ETV Bharat / sports

নর্থইস্টের হারে যন্ত্রণা বাড়ল ইস্টবেঙ্গলের, ন’য়ে থেকে আইএলএল শেষ লাল-হলুদের - East Bengal - EAST BENGAL

East Bengal in ISL: লাল-হলুদ সমর্থকদের যন্ত্রণা আর কমছে না ৷ নর্থইস্টের কাছে ওড়িশা হারতেই পয়েন্ট টেবিলে ফের নেমে গেল ইস্টবেঙ্গল ৷ তালিকায় 9 নম্বরে থেকে আইএসএল অভিযান শেষ করল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 10:34 PM IST

কলকাতা, 13 এপ্রিল: রাত পোহালেই ময়দানী উৎসব, বারপুজো ৷ তার আগেই ফের দুঃসংবাদ ৷ আইএসএলের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলের পতন অব্যাহত । পঞ্জাবের কাছে বিধ্বস্ত হয়ে আগেই আইএসএল অভিযান শেষ করে ফেলেছিল ইস্টবেঙ্গল ৷ এবার নিজেদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ওড়িশা এফসি’কে হারিয়ে দেওয়ায় লিগ টেবিলে আরও নেমে গেল পদ্মাপাড়ের ক্লাব ৷

পঞ্জাব এফসির বিরুদ্ধে 1-4 ব্যবধানে পরাজয়ের পরে 22 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে সাত নম্বরে দাঁড়িয়ে ছিল লাল-হলুদ । মনে করা হয়েছিল, সুপার সিক্সে প্রবেশের স্বপ্ন বাস্তবায়ন না-হলেও হয়তো সাত নম্বরে শেষ হবে লাল-হলুদের দৌড় । কিন্তু ঘরের মাঠে ওড়িশাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে নর্থইস্ট ৷ তারপরেই লিগ টেবিলের 9 নম্বরে নেমে গেল লাল-হলুদ ৷ এই জয়ের ফলে 22 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড । ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি, দু’দলেরই পয়েন্ট 22 । কিন্তু মুখোমুখি লড়াইয়ে ইস্টবেঙ্গল পরাজিত হওয়ায় 8 নম্বরে পঞ্জাব এফসি ।

2020-21 মরশুমে প্রথমবার আইএসএলে যোগ দেয় ইস্টবেঙ্গল ৷ প্রথম মরশুমে 9 নম্বরে শেষ করেছিল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ পরের মরশুমে মাত্র একটি ম্যাচে জয় এসেছিল ৷ ফলে লাস্ট বয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে ৷ 2022-23 মরশুমেও 9 নম্বরে থেকেই শেষ হয় ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান ৷ চলতি মরশুমেও নবম স্থানেই রইল দল ৷

মাস তিনেক আগের কথা, জানুয়ারির 28 ৷ 12 বছরের 'বনবাস' কাটিয়েছিল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ কোচ কার্লেস কুয়াদ্রাতের জাদুকাঠিতে 'বল্গাহীন' দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকে ৷ একযুগের অপেক্ষা শেষে ফের ট্রফি ঢুকেছিল ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে ৷ ওড়িশা এফসিকে হারিয়ে সুপার কাপ জিতে নিয়েছিল পদ্মাপাড়ের ক্লাব ৷ দু’মাসেই ফের উলটপুরাণ ৷ গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের সঙ্গী শুধুই ব্যর্থতা ৷ সুপার কাপ জয়ে শতাব্দীপ্রাচীন ক্লাবের সেই গুমোট ভাবটা খানিক কেটেছিল ৷ সঙ্গে দোসর স্পনসরের সঙ্গে সংঘাত এবং চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লাগাতার সাফল্য ৷ ফলে ক্রমাগত কোনঠাসা হচ্ছে লাল-হলুদ শিবির ৷

আরও পড়ুন:

  1. আইএসএল যাত্রা শেষ হল হারের দুঃস্বপ্নে, চার গোলের লজ্জার হার ইস্টবেঙ্গলের
  2. হাইভোল্টেজ ম্যাচে কুকুর নিয়ে মাঠে নামলেন সুনীল-পেত্রাতোসরা, কারণ জানলে গর্বিত হবেন
  3. চার গোলের ঝড়, লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগানের সামনে শুধু মুম্বই

কলকাতা, 13 এপ্রিল: রাত পোহালেই ময়দানী উৎসব, বারপুজো ৷ তার আগেই ফের দুঃসংবাদ ৷ আইএসএলের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলের পতন অব্যাহত । পঞ্জাবের কাছে বিধ্বস্ত হয়ে আগেই আইএসএল অভিযান শেষ করে ফেলেছিল ইস্টবেঙ্গল ৷ এবার নিজেদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ওড়িশা এফসি’কে হারিয়ে দেওয়ায় লিগ টেবিলে আরও নেমে গেল পদ্মাপাড়ের ক্লাব ৷

পঞ্জাব এফসির বিরুদ্ধে 1-4 ব্যবধানে পরাজয়ের পরে 22 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে সাত নম্বরে দাঁড়িয়ে ছিল লাল-হলুদ । মনে করা হয়েছিল, সুপার সিক্সে প্রবেশের স্বপ্ন বাস্তবায়ন না-হলেও হয়তো সাত নম্বরে শেষ হবে লাল-হলুদের দৌড় । কিন্তু ঘরের মাঠে ওড়িশাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে নর্থইস্ট ৷ তারপরেই লিগ টেবিলের 9 নম্বরে নেমে গেল লাল-হলুদ ৷ এই জয়ের ফলে 22 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড । ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি, দু’দলেরই পয়েন্ট 22 । কিন্তু মুখোমুখি লড়াইয়ে ইস্টবেঙ্গল পরাজিত হওয়ায় 8 নম্বরে পঞ্জাব এফসি ।

2020-21 মরশুমে প্রথমবার আইএসএলে যোগ দেয় ইস্টবেঙ্গল ৷ প্রথম মরশুমে 9 নম্বরে শেষ করেছিল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ পরের মরশুমে মাত্র একটি ম্যাচে জয় এসেছিল ৷ ফলে লাস্ট বয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে ৷ 2022-23 মরশুমেও 9 নম্বরে থেকেই শেষ হয় ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান ৷ চলতি মরশুমেও নবম স্থানেই রইল দল ৷

মাস তিনেক আগের কথা, জানুয়ারির 28 ৷ 12 বছরের 'বনবাস' কাটিয়েছিল শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ কোচ কার্লেস কুয়াদ্রাতের জাদুকাঠিতে 'বল্গাহীন' দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকে ৷ একযুগের অপেক্ষা শেষে ফের ট্রফি ঢুকেছিল ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে ৷ ওড়িশা এফসিকে হারিয়ে সুপার কাপ জিতে নিয়েছিল পদ্মাপাড়ের ক্লাব ৷ দু’মাসেই ফের উলটপুরাণ ৷ গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের সঙ্গী শুধুই ব্যর্থতা ৷ সুপার কাপ জয়ে শতাব্দীপ্রাচীন ক্লাবের সেই গুমোট ভাবটা খানিক কেটেছিল ৷ সঙ্গে দোসর স্পনসরের সঙ্গে সংঘাত এবং চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লাগাতার সাফল্য ৷ ফলে ক্রমাগত কোনঠাসা হচ্ছে লাল-হলুদ শিবির ৷

আরও পড়ুন:

  1. আইএসএল যাত্রা শেষ হল হারের দুঃস্বপ্নে, চার গোলের লজ্জার হার ইস্টবেঙ্গলের
  2. হাইভোল্টেজ ম্যাচে কুকুর নিয়ে মাঠে নামলেন সুনীল-পেত্রাতোসরা, কারণ জানলে গর্বিত হবেন
  3. চার গোলের ঝড়, লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগানের সামনে শুধু মুম্বই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.