ETV Bharat / sports

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা কার্তিকের - Dinesh Karthik Announces Retirement

Dinesh Karthik Announces Retirement: জল্পনা ছিলই, শনিবার সন্ধ্যায় তাতে সিলমোহর দিলেন দীনেশ কার্তিক ৷ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরুর বারো ঘণ্টা আগে অবসর ঘোষণা করলেন ডিকে ৷ জানিয়ে দিলেন, সবরকম ক্রিকেট থেকেই তিনি সরে দাঁড়াচ্ছেন ৷

ETV BHARAT
অবসরে দীনেশ কার্তিক ৷ (ছবি- দীনেশ কার্তিক এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 8:24 PM IST

মুম্বই, 01 জুন: আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে জানিয়েছিলেন, টি-20 বিশ্বকাপের দলে সুযোগের আশা রাখছেন ৷ তা যখন পূরণ হয়নি, তা হলে আর কেন ! পাকাপাকিভাবে তাই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক ৷ শনিবার সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন ডিকে ৷ সেখানে তিনি লেখেন, "এটা অফিসিয়াল, ধন্যবাদ, ডিকে ৷" বিবৃতির সঙ্গে সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ারের মধুর স্মৃতির কোলাজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

সোশাল মিডিয়ায় ডিকে লেখেন, "গত কয়েকদিনে যে স্নেহ, ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত ৷ গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ সকল অনুরাগীদের, যাঁরা এই অনুভূতিটা সম্ভব করেছেন ৷ এই মুহূর্তে মাথায় অনেক চিন্তাভাবনা আসছে, আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি এবং সেই ঙ্গে আমার ক্রিকেটীয় জীবনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই ৷ যেখানে আমার জন্য ভবিষ্যতে অনেক দায়িত্ব ও কর্তব্য অপেক্ষা করে রয়েছে ৷"

দীর্ঘ এই পোস্টে কার্তিক তাঁর এই লম্বা কেরিয়ারের সঙ্গে জড়িত সম্ভাব্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লেখেন, "আমি আমার সকল কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফেদের ধন্যবাদ জানাতে চাই ৷ যাঁরা এই দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক ও সুখের করে তুলেছেন ৷ কোটি কোটি ভারতীয় যাঁরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তাঁদের মধ্যে থেকে আমি ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি ৷ এর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি ৷" দীনেশ তাঁর বন্ধু এবং অনুরাগীদেরও ধন্যবাদ জানান ৷

ডিকে লিখেছেন, "আমার বাবা-মা, এতগুলো বছর ধরে, শক্তি, সমর্থন ও স্তম্ভের মতো পাশে থেকেছেন ৷ তাঁদের আশীর্বাদ ছাড়া আজকের আমি হতে পারতাম না ৷ আমি দীপিকার কাছেও প্রচুর ঋণী ৷ নিজে একজন পেশাদার ক্রীড়াবিদ ও ৷ প্রায়শই আমার সঙ্গে, আমার যাত্রাপথের সঙ্গী হওয়ার জন্য, নিজের কেরিয়ারে আত্মত্যাগ করেছে ৷ সকল অনুরাগী ও ফলোয়ারদের ধন্যবাদ ! আপনাদের সমর্থন না-পেলে আমি এই সাফল্য কখনই পেতাম না ৷ ক্রিকেট এবং ক্রিকেটাররা আপনাদের ছাড়া কিছুই নয় !"

মুম্বই, 01 জুন: আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে জানিয়েছিলেন, টি-20 বিশ্বকাপের দলে সুযোগের আশা রাখছেন ৷ তা যখন পূরণ হয়নি, তা হলে আর কেন ! পাকাপাকিভাবে তাই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক ৷ শনিবার সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন ডিকে ৷ সেখানে তিনি লেখেন, "এটা অফিসিয়াল, ধন্যবাদ, ডিকে ৷" বিবৃতির সঙ্গে সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ারের মধুর স্মৃতির কোলাজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

সোশাল মিডিয়ায় ডিকে লেখেন, "গত কয়েকদিনে যে স্নেহ, ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত ৷ গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ সকল অনুরাগীদের, যাঁরা এই অনুভূতিটা সম্ভব করেছেন ৷ এই মুহূর্তে মাথায় অনেক চিন্তাভাবনা আসছে, আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি এবং সেই ঙ্গে আমার ক্রিকেটীয় জীবনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই ৷ যেখানে আমার জন্য ভবিষ্যতে অনেক দায়িত্ব ও কর্তব্য অপেক্ষা করে রয়েছে ৷"

দীর্ঘ এই পোস্টে কার্তিক তাঁর এই লম্বা কেরিয়ারের সঙ্গে জড়িত সম্ভাব্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লেখেন, "আমি আমার সকল কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফেদের ধন্যবাদ জানাতে চাই ৷ যাঁরা এই দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক ও সুখের করে তুলেছেন ৷ কোটি কোটি ভারতীয় যাঁরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তাঁদের মধ্যে থেকে আমি ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি ৷ এর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি ৷" দীনেশ তাঁর বন্ধু এবং অনুরাগীদেরও ধন্যবাদ জানান ৷

ডিকে লিখেছেন, "আমার বাবা-মা, এতগুলো বছর ধরে, শক্তি, সমর্থন ও স্তম্ভের মতো পাশে থেকেছেন ৷ তাঁদের আশীর্বাদ ছাড়া আজকের আমি হতে পারতাম না ৷ আমি দীপিকার কাছেও প্রচুর ঋণী ৷ নিজে একজন পেশাদার ক্রীড়াবিদ ও ৷ প্রায়শই আমার সঙ্গে, আমার যাত্রাপথের সঙ্গী হওয়ার জন্য, নিজের কেরিয়ারে আত্মত্যাগ করেছে ৷ সকল অনুরাগী ও ফলোয়ারদের ধন্যবাদ ! আপনাদের সমর্থন না-পেলে আমি এই সাফল্য কখনই পেতাম না ৷ ক্রিকেট এবং ক্রিকেটাররা আপনাদের ছাড়া কিছুই নয় !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.