ETV Bharat / sports

ফাউল ছিল, রেফারির ভুলে জয় পেলাম না; পয়েন্ট খুইয়ে বিস্ফোরক কুয়াদ্রাত - ইস্টবেঙ্গল

East Bengal Coach Carles Cuadrat: আইএসএলের কলকাতা ডার্বিতে খেলার ফল 2-2 ৷ ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি সবুজ-মেরুন ও লাল-হলুদ মধ্যে ৷ তবে জয় নিশ্চিত ছিল বলে দাবি ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের ৷ রেফারির ভুলকে জয় হাতছাড়ার জন্য দুষলেন তিনি ৷

Carles Cuadrat
কার্লেস কুয়াদ্রাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 10:18 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: রেফারির ভুলে ডার্বিতে জয় হাতছাড়া । কোনও রাখঢাক না করে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত । 2-1 ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় 87 মিনিটে মোহনবাগান সুপারজায়ান্টকে সমতায় ফেরান দিমিত্রি পেত্রাতোস । ইস্টবেঙ্গল কোচ বলছেন, "গোলের বল নেওয়ার সময় প্রতিপক্ষ ফুটবলার ফাউল করেছিল । কিন্তু রেফারি তা দেননি । তাই ডিফেন্ডারদের ভুলে নয়, রেফারির ভুলে দু পয়েন্ট হাতছাড়া হল ।"

চলতি মরশুমে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট মোট চারবার মুখোমুখি হয়েছে । এই চারবারের ফেস-অফে দু'টোতে জয়ী হয়েছে ইস্টবেঙ্গল । মোহনবাগান একটিতে জয় পেয়েছে । একটি ড্র হয়েছে । শনিবারের ম্যাচ ড্র হওয়ায় আইএসএল ডার্বিতে প্রথমবার পয়েন্ট পেল ইস্টবেঙ্গল । লাল-হলুদ কোচের কথায়, তিনি ছেলেদের খেলায় খুশি । যেভাবে তাঁরা প্রতিটি মিনিট নিজেদের নিংড়ে দিয়েছেন তার তুলনা হয় না । পুরো ম্যাচে একাধিক সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল । যেগুলো থেকে গোল হলে জয় নিশ্চিত হয়ে যেত ।

derby match
ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি

তবে আইএসএল ডার্বিতে পয়েন্ট পাওয়ার দিনে মহেশ নাওরেম সিংয়ের চোট নিয়ে চিন্তিত কার্লেস কুয়াদ্রাত । লাল-হলুদের মিডিওকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে । চোট কতটা গুরুতর তা কোচ জানেন না । তবে কথা শুনে ইঙ্গিত মিলছে যে বেশ কিছুদিন মহেশকে বাইরে থাকতে হবে । শুধু মহেশ নয়, সাওল ক্রেসপোকে পেশির টান ধরার কারণে মাঠের বাইরে নিয়ে আসতে হয় । এই অবস্থাতেও খেলোয়াড়দের মরিয়া ফুটবলে আশা দেখছেন কোচ । পিভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়দের ভালো খেলারও প্রশংসা কুয়াদ্রাতের মুখে ।

derby match
ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি

আগামিদিনে বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার থেকে ক্লাবের ডেভেলপমেন্ট দল থেকে প্রতিভাবান ফুটবলারদের গড়ে তুলতেই আগ্রহী বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ । ডার্বিতে জয় পেলে শেষ ছয়ে ঢুকে পড়া যেত । বিষরটি নিয়ে আক্ষেপ থাকলেও হতাশ নন তিনি । বরং সামনে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে এগোনোর কথা বলছেন কুয়াদ্রাত । ডার্বিতে ভালো পারফরম্যান্সের পরেও কুয়াদ্রাতের মুখে ধাপে ধাপে এগোনোর কথা, যা সমর্থকদের কাছে খুশি এবং ভরসার বিষয় । এ দিকে খেলা শেষে বাড়ি ফেরার সময় ফের কাদাপাড়ার মুখে ইস্টবেঙ্গল সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন:

  1. যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের
  2. হিসেবি কুয়াদ্রাত, নয়া কৌশল হাবাসের ; ইস্ট-মোহন ডার্বি ঘিরে জমজমাট ময়দান
  3. লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার, ডার্বির প্রস্তুতিতে মগ্ন কুয়াদ্রাত

কলকাতা, 4 ফেব্রুয়ারি: রেফারির ভুলে ডার্বিতে জয় হাতছাড়া । কোনও রাখঢাক না করে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত । 2-1 ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় 87 মিনিটে মোহনবাগান সুপারজায়ান্টকে সমতায় ফেরান দিমিত্রি পেত্রাতোস । ইস্টবেঙ্গল কোচ বলছেন, "গোলের বল নেওয়ার সময় প্রতিপক্ষ ফুটবলার ফাউল করেছিল । কিন্তু রেফারি তা দেননি । তাই ডিফেন্ডারদের ভুলে নয়, রেফারির ভুলে দু পয়েন্ট হাতছাড়া হল ।"

চলতি মরশুমে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট মোট চারবার মুখোমুখি হয়েছে । এই চারবারের ফেস-অফে দু'টোতে জয়ী হয়েছে ইস্টবেঙ্গল । মোহনবাগান একটিতে জয় পেয়েছে । একটি ড্র হয়েছে । শনিবারের ম্যাচ ড্র হওয়ায় আইএসএল ডার্বিতে প্রথমবার পয়েন্ট পেল ইস্টবেঙ্গল । লাল-হলুদ কোচের কথায়, তিনি ছেলেদের খেলায় খুশি । যেভাবে তাঁরা প্রতিটি মিনিট নিজেদের নিংড়ে দিয়েছেন তার তুলনা হয় না । পুরো ম্যাচে একাধিক সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল । যেগুলো থেকে গোল হলে জয় নিশ্চিত হয়ে যেত ।

derby match
ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি

তবে আইএসএল ডার্বিতে পয়েন্ট পাওয়ার দিনে মহেশ নাওরেম সিংয়ের চোট নিয়ে চিন্তিত কার্লেস কুয়াদ্রাত । লাল-হলুদের মিডিওকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে । চোট কতটা গুরুতর তা কোচ জানেন না । তবে কথা শুনে ইঙ্গিত মিলছে যে বেশ কিছুদিন মহেশকে বাইরে থাকতে হবে । শুধু মহেশ নয়, সাওল ক্রেসপোকে পেশির টান ধরার কারণে মাঠের বাইরে নিয়ে আসতে হয় । এই অবস্থাতেও খেলোয়াড়দের মরিয়া ফুটবলে আশা দেখছেন কোচ । পিভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়দের ভালো খেলারও প্রশংসা কুয়াদ্রাতের মুখে ।

derby match
ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি

আগামিদিনে বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার থেকে ক্লাবের ডেভেলপমেন্ট দল থেকে প্রতিভাবান ফুটবলারদের গড়ে তুলতেই আগ্রহী বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ । ডার্বিতে জয় পেলে শেষ ছয়ে ঢুকে পড়া যেত । বিষরটি নিয়ে আক্ষেপ থাকলেও হতাশ নন তিনি । বরং সামনে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে এগোনোর কথা বলছেন কুয়াদ্রাত । ডার্বিতে ভালো পারফরম্যান্সের পরেও কুয়াদ্রাতের মুখে ধাপে ধাপে এগোনোর কথা, যা সমর্থকদের কাছে খুশি এবং ভরসার বিষয় । এ দিকে খেলা শেষে বাড়ি ফেরার সময় ফের কাদাপাড়ার মুখে ইস্টবেঙ্গল সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন:

  1. যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের
  2. হিসেবি কুয়াদ্রাত, নয়া কৌশল হাবাসের ; ইস্ট-মোহন ডার্বি ঘিরে জমজমাট ময়দান
  3. লাল-হলুদে কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার, ডার্বির প্রস্তুতিতে মগ্ন কুয়াদ্রাত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.