ETV Bharat / sports

বড় বাজেটের দল গড়তে শুরু আলোচনা, ব্যর্থতা মুছতে মরিয়া ইস্টবেঙ্গল - East Bengal - EAST BENGAL

East Bengal Board Meeting: মরশুম শেষ হতেই দল গোছাতে নেমে পড়েছে আইএসএলের দলগুলি। শক্তিশালী দল গড়তে হিসেব কষে পা-ফেলতে চাইছেন লাল-হলুদ কর্তারা। আগামী মরশুমের কেমন দল, কোন ফুটবলারদের টার্গেট করেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট ? আজ, বৃহস্পতিবারই বসছে দলগঠনের বৈঠক ৷

East Bengal Board Meeting
ক্লেইটন সিলভা ও কার্লেস কুয়াদ্রাত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 11:50 AM IST

কলকাতা, 9 মে: ইস্টবেঙ্গল ক্লাবে দলগঠনের বৈঠক ৷ বৃহস্পতিবার ক্লাবকর্তা ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের আলোচনার বিষয় অবশ্যই দল গঠন সেই সঙ্গে নতুন মরশুমের বাজেট। ইতিমধ্যেই লগ্নিকারী সংস্থা ইঙ্গিত দিয়েছে এই মরশুমে বাজেট নিয়ে সমস্যা হবে না। পাশাপাশি ক্লাব কর্তারাও সহযোগী স্পনসর আনতে উদ্যোগী। সেই ব্যাপারে কর্তারা আশ্বস্ত করছেন। তাই শক্তিশালী দল গড়তে হিসেব কষে পা-ফেলতে চাইছেন লাল-হলুদ কর্তারা।

দলের ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলারদের মধ্যে নামী কাউকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। কারণ তারা সবাই নিজের ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন বা চুক্তি বাড়িয়ে নিয়েছেন। ফলে নতুন কোনও ভারতীয় ফুটবলারকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে। কিংবা সমস্যা হতে আই লিগের প্রতিশ্রুতিমান ফুটবলারকে নিয়ে তৈরি করে নিতে হবে। শক্তিশালী ভারতীয় ব্রিগেড গড়ার পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।

এই মরশুমে ইস্টবেঙ্গল আবার এএফসি কাপে খেলবে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র প্লে-অফের ম্যাচ খেলবে। সেই ম্যাচ জিততে পারলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে আটজন বিদেশি নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে মাদিয়া তালাল, ক্লেইটন সিলভা দলে চূড়ান্ত হয়ে গিয়েছেন। হিজাজি মাহের, সাওল ক্রেসপোর চুক্তি নবীকরণ হওয়ার পথে। দলের সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ওড়িশা এফসি-র দিয়েগো মরিসিও'কে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল।

তাঁকে দলে নিতে হলে ওড়িশাকে ট্রান্সফার ফি দিতে হবে। তবে টাকা সেক্ষেত্রে কোনও ব্যাপার হবে না বলেই দাবি লাল-হলুদের রিক্রুটারদের। মরিসিও শেষ দু'মরশুমে মোট 25টি গোল করেছেন। 2022-23 মরশুমের সোনার বুট জিতেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। দিয়েগোর পেনাল্টি থেকে করা গোলেই সুপার কাপ সেমি ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে ওঠে ওড়িশা। গত মরশুমে দ্বিতীয় স্ট্রাইকারের সমস্যায় ভুগেছে লাল হলুদ।

জেভিয়ার সিভেরিও, ফেলিসিও ব্রাউনদের ব্যর্থতায় ক্লেইটন সিলভাকে নিষ্প্রভ মনে হয়েছে। তাই এএফসি কাপ এবং আইএসএল-সহ অন্যান্য টুর্নামেন্টের জন্য একজন ভালো মানের স্ট্রাইকার জরুরি। যদিও লাল-হলুদ আইএসএলের সর্বাধিক গোলদাতা কেরালা ব্লাস্টার্সের দিমিত্রিস ডায়মান্টাকোসর জন্য ঝাঁপিয়েছিলেন। তাঁকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:

  1. শেষ মুহূর্তের রিয়াল-নামা, জোসেলুর জাদুতে ইতিহাসের সামনে ‘লস ব্ল্যাঙ্কোস’
  2. আচমকাই জনসমক্ষে মারাদোনার খোয়া যাওয়া 'গোল্ডেন বল'
  3. একটি গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট, ইন্টারি মিয়ামির হয়ে নয়া রেকর্ড মেসির

কলকাতা, 9 মে: ইস্টবেঙ্গল ক্লাবে দলগঠনের বৈঠক ৷ বৃহস্পতিবার ক্লাবকর্তা ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের আলোচনার বিষয় অবশ্যই দল গঠন সেই সঙ্গে নতুন মরশুমের বাজেট। ইতিমধ্যেই লগ্নিকারী সংস্থা ইঙ্গিত দিয়েছে এই মরশুমে বাজেট নিয়ে সমস্যা হবে না। পাশাপাশি ক্লাব কর্তারাও সহযোগী স্পনসর আনতে উদ্যোগী। সেই ব্যাপারে কর্তারা আশ্বস্ত করছেন। তাই শক্তিশালী দল গড়তে হিসেব কষে পা-ফেলতে চাইছেন লাল-হলুদ কর্তারা।

দলের ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলারদের মধ্যে নামী কাউকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। কারণ তারা সবাই নিজের ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন বা চুক্তি বাড়িয়ে নিয়েছেন। ফলে নতুন কোনও ভারতীয় ফুটবলারকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে। কিংবা সমস্যা হতে আই লিগের প্রতিশ্রুতিমান ফুটবলারকে নিয়ে তৈরি করে নিতে হবে। শক্তিশালী ভারতীয় ব্রিগেড গড়ার পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।

এই মরশুমে ইস্টবেঙ্গল আবার এএফসি কাপে খেলবে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র প্লে-অফের ম্যাচ খেলবে। সেই ম্যাচ জিততে পারলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে আটজন বিদেশি নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে মাদিয়া তালাল, ক্লেইটন সিলভা দলে চূড়ান্ত হয়ে গিয়েছেন। হিজাজি মাহের, সাওল ক্রেসপোর চুক্তি নবীকরণ হওয়ার পথে। দলের সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ওড়িশা এফসি-র দিয়েগো মরিসিও'কে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল।

তাঁকে দলে নিতে হলে ওড়িশাকে ট্রান্সফার ফি দিতে হবে। তবে টাকা সেক্ষেত্রে কোনও ব্যাপার হবে না বলেই দাবি লাল-হলুদের রিক্রুটারদের। মরিসিও শেষ দু'মরশুমে মোট 25টি গোল করেছেন। 2022-23 মরশুমের সোনার বুট জিতেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। দিয়েগোর পেনাল্টি থেকে করা গোলেই সুপার কাপ সেমি ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে ওঠে ওড়িশা। গত মরশুমে দ্বিতীয় স্ট্রাইকারের সমস্যায় ভুগেছে লাল হলুদ।

জেভিয়ার সিভেরিও, ফেলিসিও ব্রাউনদের ব্যর্থতায় ক্লেইটন সিলভাকে নিষ্প্রভ মনে হয়েছে। তাই এএফসি কাপ এবং আইএসএল-সহ অন্যান্য টুর্নামেন্টের জন্য একজন ভালো মানের স্ট্রাইকার জরুরি। যদিও লাল-হলুদ আইএসএলের সর্বাধিক গোলদাতা কেরালা ব্লাস্টার্সের দিমিত্রিস ডায়মান্টাকোসর জন্য ঝাঁপিয়েছিলেন। তাঁকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:

  1. শেষ মুহূর্তের রিয়াল-নামা, জোসেলুর জাদুতে ইতিহাসের সামনে ‘লস ব্ল্যাঙ্কোস’
  2. আচমকাই জনসমক্ষে মারাদোনার খোয়া যাওয়া 'গোল্ডেন বল'
  3. একটি গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট, ইন্টারি মিয়ামির হয়ে নয়া রেকর্ড মেসির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.