ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নবীকরণ, আরও দু'বছর লাল-হলুদে ক্রেসপো - East Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 8:40 PM IST

East Bengal: সউল ক্রেসপোর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ৷ আজ স্প্যানিশ ফুটবলারের সঙ্গে দু’বছরের চুক্তি সই করিয়েছে লাল-হলুদ শিবির ৷ সউল ক্রেসপোকে রেখে আক্রমণকে আগামী মরশুমে শক্তিশালী করতে চাইছে তারা ৷

ETV BHARAT
সাউল ক্রেসপোর সঙ্গে 2 বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 11 জুন: আরও দুই মরশুম ইস্টবেঙ্গলে থাকছেন স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো ৷ গত মরশুমে ভালো পারফরম্যান্সের জেরে স্প্যানিশ মিডফিল্ডারকে যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, তা আগেই জানা গিয়েছিল ৷ মঙ্গলবার এল সরকারি ঘোষণা ৷ স্প্যানিশ ফুটবলারের চুক্তি নবীকরণের পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "সউল আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ওর ভালো পারফরম্যান্স আমাদের গত মরশুমে ভালো খেলতে সাহায্য করেছিল ৷ সউলের দাপুটে ফুটবল আমাদের দলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে ৷ যা প্রতিপক্ষের সমস্যা তৈরি করে ৷"

আরও, দু’বছর লাল-হলুদ জার্সিতে চুক্তি নবীকরণে খুশি ক্রেসপো নিজেও ৷ তিনি বলছেন, "আমি খুব খুশি ইস্টবেঙ্গলে আরও দু’বছরের জন্য যুক্ত থাকতে পেরে ৷ এই দল এখন আমার পরিবার ৷ আমি সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত ৷ " 27 বছর বয়সি ক্রেসপো সুপার কাপের ফাইনাল ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন ৷ গত মরশুমে আইএসএলে 4 টি গোল করেছিলেন ৷ মাঝমাঠে তাঁর ভালো পারফরম্যান্স ইস্টবেঙ্গলের জয় পরাজয় ঠিক করে দিত ৷ স্বাভাবিকভাবেই নতুন মরশুমে দল গড়তে বসে ক্রেসপোকে রাখার সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা ৷

ক্রেসপো ছাড়াও ক্লেইটন সিলভা এবং হিজাজি মাহেরকেও রেখে দিচ্ছে লাল-হলুদ ৷ চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জর্ডন এলসেকে রেখে দেওয়া হতে পারে বলে খবর ৷ গোল করার লোকের অভাব মেটাতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ যদিও, তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি সরকারিভাবে জানানো হয়নি ৷ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে ৷ যাঁদের নাম ধীরে ধীরে ঘোষিত হবে ৷ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, তাঁরা গর্বিত করার মতো দল তৈরি করতে চলেছেন ৷

অন্যদিকে, বুধবার ইস্টবেঙ্গল ক্লাব তাদের নতুন কর্মসমিতি ঘোষণা করবে ৷ সচিব পদ থেকে কল্যাণ মজুমদার দীর্ঘ 28 বছর পরে সরে যাচ্ছেন ৷ তাঁর জায়গায় সচিব পদে আসছেন সহ-সচিব রূপক সাহা ৷

কলকাতা, 11 জুন: আরও দুই মরশুম ইস্টবেঙ্গলে থাকছেন স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো ৷ গত মরশুমে ভালো পারফরম্যান্সের জেরে স্প্যানিশ মিডফিল্ডারকে যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, তা আগেই জানা গিয়েছিল ৷ মঙ্গলবার এল সরকারি ঘোষণা ৷ স্প্যানিশ ফুটবলারের চুক্তি নবীকরণের পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, "সউল আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ওর ভালো পারফরম্যান্স আমাদের গত মরশুমে ভালো খেলতে সাহায্য করেছিল ৷ সউলের দাপুটে ফুটবল আমাদের দলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে ৷ যা প্রতিপক্ষের সমস্যা তৈরি করে ৷"

আরও, দু’বছর লাল-হলুদ জার্সিতে চুক্তি নবীকরণে খুশি ক্রেসপো নিজেও ৷ তিনি বলছেন, "আমি খুব খুশি ইস্টবেঙ্গলে আরও দু’বছরের জন্য যুক্ত থাকতে পেরে ৷ এই দল এখন আমার পরিবার ৷ আমি সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত ৷ " 27 বছর বয়সি ক্রেসপো সুপার কাপের ফাইনাল ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন ৷ গত মরশুমে আইএসএলে 4 টি গোল করেছিলেন ৷ মাঝমাঠে তাঁর ভালো পারফরম্যান্স ইস্টবেঙ্গলের জয় পরাজয় ঠিক করে দিত ৷ স্বাভাবিকভাবেই নতুন মরশুমে দল গড়তে বসে ক্রেসপোকে রাখার সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা ৷

ক্রেসপো ছাড়াও ক্লেইটন সিলভা এবং হিজাজি মাহেরকেও রেখে দিচ্ছে লাল-হলুদ ৷ চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জর্ডন এলসেকে রেখে দেওয়া হতে পারে বলে খবর ৷ গোল করার লোকের অভাব মেটাতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ যদিও, তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি সরকারিভাবে জানানো হয়নি ৷ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে ৷ যাঁদের নাম ধীরে ধীরে ঘোষিত হবে ৷ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, তাঁরা গর্বিত করার মতো দল তৈরি করতে চলেছেন ৷

অন্যদিকে, বুধবার ইস্টবেঙ্গল ক্লাব তাদের নতুন কর্মসমিতি ঘোষণা করবে ৷ সচিব পদ থেকে কল্যাণ মজুমদার দীর্ঘ 28 বছর পরে সরে যাচ্ছেন ৷ তাঁর জায়গায় সচিব পদে আসছেন সহ-সচিব রূপক সাহা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.