কলকাতা, 28 জুন: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। সহ-অধিনায়ক নাওরেম মহেশ সিং। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত সদস্যরা ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নতুন মরশুমে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। গত দুই মরশুম ধরে ইস্টবেঙ্গলের গোল করার সিংহভাগ দায়িত্ব ক্লেইটন বহন করেছেন। গত মরশুমে ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম কারিগর ছিল ক্লেইটনের স্কোরিং বুট ৷
ব্রাজিলিয়ান স্ট্রাইকার গত দু'বছরের নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পড়লেই জ্বলে উঠেছেন। এবার সেই দুরন্ত ফর্মের ক্লেইটন সিলভাকে নবাগত গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্টাকোসের সঙ্গে চাইছে ইস্টবেঙ্গল । নতুন সচিব হিসেবে রূপক সাহার দায়িত্ব নেওয়ার পরে এটাই ছিল প্রথম কার্যকরী কমিটির বৈঠক । সেখানে চলতি মরশুমে দল গড়তে বসে ভালো মানের ফুটবলারের অভাব নিয়ে সরব হন সদস্যরা । শক্তিশালী দল গড়তে গিয়ে ভালো ফুটবলারের অভাব নিয়ে ইস্টবেঙ্গল একাধিকবার সরব হয়েছে ।
বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকেও ছিল একই কথার পুনরাবৃত্তি। তবে ভালো ফুটবলারের অভাবে শক্তিশালী দল গড়ার স্বপ্ন এবারও অধরা তা জানানো হয়েছে। সমস্যা মেটাতে অন্য দলের ভালো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। শক্তিশালী দল গড়ার প্রয়োজনীয়তা ক্লাবের লগ্নিকারী সংস্থা বুঝতে পেরেছে বলে ক্লাবসচিব রূপক সাহা জানিয়েছেন। দল গড়তে অর্থ যাতে বাধা না-হয় সেই ব্যাপারে গত বছর থেকেই লাল-হলুদ কর্তারা উদ্যোগী।
এবারও সেই চেষ্টায় বাড়তি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্সে ভালো দল গড়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সচিবের দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার্যকরী কমিটির বৈঠক। চোখের সমস্যার জন্য বৈঠকে উপস্থিত ছিলেন না সহসভাপতি কল্যাণ মজুমদার। তবে প্রথমবার ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী।