ETV Bharat / sports

সুনীলদের বিরুদ্ধে আজ অভিযান শুরু লাল-হলুদের, পরিসংখ্যানে পাল্লা ভারী ইস্টবেঙ্গলের - ISL 2024 25

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 4:58 PM IST

EBFC vs BFC HEAD TO HEAD: গত মরশুমে দু'দলই জিতেছিল একটি করে ম্যাচ ৷ এবার আইএসএল সিজন ওপেনারে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল ৷ এর আগে কোন দল ক'টি করে জিতেছে পরস্পরের বিরুদ্ধে, দেখে নেওয়া যাক একনজরে ৷

EBFC vs BFC HEAD TO HEAD
ক্লেইটন সিলভা ও হিজাজি মাহের (GETTY)

কলকাতা, 14 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দ্বৈরথ সবসময়ই বাড়তি অ্যাড্রিনালিন রাশ ৷ গতবছর এই বেঙ্গালুরুকে হারিয়েই আইএসএলে প্রথমবারের জন্য টানা দু'টো ম্য়াচে জিতেছিল লাল-হলুদ ব্রিগেড ৷ শুধু তাই নয়, সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভার গোলে 'ব্লুজ'দের বিরুদ্ধে জয় প্রথম ছয়ের দৌড়ে নিয়ে এসেছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের ৷ সেই বেঙ্গালুরুর বিরুদ্ধেই শনিবার 2024-25 মরশুমে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ৷ অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক দু'দলের মুখোমুখি পরিসংখ্যান ৷

পাল্লা ভারী ইস্টবেঙ্গল: বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ আইএসএল অভিযান শুরুর আগে মুখোমুখি পরিসংখ্য়ান স্বস্তি দিতে পারে কুয়াদ্রাত ব্রিগেডকে ৷ কারণ এযাবৎ ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে আটবারের মুখোমুখি সাক্ষাতে 4 বার জিতেছে লাল-হলুদ ব্রিগেড, 3টি ম্য়াচে জয়লাভ করেছে বেঙ্গালুরু এফসি এবং একটি ম্যাচে ড্র হয়েছে ৷

গতবারের ফলাফল: এবার আসা যাক গতবারের দু'ম্য়াচের ফলাফলে ৷ কান্তিরাভায় প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশ সিং'য়ের গোলে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে ৷ বিতর্কিত পেনাল্টি থেকে ম্য়াচে সমতা ফিরিয়ে এনেছিলেন সুনীল ছেত্রী এবং বেঙ্গালুরুর হয়ে জয়সূচক গোলটি এসেছিল জাভি হার্নান্ডেজের দুরন্ত বাই-সাইকেল ভলিতে ৷ ফিরতি লেগে অবশ্য ঘরের মাঠে জয় তুলে এনেছিল কার্লেস কুয়াদ্রাতের দল ৷ একই ব্যবধানে জয় তুলে এনেছিল লাল-হলুদ ব্রিগেড ৷ গোল করেছিলেন সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভা ৷ 2020-21 মরশুমে আইএসএলের প্রথম সাক্ষাতেও জয় দখলে রেখেছিল ইস্টবেঙ্গল ৷

সামগ্রিক পরিসংখ্যান: আইএসএলের গণ্ডি ছাড়িয়ে যদি সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়, সেখানেও কিছুটা এগিয়ে লাল-হলুদ ব্রিগেডই ৷ সবধরনের প্রতিযোগিতায় দু'দলের 17 বারের মধ্যে সাক্ষাতে 9 বার জয় পেয়েছে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু জিতেছে 7টি ম্যাচ ৷ একটি ড্র ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দ্বৈরথ সবসময়ই বাড়তি অ্যাড্রিনালিন রাশ ৷ গতবছর এই বেঙ্গালুরুকে হারিয়েই আইএসএলে প্রথমবারের জন্য টানা দু'টো ম্য়াচে জিতেছিল লাল-হলুদ ব্রিগেড ৷ শুধু তাই নয়, সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভার গোলে 'ব্লুজ'দের বিরুদ্ধে জয় প্রথম ছয়ের দৌড়ে নিয়ে এসেছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের ৷ সেই বেঙ্গালুরুর বিরুদ্ধেই শনিবার 2024-25 মরশুমে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ৷ অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক দু'দলের মুখোমুখি পরিসংখ্যান ৷

পাল্লা ভারী ইস্টবেঙ্গল: বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ আইএসএল অভিযান শুরুর আগে মুখোমুখি পরিসংখ্য়ান স্বস্তি দিতে পারে কুয়াদ্রাত ব্রিগেডকে ৷ কারণ এযাবৎ ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে আটবারের মুখোমুখি সাক্ষাতে 4 বার জিতেছে লাল-হলুদ ব্রিগেড, 3টি ম্য়াচে জয়লাভ করেছে বেঙ্গালুরু এফসি এবং একটি ম্যাচে ড্র হয়েছে ৷

গতবারের ফলাফল: এবার আসা যাক গতবারের দু'ম্য়াচের ফলাফলে ৷ কান্তিরাভায় প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশ সিং'য়ের গোলে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে ৷ বিতর্কিত পেনাল্টি থেকে ম্য়াচে সমতা ফিরিয়ে এনেছিলেন সুনীল ছেত্রী এবং বেঙ্গালুরুর হয়ে জয়সূচক গোলটি এসেছিল জাভি হার্নান্ডেজের দুরন্ত বাই-সাইকেল ভলিতে ৷ ফিরতি লেগে অবশ্য ঘরের মাঠে জয় তুলে এনেছিল কার্লেস কুয়াদ্রাতের দল ৷ একই ব্যবধানে জয় তুলে এনেছিল লাল-হলুদ ব্রিগেড ৷ গোল করেছিলেন সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভা ৷ 2020-21 মরশুমে আইএসএলের প্রথম সাক্ষাতেও জয় দখলে রেখেছিল ইস্টবেঙ্গল ৷

সামগ্রিক পরিসংখ্যান: আইএসএলের গণ্ডি ছাড়িয়ে যদি সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়, সেখানেও কিছুটা এগিয়ে লাল-হলুদ ব্রিগেডই ৷ সবধরনের প্রতিযোগিতায় দু'দলের 17 বারের মধ্যে সাক্ষাতে 9 বার জয় পেয়েছে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু জিতেছে 7টি ম্যাচ ৷ একটি ড্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.