কলকাতা, 23 অক্টোবর: সচিন-সৌরভ থেকে শুরু করে হাল আমলের বিরাট-রোহিত ৷ এঁরা প্রত্যেকেই ভারতীয় যুব সমাজের আইডল ৷ তাঁদের দেখে গোটা দেশের খুদে থেকে কিশোর-যুবকরা মাঠমুখী হচ্ছে ৷ হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট-বল ৷ প্রত্যেকের চোখেই জাতীয় দলে খেলার স্বপ্ন ৷ সেটা হবে নাই বা কেন ! জাতীয় দলের ক্রিকেটারদের উপার্জন তাক লাগিয়ে দেখার মতো ৷ এভাবেই ক্রিকেট ম্যানিয়ায় ভুগছে গোটা দেশ ৷ এমনকি দিনের পর দিন সম্পত্তি বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৷
এই মুহূর্তে বিসিসিআই-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 19 হাজার কোটি টাকা ৷ সম্পত্তি খুব একটা কম নয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলেরও ৷ কিন্তু, প্রদীপের নীচেই থাকে অন্ধকার ৷ রাজ্যে ক্রিকেটের ক্ষেত্রে সেই অন্ধকার পশ্চিমবঙ্গ দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ, বিশেষভাবে সক্ষমদের ক্রিকেটের রাজ্য নিয়ামক সংস্থা ৷
যেখানে বিরাট-রোহিত, এমনকি প্রাদেশিক ক্রিকেটাররাও বিমান ছাড়া কোনও প্রতিযোগিতায় খেলতে যাওয়ার কথা ভাবতে পারেন না, সেখানে এক আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় কলকাতা থেকে ট্রেনের স্লিপার ক্লাসে পুণে গিয়েছেন দিব্যাঙ্গ ক্রিকেটাররা ৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের বাজেট ছিল মাত্র 50 হাজার টাকা ৷ সেই টাকাও তাঁরা এখনও জোটাতে পারেননি ৷ ক্রিকেটাররা নিজেরা চাঁদা দিয়ে পুণে গিয়েছেন রাজ্যের মুখ উজ্জ্বল করতে ৷
পশ্চিমবঙ্গ দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তথা ক্রিকেটার অভিজিৎ বিশ্বাস বুধবার পুণে থেকে ফোনে ইটিভি ভারতকে বলেন, "প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমরা 50 হাজার টাকা বাজেট ধরেছিলাম ৷ সেই টাকা সম্পূর্ণ জোগাড় করতে পারিনি ৷ কিছু শুভানুধ্যায়ী আমাদের সাহায্য করেছেন ৷ বাকি টাকা আমরা নিজেরাই চাঁদা দিয়ে সংগ্রহ করেছি ৷ তবে আশা করি, আরও অনেক মানুষ আমাদের সাহায্য করবেন ৷ আমরা ট্রেনের স্লিপার ক্লাসে গতকাল পুণে এসে পৌঁছেছি ৷ ট্রেন 12 ঘণ্টা লেট ছিল ৷ খুব ঝক্কির সফর হয়েছে ৷"
এই পরিস্থিতে আজ মাঠে নামছেন বাংলা দিব্যাঙ্গ ক্রিকেটাররা ৷ অভিজিৎ বিশ্বাস বলেন, "বিকেলেই আমাদের প্রথম খেলা ৷ আমাদের গ্রুপে হরিয়ানা আর মহারাষ্ট্র রয়েছে ৷ অর্থাৎ লিগে আমাদের দু’টো ম্যাচ খেলতে হবে ৷ আগামিকালই প্রতিযোগিতা শেষ হবে ৷ তবে, প্রায় 50 ঘণ্টার ট্রেন জার্নি শেষে কয়েক ঘণ্টার মধ্যে ম্যাচ খেলতে একটু অসুবিধে হবে ৷ ফেরার সময় আমাদের আরও সমস্যা হবে ৷ 25 অক্টোবর এখান থেকে রওনা দেব ৷ পুজোর জন্য কিছু সমস্যা থাকায়, চারদিন পর কলকাতা পৌঁছাব ৷ পুণে থেকে সেকেন্দ্রাবাদ, সেখান থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতা যেতে হবে ৷ এর জন্যই আমাদের খরচটা একটু বেশি হচ্ছে ৷"
স্পনসরশিপ নিয়ে অভিজিৎ বলেন, "আমাদের তেমন স্পনসর নেই ৷ শুভানুধ্যায়ীদের দানের অর্থে আমরা খেলি ৷ আমরা খেলে কোনও পয়সাও পাই না ৷ 30 বছর ধরে এভাবেই লড়াই করে যাচ্ছি ৷ তবে আশা আছে, এই লড়াই একদিন ফল দেবে ৷ অনেক বড় মানুষ রয়েছেন, কর্পোরেট সংস্থা রয়েছে ৷ একদিন না একদিন, কেউ নিশ্চয়ই মুখ তুলে চাইবে ৷ আমাদের খেলোয়াড়দের জন্য কিছু ভাববে ৷ অনেক বছর ধরে বিসিসিআই-কে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে আসছি ৷ প্রয়োজনীয় নথিপত্রও দেওয়া হয়েছে ৷"
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই ৷ তারপরেও দিব্যাঙ্গ ক্রিকেটের জন্য কোনও সাহায্য বোর্ড করে না বলে অভিযোগ ৷ তবে, 2019 সালের পর পরিস্থিতি কিছুটা বদলেছে বলে জানান তিনি ৷ তাঁর কথায়, "আগে তো কিছুই পাওয়া যেত না ৷ তবে, 2019 সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়ার পর, প্রত্যেক খেলোয়াড়কে কিছু আর্থিক পুরস্কার দিয়েছিল ৷ এখন আমরা মাঠ কিংবা পরিকাঠামোগত কিছু সাপোর্ট পাচ্ছি ৷ সিএবিও আমাদের এসব সাপোর্ট করছে ৷ কিন্তু, আর্থিক সহায়তা পাচ্ছি না ৷ এর জন্যই দিব্যাঙ্গ ক্রিকেটাররা খেলায় উৎসাহ হারাচ্ছে ৷"
প্রশ্নটা এখানেই, একদিকে সরকার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও দিব্যাঙ্গদের আশ্বাস দিচ্ছে ৷ তাঁরাও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে ৷ তাঁরাও মেসি-রোনাল্ডোর মতো ফুটবলে শট মারতে পারেন ৷ বিরাট-রোহিত-বুমরার মতো ক্রিকেট মাঠ কাঁপাতে পারেন ৷ কিন্তু কীভাবে ? সেই উত্তরটাই জানা নেই দিব্যাঙ্গ ক্রিকেটারদের ৷