ETV Bharat / sports

লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার, ডার্বির প্রস্তুতিতে মগ্ন কুয়াদ্রাত - ইস্টবেঙ্গল

East Bengal signs New Player: আন্তর্জাতিক ফুটবলে জার্মানির অনূর্ধ্ব 19 ও 20 দলে খেলেছেন । নজরকাড়া গতি, গোলার মত শট এবং হেডিংয়ের দক্ষতার জন্য ফেলিসিও ব্রাউন পরিচিত । তাঁকে কাজে লাগিয়েই আক্রমণভাগ শানিত করতে চাইছে ইস্টবেঙ্গল ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 7:11 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: জ্যাভিয়ের সিভেরিও টোরো লিয়েনে জামশেদপুর এফসিতে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নতুন বিদেশি হিসেবে ফেলিসিও ব্রাউন ফোর্বসের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি । কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার ফেলিসিও ব্রাউনকে ক্লেইটন সিলভার সঙ্গে জুড়ে আক্রমণভাগ শানিত করতে চাইছে ইস্টবেঙ্গল । 31 জানুয়ারি স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল । বোরহা হেরেরার জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে ।

কে এই ফেলিসিও ব্রাউন ফোর্বস ?

এই স্ট্রাইকারটিকে দলে নিতে তড়িঘড়ি মালয়েশিয়া উড়ে গিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত । জার্মানির বার্লিনে জন্ম এই স্ট্রাইকারের। তবে জার্মানিতে জন্ম হলেও তিনি পরবর্তীতে কোস্টারিকায় চলে যান । 32 বছর বয়সি ফরওয়ার্ড 2010 সালে জার্মানির ক্লাবের হয়ে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন । 13 বছরের কেরিয়ারে খেলেছেন মোট 15টি ক্লাবে । এখন খেলছেন চিনের কুইনডাও হাইনিউতে । 2023 সালে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন । 21টি ম্যাচ খেলে গোল করেছেন 7টি । 2022 সালে তিনি চিনের লিগে যোগ দেন ইউহান ইয়াংঙ্গজে রিভার ক্লাবের হয়ে । সেখানে তিনি 30টি ম্যাচে করেন 12টি গোল । নজরকাড়া গতি, গোলার মত শট এবং হেডিংয়ের দক্ষতার জন্য ফেলিসিও ব্রাউন পরিচিত ।

East Bengal signs New Player
লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার

আন্তর্জাতিক ফুটবলে জার্মানির অনূর্ধ্ব 19 ও 20 দলে খেলেছেন । অনূর্ধ্ব 19 দলের হয়ে 4টি ও 20 দলের হয়ে খেলেছেন মাত্র একটা ম্যাচ । 2014 সালে তিনি কোস্টারিকার জাতীয় দলে সুযোগ পান । এখনও পর্যন্ত কোস্টারিকার হয়ে মোট 5টি ম্যাচ খেলেছেন । তাঁকে দলে নেওয়ার পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, “ফেলিসিও ব্রাউন একজন শক্তিশালী স্ট্রাইকার যার ইউরোপ এবং এশীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে । মাত্র কয়েক সপ্তাহ আগে শেষ ম্যাচ খেলেছেন । চিনের লিগে 20টি গোল করার কৃতিত্ব রয়েছে । ফলে আমরা যা চাইছি তা পূরণ করতে পারবে বলেই আশা করি ।”

ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়ে খুশি ফেলিসিও ব্রাউন । বলেন, “আমি নতুন দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি । সম্প্রতি আমার নতুন দল সুপার কাপ জিতেছে । আমি দলের বিরাট সংখ্যক সমর্থকদের আরও বেশি আনন্দ দিতে উজার করে দিতে চাই ।”

East Bengal signs New Player
স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে আইএসএল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল । সুপার কাপ জয়ের পরে ফুটবলারদের তিনদিন ছুটি দেওয়া হয়েছিল । ডার্বির প্রস্তুতির প্রথম দিন অনুপস্থিত গোলরক্ষক প্রোভসুখন গিল । যদিও কোচ কুয়াদ্রাত-সহ দলের বাকিরা সবাই ছিলেন । এদিন মূলত পাসিং এবং সেটপিস অনুশীলনে জোর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. জোড়া ইলিশের সঙ্গে মিষ্টির হাঁড়ি, সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল-হলুদ কর্তারা
  2. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস! মেসির কলকাতা সফরের জল্পনা তুঙ্গে
  3. বাগান অনুশীলনে কাউকো, ডার্বির ছক সাজাতে হাবাসের চিন্তা দলের ফিটনেস

কলকাতা, 2 ফেব্রুয়ারি: জ্যাভিয়ের সিভেরিও টোরো লিয়েনে জামশেদপুর এফসিতে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নতুন বিদেশি হিসেবে ফেলিসিও ব্রাউন ফোর্বসের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি । কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার ফেলিসিও ব্রাউনকে ক্লেইটন সিলভার সঙ্গে জুড়ে আক্রমণভাগ শানিত করতে চাইছে ইস্টবেঙ্গল । 31 জানুয়ারি স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল । বোরহা হেরেরার জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে ।

কে এই ফেলিসিও ব্রাউন ফোর্বস ?

এই স্ট্রাইকারটিকে দলে নিতে তড়িঘড়ি মালয়েশিয়া উড়ে গিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত । জার্মানির বার্লিনে জন্ম এই স্ট্রাইকারের। তবে জার্মানিতে জন্ম হলেও তিনি পরবর্তীতে কোস্টারিকায় চলে যান । 32 বছর বয়সি ফরওয়ার্ড 2010 সালে জার্মানির ক্লাবের হয়ে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন । 13 বছরের কেরিয়ারে খেলেছেন মোট 15টি ক্লাবে । এখন খেলছেন চিনের কুইনডাও হাইনিউতে । 2023 সালে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন । 21টি ম্যাচ খেলে গোল করেছেন 7টি । 2022 সালে তিনি চিনের লিগে যোগ দেন ইউহান ইয়াংঙ্গজে রিভার ক্লাবের হয়ে । সেখানে তিনি 30টি ম্যাচে করেন 12টি গোল । নজরকাড়া গতি, গোলার মত শট এবং হেডিংয়ের দক্ষতার জন্য ফেলিসিও ব্রাউন পরিচিত ।

East Bengal signs New Player
লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার

আন্তর্জাতিক ফুটবলে জার্মানির অনূর্ধ্ব 19 ও 20 দলে খেলেছেন । অনূর্ধ্ব 19 দলের হয়ে 4টি ও 20 দলের হয়ে খেলেছেন মাত্র একটা ম্যাচ । 2014 সালে তিনি কোস্টারিকার জাতীয় দলে সুযোগ পান । এখনও পর্যন্ত কোস্টারিকার হয়ে মোট 5টি ম্যাচ খেলেছেন । তাঁকে দলে নেওয়ার পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, “ফেলিসিও ব্রাউন একজন শক্তিশালী স্ট্রাইকার যার ইউরোপ এবং এশীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে । মাত্র কয়েক সপ্তাহ আগে শেষ ম্যাচ খেলেছেন । চিনের লিগে 20টি গোল করার কৃতিত্ব রয়েছে । ফলে আমরা যা চাইছি তা পূরণ করতে পারবে বলেই আশা করি ।”

ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়ে খুশি ফেলিসিও ব্রাউন । বলেন, “আমি নতুন দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি । সম্প্রতি আমার নতুন দল সুপার কাপ জিতেছে । আমি দলের বিরাট সংখ্যক সমর্থকদের আরও বেশি আনন্দ দিতে উজার করে দিতে চাই ।”

East Bengal signs New Player
স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে আইএসএল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল । সুপার কাপ জয়ের পরে ফুটবলারদের তিনদিন ছুটি দেওয়া হয়েছিল । ডার্বির প্রস্তুতির প্রথম দিন অনুপস্থিত গোলরক্ষক প্রোভসুখন গিল । যদিও কোচ কুয়াদ্রাত-সহ দলের বাকিরা সবাই ছিলেন । এদিন মূলত পাসিং এবং সেটপিস অনুশীলনে জোর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. জোড়া ইলিশের সঙ্গে মিষ্টির হাঁড়ি, সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল-হলুদ কর্তারা
  2. শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস! মেসির কলকাতা সফরের জল্পনা তুঙ্গে
  3. বাগান অনুশীলনে কাউকো, ডার্বির ছক সাজাতে হাবাসের চিন্তা দলের ফিটনেস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.