কলকাতা, 24 অগস্ট: আগামীকাল অর্থাৎ, রবিবাসরীয় দুপুরে কলকাতা লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে পরস্পরের বিরুদ্ধে নয়, দুই প্রধান ভিন্ন স্টেডিয়ামে খেলবে তাদের বাতিল হওয়া ম্যাচ। শনিবার বিকেলে নিজেদের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে বৃষ্টির কারণে ইস্টবেঙ্গলের বাতিল হওয়া ম্যাচটি আগামীকাল দুপুর 1 টায় লাল-হলুদ নিজেদের মাঠেই খেলবে ৷
নির্ধারিত সময় শনিবার বিকেল তিনটের সময় ম্যাচ হওয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে বল গড়ানো সম্ভব হয়নি। 40 মিনিট অপেক্ষার পর ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন অফিসিয়ালরা। তবে আইএফএ কালবিলম্ব না-করে রবিবারই বাতিল ম্যাচ পুনরায় আয়োজনের ঘোষণা করেছে।
🚨 𝗖𝗙𝗟 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 🚨 pic.twitter.com/Mx3EurJ6fA
— East Bengal FC (@eastbengal_fc) August 24, 2024
কলকাতা লিগে শেষ কবে একইদিনে ভিন্ন মাঠে দুই প্রধান তাদের লিগ ম্যাচ খেলেছে, তা মনে করতে পারছেন না অনুরাগীরা। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য কারণে প্রায়ই সূচি বদলাতে হচ্ছ আইএফএ'কে। দুই প্রধানকে একইদিনে দু'ঘণ্টার ব্যবধানে লিগের ম্য়াচ খেলতে নামা কাকতলীয় হলেও অভিনব।
এদিকে ডুরান্ডের ব্যর্থতা ভুলে ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়েছে শুক্রেই। কোচ কার্লেস কুয়াদ্রাত মুখ না-খুললেও তিনি যে বিরক্ত তা পরিষ্কার। রক্ষণের ভুলত্রুটি শোধরাতে না-পারলে বিপদ যে বাড়বে, ভালোই বুঝছেন । যদিও শুক্রবার লাল-হলুদ অনুশীলনে প্রথমবার নেমেছেন হেক্টর ইউস্তে। এরইমধ্যে জাতীয় দলের জন্য ডাক পেয়ে শিবির ছেড়েছেন জর্ডনের স্টপার হিজাজি মাহের। প্রাথমিক স্কোয়াড থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত দলে জায়গা করে নিলে হিজাজির ফিরতে ফিরতে আইএসএলের চলে আসবে। তাই সুপার লিগের আগে রক্ষণের ফাঁকফোকর বুজিয়ে তোলা নিঃসন্দেহে চ্য়ালেঞ্জের কুয়াদ্রাতের কাছে।