কলকাতা, 21 এপ্রিল: ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকা সমান্তরালভাবে পালন করে চলা ব্যক্তিত্বের নাম নাম দীনেশ কার্তিক । তাঁর চোখে এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন । দেশের জার্সিতে দেড় বছর আগে অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তারপর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে । তবে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছে । চলতি আইপিএলের পরই ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে বসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর । সেখানেই খেলতে চান দীনেশ কার্তিক ৷
ইডেন গার্ডেন্স এক সময় আইপিএলে তাঁর ঘরের মাঠ ছিল । দুই মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন । রবিবার ফের নামবেন সেই ইডেনে । তবে কেকেআর এখন প্রতিপক্ষ । তার আগে অনেক প্রশ্নের ভিড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রশ্নে উঠতেই তিনি বলছেন, "আমি কঠোর পরিশ্রম করছি । তার সুফলও পাচ্ছি । মাঠে নেমে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছি বলে ভালো লাগছে । খুব উপভোগ করছি ক্রিকেট । আরসিবি'র হয়ে ফিনিশারের কাজও করছি ।"
যদিও ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি যে তাঁর একার ইচ্ছায় হবে না তা তিনি বিলক্ষণ জানেন । তাই দীনেশ কার্তিক বল ঠেললেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরের কোর্টে । আত্মবিশ্বাসী কার্তিকের কথায়, "তিনজন ভীষণ সৎ আর ভালো মানুষ দল গঠনের দায়িত্বে রয়েছেন । কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগরকর যা সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নেব । ওদের সব সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি । আমি শুধু বলতে পারি, আমি একশো শতাংশ তৈরি । বিশ্বকাপের বিমানে ওঠার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত ৷"
চলতি আইপিএলে 7 ম্যাচে 226 রান করেছেন ডিকে । 205.45 স্ট্রাইক রেট রেখে রান করেছেন তিনি । দুটি হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে । সঙ্গে উদ্ভাবনী শট মারার সহজাত দক্ষতা তো আছেই । বয়স যত বাড়ছে দীনেশ কার্তিক যেন আরও পরিশালিত হয়েছেন । আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচনে ডিকে'র লড়াই চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের সঙ্গে । মাঠে ফিরে ইতিমধ্যেই ঝলক দেখাচ্ছেন পন্থ । টিম ম্যানেজমেন্টের তাঁকে নিয়ে আলাদা আবেগও রয়েছে । তিনি ম্যাচ উইনার । কিন্তু আবেগ দিয়ে তো আর ক্রিকেট হয় না!
তবে যদি অভিজ্ঞ কারও খোঁজ করা হয়, এমন কেউ, যিনি চলতি আইপিএলে স্ট্রাইক রেটের বিচারে প্রতিদ্বন্দ্বী সকলকে পিছনে ফেলে দিয়েছেন তাহলে দীনেশ কার্তিকের নাম আলোচনায় উঠতে বাধ্য । সেই আশাতেই হয়তো দিন গুনছেন দীনেশ কার্তিক । ডিকে-র মোবাইল ফোনে নির্বাচকদের নম্বর ভেসে উঠবে কি না, তার উত্তর দেবে সময় ।
আরও পড়ুন: