ETV Bharat / sports

ব্রুজোর বাংলা ভাষার প্রতি দখল দেখে অবাক হতে পারেন লাল-হলুদ সমর্থকেরা

অতীতে কলকাতায় আসা স্প্য়ানিশ কোচেদের ভাষা সমস্যায় ভুগতে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে ৷ ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো ৷

OSCAR BRUZON
অস্কার ব্রুজো (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 5:10 PM IST

কলকাতা, 10 অক্টোবর: কার্লেস কুয়াদ্রাতের পরিবর্ত হিসেবে মঙ্গলবার নয়া কোচ অস্কার ব্রুজোর নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ফলত আপদকালীন কোচ বিনো জর্জ নয়, 19 অক্টোবর ডার্বিতে ইস্টবেঙ্গল খেলবে নয়া স্প্য়ানিশ কোচের অধীনে। চলতি মরশুমের বাকি সময়ের জন্য লাল-হলুদের ডাগ-আউটে থাকবেন 47 বছরের স্প্যানিশ হেডস্যর। তবে ভারতীয় ফুটবল সার্কিটে নতুন নাম নন ব্রুজো ৷ আইলিগে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার পাশাপাশি আইএসএলে মুম্বই এফসি'র কোচের দায়িত্ব সামলেছেন তিনি। তবে ব্রুজোর একটি বিষয় অবাক করতে পারে লাল-হলুদ জনতাকে ৷ তা হল অস্কার ব্রুজোর বাংলা বলার ক্ষমতা ৷

এর নেপথ্যে অবশ্যই আট বছর বাংলাদেশের মাটিতে কোচিং করানোর অভিজ্ঞতা। বসুন্ধরা কিংস ক্লাবের পাশাপাশি অন্তর্বর্তী হিসেবে বাংলাদেশ জাতীয় দলেরও দায়িত্ব সামলেছেন স্প্যানিশ কোচ ৷ আর সে কারণেই কলকাতায় কোচিং করাতে আসা স্প্য়ানিশ কোচেদের তুলনায় কিছুটা আলাদা ব্রুজো ৷ কারণ, দীর্ঘদিন বাংলাদেশে কাজ করার সুবাদে সেই ভাষায় সড়গড় স্প্য়ানিশ কোচ ৷ তাই মনে করা হচ্ছে, লাল-হলুদ সমর্থকদের চাহিদা বুঝতে পেরে কাজ করতে সুবিধা হবে পাঁচবার বসুন্ধরা কিংসকে বাংলাদেশ প্রিমিয়র লিগ জেতানো কোচের।

তবে ব্রুজোর সঙ্গে বসুন্ধরা কিংসের ফুটবলার রবসন রবিনহোর আসার যে জল্পনা চলছিল, তাতে জল ঢেলে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, এই সম্ভাবনা অমূলক। কারণ, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে নতুন ফুটবলার নেওয়ার কোনও সুযোগ নেই। নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে স্প্যানিশ কোচ বলছেন, "আমি অবশিষ্ট ম্যাচ থেকে যতটা সম্ভব বেশি সুযোগ কাজে লাগানোর ব্যাপারে মরিয়া। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের লক্ষ্যের কথা আমি জানি। ইস্টবেঙ্গলের মত ক্লাবের কোচিং করানোর সুযোগ আমার কাছে বিরাট এবং বড় দায়িত্ব। আমরা শুধু আইএসএলে নয় এএফসি কাপেও ভালো ফলের লক্ষ্যে কাজ করতে চাই। আমরা ইতিমধ্যেই ফুটবলারদের জন্য সেরা ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু করেছি। যার মধ্যে দিয়ে ফুটবলাররা সেরা ছন্দে পৌঁছতে পারে। একই সঙ্গে তারা যেন যত বেশি সম্ভব ম্যাচ জেতার জন্য তৈরি হতে পারে।"

আইএসএলে প্রথম চার ম্য়াচ হারা ইস্টবেঙ্গল চলতি সপ্তাহের শেষভাগে ডার্বির প্রস্তুতিতে নামবেন। দায়িত্ব নেওয়ার দু'সপ্তাহের মধ্যে অস্কার ব্রুজোকে আইএসএলের অন্যতম কঠিন এবং মর্যাদার ম্যাচে নামতে হবে। তার আগে নতুন ফিজিয়ো যোগ দিচ্ছেন ব্রুজোর ব্রিগেডে। ইস্টবেঙ্গল ফুটবলারদের সামগ্রিক ফিটনেসের মান বাড়াতে দ্রুত কাজ শুরু করতে চান নয়া ফিজিয়ো।

কলকাতা, 10 অক্টোবর: কার্লেস কুয়াদ্রাতের পরিবর্ত হিসেবে মঙ্গলবার নয়া কোচ অস্কার ব্রুজোর নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ফলত আপদকালীন কোচ বিনো জর্জ নয়, 19 অক্টোবর ডার্বিতে ইস্টবেঙ্গল খেলবে নয়া স্প্য়ানিশ কোচের অধীনে। চলতি মরশুমের বাকি সময়ের জন্য লাল-হলুদের ডাগ-আউটে থাকবেন 47 বছরের স্প্যানিশ হেডস্যর। তবে ভারতীয় ফুটবল সার্কিটে নতুন নাম নন ব্রুজো ৷ আইলিগে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার পাশাপাশি আইএসএলে মুম্বই এফসি'র কোচের দায়িত্ব সামলেছেন তিনি। তবে ব্রুজোর একটি বিষয় অবাক করতে পারে লাল-হলুদ জনতাকে ৷ তা হল অস্কার ব্রুজোর বাংলা বলার ক্ষমতা ৷

এর নেপথ্যে অবশ্যই আট বছর বাংলাদেশের মাটিতে কোচিং করানোর অভিজ্ঞতা। বসুন্ধরা কিংস ক্লাবের পাশাপাশি অন্তর্বর্তী হিসেবে বাংলাদেশ জাতীয় দলেরও দায়িত্ব সামলেছেন স্প্যানিশ কোচ ৷ আর সে কারণেই কলকাতায় কোচিং করাতে আসা স্প্য়ানিশ কোচেদের তুলনায় কিছুটা আলাদা ব্রুজো ৷ কারণ, দীর্ঘদিন বাংলাদেশে কাজ করার সুবাদে সেই ভাষায় সড়গড় স্প্য়ানিশ কোচ ৷ তাই মনে করা হচ্ছে, লাল-হলুদ সমর্থকদের চাহিদা বুঝতে পেরে কাজ করতে সুবিধা হবে পাঁচবার বসুন্ধরা কিংসকে বাংলাদেশ প্রিমিয়র লিগ জেতানো কোচের।

তবে ব্রুজোর সঙ্গে বসুন্ধরা কিংসের ফুটবলার রবসন রবিনহোর আসার যে জল্পনা চলছিল, তাতে জল ঢেলে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, এই সম্ভাবনা অমূলক। কারণ, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে নতুন ফুটবলার নেওয়ার কোনও সুযোগ নেই। নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে স্প্যানিশ কোচ বলছেন, "আমি অবশিষ্ট ম্যাচ থেকে যতটা সম্ভব বেশি সুযোগ কাজে লাগানোর ব্যাপারে মরিয়া। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের লক্ষ্যের কথা আমি জানি। ইস্টবেঙ্গলের মত ক্লাবের কোচিং করানোর সুযোগ আমার কাছে বিরাট এবং বড় দায়িত্ব। আমরা শুধু আইএসএলে নয় এএফসি কাপেও ভালো ফলের লক্ষ্যে কাজ করতে চাই। আমরা ইতিমধ্যেই ফুটবলারদের জন্য সেরা ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু করেছি। যার মধ্যে দিয়ে ফুটবলাররা সেরা ছন্দে পৌঁছতে পারে। একই সঙ্গে তারা যেন যত বেশি সম্ভব ম্যাচ জেতার জন্য তৈরি হতে পারে।"

আইএসএলে প্রথম চার ম্য়াচ হারা ইস্টবেঙ্গল চলতি সপ্তাহের শেষভাগে ডার্বির প্রস্তুতিতে নামবেন। দায়িত্ব নেওয়ার দু'সপ্তাহের মধ্যে অস্কার ব্রুজোকে আইএসএলের অন্যতম কঠিন এবং মর্যাদার ম্যাচে নামতে হবে। তার আগে নতুন ফিজিয়ো যোগ দিচ্ছেন ব্রুজোর ব্রিগেডে। ইস্টবেঙ্গল ফুটবলারদের সামগ্রিক ফিটনেসের মান বাড়াতে দ্রুত কাজ শুরু করতে চান নয়া ফিজিয়ো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.