ্রুপের অন্যান্য ম্যাচগুলিতেও চোখ রাখতে হবে ইস্টবেঙ্গলকে ৷
কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: গত দু'টি ম্য়াচের মতই মশালব্রিগেড গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুক্রবার খেলবে ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৷ ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বিকেল সাড়ে 4টেয় ৷
Recovery in the heights! 🏔️🏋️♀️#JoyEastBengal #ChallengeLeague #EBFCInAsia pic.twitter.com/oTNol3TWzv
— East Bengal FC (@eastbengal_fc) October 30, 2024
দু'দলের মুখোমুখি সাক্ষাত: মহাদেশীয় প্রতিযোগিতায় এর আগে দুই ক্লাবের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী লেবাননের ক্লাবের ৷ যারা চলতি প্রতিযোগিতায় প্রথম দু'টি ম্য়াচ জিতে শীর্ষ রয়েছে ৷ গত দু'বারের সাক্ষাতে দু'বারই ম্যাচ জিতেছে নেজমেহ ৷
কোথায় বিনামূল্যে ম্যাচ দেখাবে: চলতি এএফসি'র তৃতীয়স্তরের এই প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ত্ব নেই কোনও টেলিভিশন নেটওয়ার্কের কাছে ৷ তাই ম্য়াচ টিভিতে উপভোগ করতে পারবেন না লাল-হলুদ জনতা ৷ তবে পারো এফসি'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং হবে ম্যাচের ৷