কলকাতা, 2 ফেব্রুয়ারি: জ্যাভিয়ের সিভেরিও টোরো লিয়েনে জামশেদপুর এফসিতে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নতুন বিদেশি হিসেবে ফেলিসিও ব্রাউন ফোর্বসের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল এফসি । কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার ফেলিসিও ব্রাউনকে ক্লেইটন সিলভার সঙ্গে জুড়ে আক্রমণভাগ শানিত করতে চাইছে ইস্টবেঙ্গল । 31 জানুয়ারি স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল । বোরহা হেরেরার জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে ।
কে এই ফেলিসিও ব্রাউন ফোর্বস ?
এই স্ট্রাইকারটিকে দলে নিতে তড়িঘড়ি মালয়েশিয়া উড়ে গিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত । জার্মানির বার্লিনে জন্ম এই স্ট্রাইকারের। তবে জার্মানিতে জন্ম হলেও তিনি পরবর্তীতে কোস্টারিকায় চলে যান । 32 বছর বয়সি ফরওয়ার্ড 2010 সালে জার্মানির ক্লাবের হয়ে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন । 13 বছরের কেরিয়ারে খেলেছেন মোট 15টি ক্লাবে । এখন খেলছেন চিনের কুইনডাও হাইনিউতে । 2023 সালে তিনি এই ক্লাবে যোগ দিয়েছেন । 21টি ম্যাচ খেলে গোল করেছেন 7টি । 2022 সালে তিনি চিনের লিগে যোগ দেন ইউহান ইয়াংঙ্গজে রিভার ক্লাবের হয়ে । সেখানে তিনি 30টি ম্যাচে করেন 12টি গোল । নজরকাড়া গতি, গোলার মত শট এবং হেডিংয়ের দক্ষতার জন্য ফেলিসিও ব্রাউন পরিচিত ।
আন্তর্জাতিক ফুটবলে জার্মানির অনূর্ধ্ব 19 ও 20 দলে খেলেছেন । অনূর্ধ্ব 19 দলের হয়ে 4টি ও 20 দলের হয়ে খেলেছেন মাত্র একটা ম্যাচ । 2014 সালে তিনি কোস্টারিকার জাতীয় দলে সুযোগ পান । এখনও পর্যন্ত কোস্টারিকার হয়ে মোট 5টি ম্যাচ খেলেছেন । তাঁকে দলে নেওয়ার পরে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, “ফেলিসিও ব্রাউন একজন শক্তিশালী স্ট্রাইকার যার ইউরোপ এবং এশীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে । মাত্র কয়েক সপ্তাহ আগে শেষ ম্যাচ খেলেছেন । চিনের লিগে 20টি গোল করার কৃতিত্ব রয়েছে । ফলে আমরা যা চাইছি তা পূরণ করতে পারবে বলেই আশা করি ।”
ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়ে খুশি ফেলিসিও ব্রাউন । বলেন, “আমি নতুন দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি । সম্প্রতি আমার নতুন দল সুপার কাপ জিতেছে । আমি দলের বিরাট সংখ্যক সমর্থকদের আরও বেশি আনন্দ দিতে উজার করে দিতে চাই ।”
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে আইএসএল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল ইস্টবেঙ্গল । সুপার কাপ জয়ের পরে ফুটবলারদের তিনদিন ছুটি দেওয়া হয়েছিল । ডার্বির প্রস্তুতির প্রথম দিন অনুপস্থিত গোলরক্ষক প্রোভসুখন গিল । যদিও কোচ কুয়াদ্রাত-সহ দলের বাকিরা সবাই ছিলেন । এদিন মূলত পাসিং এবং সেটপিস অনুশীলনে জোর দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: