হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: টানা দু'ম্যাচে হার ৷ একটিও জয় না-পেয়ে লিগ টেবিলে একেবারে শেষ থাকা হায়দরাদ এফসি'র বিরুদ্ধে শনিবার আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের ৷ কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ম্যাচে ইস্টবেঙ্গলের হতশ্রী ফুটবল দেখলে আগামীর কথা ভেবে খানিক শঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই ৷ তবু আইএসএলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল ৷ 11 মিনিটে ক্লেইটন সিলভার গোলে নিজামের শহর থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে লাল-হলুদ ৷
এই জয় ইস্টবেঙ্গলকে লিগ তালিকায় আটে তুলে আনলেও বৃহস্পতিবার জামশেদপুর ম্যাচের আগে কার্লেস কুয়াদ্রাতের কপালে চিন্তার ভাঁজ কমাবে না। 11 মিনিটে নিশু কুমারের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল ক্লেইটনের। চলতি আইএসএলে এই নিয়ে সপ্তম গোল করে ফেললেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ বিরতির আগে আরও একটি সহজ সুযোগ নষ্ট না-করলে তাঁর এবং দলের গোলসংখ্যা বাড়ত। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেললেও ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া হায়দরাবাদ এফসি দ্বিতীয়ার্ধে বেগ দিয়ে গেল সুপার কাপ চ্যাম্পিয়নদের ৷ একাধিকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেললেও তেকাঠিতে বল জড়াতে পারেনি থাংবোই সিংটোর ছেলেরা।
অতিরিক্ত সময়ে অ্যালেক্স সাজি এবং জোয়াও ভিক্টর লাল কার্ড দেখায় সমস্যা আরও বাড়ে হায়দরাবাদের। গোল করে ম্যাচের সেরা ক্লেইটন। শনিবার চার বিদেশি হিসেবে হিজাজি মাহের, ক্লেইটন সিলভার সঙ্গে নবাগত দুই বিদেশি ভিক্টর ভ্যাজকুয়েজ এবং ফেলিসিও ব্রাউনকে ব্যবহার করলেন। যদিও শেষ দু'জনের ফিটনেস এখনও তলানিতে। ফলত দু'জনের থেকে প্রত্যাশিত ফুটবল পেতে হলে অপেক্ষা করতে হবে। সবমিলিয়ে বোরহা হেরেরার দলবদল, আন্তোনিও পার্দোর ছিটকে যাওয়া, ক্রেসপোর চোট দলে যে ঘাটতি তৈরি করেছে; তা পূরণ করে প্রথম ছ'য়ে থাকতে হলে অনেক কাঠখড় যে পোড়াতে হবে তাঁকে, এদিনের পর নিশ্চয় বুঝে গিয়েছেন কুয়াদ্রাত।
বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট প্রথম ছ'য়ে পৌঁছে দিতে পারে লাল-হলুদকে। মাঝের পাঁচদিনে সমস্যা সরিয়ে দলকে ছন্দে ফেরানো চ্যালেঞ্জ লাল-হলুদ কোচের। ম্যাচের পর তিনি জানালেন, কঠিন ম্যাচ জিতলেন। আপাতত প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চাই।
আরও পড়ুন: