কলকাতা, 12 মে: আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি'র মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে'কে পেতে নাকি ঝাঁপিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু'দলই। যিনি ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিত 'আপুইয়া' নামে ৷ যদিও খোঁজ নিয়ে জানা গেল মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আপুইয়ার যোগসূত্রের খবরে সারবত্তা কম ৷ যদিও আবার কিছু সূত্রের দাবি, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অঙ্কের প্রস্তাব সবুজ-মেরুনের তরফে গিয়েছে মিজো ফুটবলারের কাছে ৷ যদিও বাগানে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদদের উপস্থিতির কারণে আপুইয়ার পছন্দ লাল-হলুদই ৷ কারণটা অবশ্যই প্লেয়িং টাইম ৷
টানা চার বছর আইএসএলে লাগাতার ব্যর্থতার পর আসন্ন মরশুমে ভালো দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লাল-হলুদে লগ্নিকারী সংস্থা। ইমামির সঙ্গে সম্প্রতি বৈঠকের পর ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে আলোচনা করেই দল গড়া হচ্ছে। কোচের পছন্দের তালিকা অনুসারে বিদেশি ফুটবলারদের সঙ্গেও কথা বলা হচ্ছে। দল গঠনে অর্থ কোনও বাধা নয়, লগ্নিকারী সংস্থার কর্তা মণীশ গোয়েঙ্কাকে পাশে নিয়ে তেমনই বার্তা দিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা। তাঁর কথায়, আর 4-5 জন ফুটবলারকে নিলেই দলগঠন সম্পূর্ণ হয়ে য়াবে। দুই উইঙ্গার, একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডারকে সই করানো বাকি রয়েছে বলে দাবি শীর্ষকর্তার ৷ সেই ভাবনা থেকেই আইএসএল ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আপুইয়ার জন্য ঝাঁপাল লাল-হলুদ।
এর আগে মুম্বই সিটি'র ভিনিথ রাইকেও দলে নেওয়ার চেষ্টা করেছিল লাল-হলুদ। যদিও শোনা যাচ্ছে ভিনিথ নাকি পঞ্জাব এফসি'র পথে ৷ এরপরই আপুইয়াকে পেতে খোঁজখবর শুরু করে ইস্টবেঙ্গল ৷ আপুইয়াকে দলে নিতে পারলে ইস্টবেঙ্গলের মাঝমাঠ যে শক্তিশালী হবে, তা আর আলাদা করে বলার নয়। সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীদের পাশে আপুইয়ার উপস্থিতি বিপক্ষের কাছে উদ্বেগের কারণ হবে ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএলে অভিষেক হয়েছিল আপুইয়ার। সেখান থেকে 2021 মুম্বইয়ে যোগদান করেন তিনি। এরইমধ্যে আপুইয়া জাতীয় দলেও ইগর স্টিম্যাচের অন্যতম ভরসা ৷ সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন এই মিজো ফুটবলার।
নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভলপমেন্ট দল থেকে ফুটবলার নেওয়ার কথাও নাকি ভাবছে। তাই পুইয়াকে না-পাওয়া গেলেও মোহনবাগান টিম ম্যানেজমেন্টের হা-পিত্যেশ করবে বলেও মনে হয় না ৷ এমনকী বিকল্প হিসেবে কেরালা ব্লাস্টার্সের জিকসন সিংয়ের দিকেও ঝুঁকেছে তাঁরা ৷ ফলে মোটা ট্রান্সফার-ফি দিয়ে আপুইয়াকে দলে পাওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল খানিকটা এগিয়ে বলা যায়।
আরও পড়ুন: