ETV Bharat / sports

হিজাজি মাহেরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল ইস্টবেঙ্গলে, আরও 2 বছর লাল-হলুদেই - Hijazi Maher Contract Extended - HIJAZI MAHER CONTRACT EXTENDED

East Bengal FC Extend Hijazi Maher Contract: আগামী 2 বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন হিজাজি মাহের ৷ জর্ডনের ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ৷ কোচ কার্লেস কুয়াদ্রাত শহরে আসার আগেই বিদেশি ফুটবলারদের প্যানেল তৈরি করে ফেলতে চাইছে রিক্রুটাররা ৷

Hijazi Maher
আরও 2 বছরের জন্য হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 9:08 PM IST

কলকাতা, 25 জুন: আরও দু’বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন হিজাজি মাহের ৷ মঙ্গলবার জর্ডনের ডিফেন্ডারের সঙ্গে লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ তাদের চুক্তি নবীকরণের খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ৷ আগামী 3 জুলাই কলকাতায় আসছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তাঁর শহরে পা-দেওয়ার আগে দলের বিদেশিদের নাম ঘোষণা করছে ইস্টবেঙ্গল ৷ ক্লেটন সিলভা, সওল ক্রেসপো, হিজাজি মাহের লাল-হলুদ জার্সিতেই থাকলেন ৷ ইতিমধ্যে গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতোকোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ আরও দুই বিদেশির নামও দ্রুত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, গত চার মরশুমের তুলনায় শক্তিশালী দল গড়া হচ্ছে ৷ জর্ডনের ডিফেন্ডারকে ইস্টবেঙ্গলে নিয়ে আসার মূল কারিগর ছিলেন কার্লেস কুয়াদ্রাত নিজে ৷ ফলে তাঁকে আরও দু’বছর ক্লাবে রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ৷ তিনি বলেছেন, “হিজাজি আমার দলের রক্ষণে গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাঁর যোগদানে আমাদের রক্ষণ সেরাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ৷ হিজাজির কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল ৷ কিন্তু, হিজাজি ইস্টবেঙ্গলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ ইস্টবেঙ্গলের হয়ে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাহায্য করতে চায় ৷”

গতবছর সেপ্টেম্বর মাসে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন হিজাজি মাহের ৷ আইএসএলে 22টি এবং কলিঙ্গ সুপার কাপে 5টি ম্যাচ-সহ মোট সাতাশটি ম্যাচে তিনি খেলেছেন ৷ কলিঙ্গ সুপার কাপে দু’টি গোলও করেছেন ৷ ফলে নতুন মরশুমে তাঁকে রেখে দল গড়ার ভাবনা ছিল ইস্টবেঙ্গলের ৷ সেই ভাবনারই বাস্তবায়ন হল সোমবার ৷

দু’বছরের জন্য ফের লাল হলুদ জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি হিজাজি মাহের ৷ তাঁর কথায়, “আমার মনে ইস্টবেঙ্গলের আলাদা জায়গা রয়েছে ৷ অনেক ভালো মুহূর্ত আমি এই ক্লাবের সঙ্গে কাটিয়েছি ৷ অনুভব করেছি সমর্থকদের মনে আমার প্রতি বিশেষ জায়গা রয়েছে ৷ ওদের ভালোবাসা আমাকে প্রতিটি ম্যাচে অনুপ্রাণিত করে ৷ আমিও ভালো খেলে প্রত্যুত্তরে তাঁদের সম্মান দিতে চাই ৷ কলিঙ্গ সুপার কাপ জয় ছিল জর্ডনের বাইরে আমার প্রথম ট্রফি ৷ নতুন মরশুমে দলকে আরও বেশি সাফল্য এনে দিতে চাই ৷ তাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷”

কলকাতা, 25 জুন: আরও দু’বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন হিজাজি মাহের ৷ মঙ্গলবার জর্ডনের ডিফেন্ডারের সঙ্গে লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ তাদের চুক্তি নবীকরণের খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ৷ আগামী 3 জুলাই কলকাতায় আসছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তাঁর শহরে পা-দেওয়ার আগে দলের বিদেশিদের নাম ঘোষণা করছে ইস্টবেঙ্গল ৷ ক্লেটন সিলভা, সওল ক্রেসপো, হিজাজি মাহের লাল-হলুদ জার্সিতেই থাকলেন ৷ ইতিমধ্যে গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতোকোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ আরও দুই বিদেশির নামও দ্রুত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, গত চার মরশুমের তুলনায় শক্তিশালী দল গড়া হচ্ছে ৷ জর্ডনের ডিফেন্ডারকে ইস্টবেঙ্গলে নিয়ে আসার মূল কারিগর ছিলেন কার্লেস কুয়াদ্রাত নিজে ৷ ফলে তাঁকে আরও দু’বছর ক্লাবে রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ৷ তিনি বলেছেন, “হিজাজি আমার দলের রক্ষণে গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাঁর যোগদানে আমাদের রক্ষণ সেরাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ৷ হিজাজির কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল ৷ কিন্তু, হিজাজি ইস্টবেঙ্গলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ ইস্টবেঙ্গলের হয়ে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাহায্য করতে চায় ৷”

গতবছর সেপ্টেম্বর মাসে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন হিজাজি মাহের ৷ আইএসএলে 22টি এবং কলিঙ্গ সুপার কাপে 5টি ম্যাচ-সহ মোট সাতাশটি ম্যাচে তিনি খেলেছেন ৷ কলিঙ্গ সুপার কাপে দু’টি গোলও করেছেন ৷ ফলে নতুন মরশুমে তাঁকে রেখে দল গড়ার ভাবনা ছিল ইস্টবেঙ্গলের ৷ সেই ভাবনারই বাস্তবায়ন হল সোমবার ৷

দু’বছরের জন্য ফের লাল হলুদ জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি হিজাজি মাহের ৷ তাঁর কথায়, “আমার মনে ইস্টবেঙ্গলের আলাদা জায়গা রয়েছে ৷ অনেক ভালো মুহূর্ত আমি এই ক্লাবের সঙ্গে কাটিয়েছি ৷ অনুভব করেছি সমর্থকদের মনে আমার প্রতি বিশেষ জায়গা রয়েছে ৷ ওদের ভালোবাসা আমাকে প্রতিটি ম্যাচে অনুপ্রাণিত করে ৷ আমিও ভালো খেলে প্রত্যুত্তরে তাঁদের সম্মান দিতে চাই ৷ কলিঙ্গ সুপার কাপ জয় ছিল জর্ডনের বাইরে আমার প্রথম ট্রফি ৷ নতুন মরশুমে দলকে আরও বেশি সাফল্য এনে দিতে চাই ৷ তাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.