ETV Bharat / sports

প্রথমার্ধে ফুটবল, দ্বিতীয়ার্ধে ভাগ্য ! বসুন্ধরা বধে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 4-0 গোলে জিতল ইস্টবেঙ্গল ৷ দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ সেই ব্যবধান বাড়িয়েছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার ও আনোয়ার আলি ৷

East Bengal
ইস্টবেঙ্গল (East Bengal)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 9:09 PM IST

Updated : Oct 29, 2024, 10:49 PM IST

থিম্পু, 29 অক্টোবর: চেনা প্রতিপক্ষ, অচেনা ইস্টবেঙ্গল ৷ টানা 8 ম্যাচ হার, পারো এফসি’র বিরুদ্ধে কষ্টার্জিত পয়েন্ট অর্জনের পর ফের স্বমহিমায় ইস্টবেঙ্গল ৷ এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত লাল-হলুদ ৷ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 4-0 গোলে জিতল কলকাতার প্রধান ৷ ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ সেই ব্যবধান বাড়িয়েছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার ও আনোয়ার আলি ৷

গরু ও তাঁর প্রাক্তন ছাত্রদের লড়াই ৷ ইস্টবেঙ্গল-বসুন্ধরা ম্যাচের ট্যাগলাইন এটাই ৷ স্কোরবোর্ড বলছে, বাজিমাত করেছেন গুরু ৷ বসুন্ধরার নাড়িনক্ষত্র জানা নয়া লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফুল ফোটাল লাল-হলুদ ৷

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি'র বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র করার মধ্যেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছিল ইস্টবেঙ্গল। থিম্পুতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই হারানো আত্মবিশ্বাসটাই খুঁজে পেল দল । এই ম্যাচে তিন পয়েন্ট অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গলকে প্রতিযোগিতায় ভালো জায়গায় পৌঁছে দিল । সেইসঙ্গে জোরালো হল পরের পর্বে যাওয়ার হাতছানিও ।

ভুটানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে লাল-হলুদের সবচেয়ে বেশি চিন্তা ছিল হাড়কাঁপানো ঠান্ডা । রাতের দিকে ভুটানের তাপমাত্রা নেমে যায় দশের নিচে । তার উপর ভূপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে খেলতে হচ্ছে ৷ কলকাতা জায়ান্টদের মাঠে দেখে অবশ্য মনে হওয়ার উপায় নেই, এই দুই কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে দলকে ।

পরিস্থিতি নিয়ে অজুহাত খাঁড়া করার জায়গায় নেই ইস্টবেঙ্গল। কোচ ইতিমধ্যেই জানিয়েছেন পরিস্থিতি সব দলের জন্যই সমান। তাই সেদিকে না তাকিয়ে লক্ষ্যপূরণে জোর দেওয়ার কথা বলেছিলেন। ম্যাচের আগে দু'দিন কড়া অনুশীলন চলেছে । দলের সামগ্রিক ফিটনেস এবং পারফরম্যান্সে উন্নতি, জোড়া কাজ একইসঙ্গে করতে চাইছেন ব্রুজো । বসুন্ধরা ম্যাচে সেই কাজে দশে দশ পাবেন লাল-হলুদের বর্তমান কোচ ৷

আরও পড়ুন

থিম্পু, 29 অক্টোবর: চেনা প্রতিপক্ষ, অচেনা ইস্টবেঙ্গল ৷ টানা 8 ম্যাচ হার, পারো এফসি’র বিরুদ্ধে কষ্টার্জিত পয়েন্ট অর্জনের পর ফের স্বমহিমায় ইস্টবেঙ্গল ৷ এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত লাল-হলুদ ৷ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 4-0 গোলে জিতল কলকাতার প্রধান ৷ ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ সেই ব্যবধান বাড়িয়েছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার ও আনোয়ার আলি ৷

গরু ও তাঁর প্রাক্তন ছাত্রদের লড়াই ৷ ইস্টবেঙ্গল-বসুন্ধরা ম্যাচের ট্যাগলাইন এটাই ৷ স্কোরবোর্ড বলছে, বাজিমাত করেছেন গুরু ৷ বসুন্ধরার নাড়িনক্ষত্র জানা নয়া লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফুল ফোটাল লাল-হলুদ ৷

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি'র বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র করার মধ্যেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছিল ইস্টবেঙ্গল। থিম্পুতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই হারানো আত্মবিশ্বাসটাই খুঁজে পেল দল । এই ম্যাচে তিন পয়েন্ট অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গলকে প্রতিযোগিতায় ভালো জায়গায় পৌঁছে দিল । সেইসঙ্গে জোরালো হল পরের পর্বে যাওয়ার হাতছানিও ।

ভুটানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে লাল-হলুদের সবচেয়ে বেশি চিন্তা ছিল হাড়কাঁপানো ঠান্ডা । রাতের দিকে ভুটানের তাপমাত্রা নেমে যায় দশের নিচে । তার উপর ভূপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে খেলতে হচ্ছে ৷ কলকাতা জায়ান্টদের মাঠে দেখে অবশ্য মনে হওয়ার উপায় নেই, এই দুই কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে দলকে ।

পরিস্থিতি নিয়ে অজুহাত খাঁড়া করার জায়গায় নেই ইস্টবেঙ্গল। কোচ ইতিমধ্যেই জানিয়েছেন পরিস্থিতি সব দলের জন্যই সমান। তাই সেদিকে না তাকিয়ে লক্ষ্যপূরণে জোর দেওয়ার কথা বলেছিলেন। ম্যাচের আগে দু'দিন কড়া অনুশীলন চলেছে । দলের সামগ্রিক ফিটনেস এবং পারফরম্যান্সে উন্নতি, জোড়া কাজ একইসঙ্গে করতে চাইছেন ব্রুজো । বসুন্ধরা ম্যাচে সেই কাজে দশে দশ পাবেন লাল-হলুদের বর্তমান কোচ ৷

আরও পড়ুন

Last Updated : Oct 29, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.