ETV Bharat / sports

বোলারদের দাপটে 'সৌরভ' ছড়াল দিল্লি, ঋষভদের কাছে গোহারা গুজরাত - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: 90 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 8.5 ওভারেই জয়ের রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 10:24 PM IST

Updated : Apr 17, 2024, 10:44 PM IST

মোতেরা, 17 এপ্রিল: মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন মুকেশ কুমার, ইশান্ত শর্মারা ৷ আপাত নিরীহ লক্ষ্য তাড়া করতে নেমে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের কাছে ৷ যদিও 90 রানের সেই লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট খুইয়ে বসল ঋষভ পন্তের দল ৷ ফলে 2 পয়েন্ট ঘরে এলেও দলের টপ অর্ডারকে নিয়ে আলাদা ক্লাসে বসতে হবে রিকি পন্টিং থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ৷

ম্যাচের শুরুতে দুরন্ত বল করেছেন বঙ্গতনয় মুকেশ কুমার ও ইশান্ত শর্মা ৷ দাপট দেখিয়েছিলেন খলিল আহমেদ, অক্ষর পটেলও ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমার্ধের যাবতীয় জৌলুশ কেড়ে নিয়েছিলেন দিল্লির স্টাম্পার-ব্যাটার ট্রিস্টান স্টাবস ৷ দস্তানা হাতে নয়, বল হাতে দাপট দেখিয়েছিলেন প্রোটিয়া খেলোয়াড় ৷ ফলে 89 রানেই গুটিয়ে গিয়েছিল ‘শুভমন অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক ৷ 2টি চার ও 2টি ছয় মারা ম্যাকগার্কের ব্যাটিং দেখে মনে হচ্ছিল একা হাতেই ম্যাচ শেষ করে ফিরবেন অজি ব্যাটার ৷ যদিও 10 বলে 20 রানের ছোট্ট ইনিংস খেলেই ক্রিজ ছাড়েন জ্যাক ৷ অন্যদিকে, এখনও হারানো ফর্ম হাতরে বেড়াচ্ছেন পৃথ্বী ৷ 6 বলে 7 করে ডাগ-আউটে ফিরলেন ‘সচিনের উত্তরসূরি’ ৷ লক্ষ্যে পৌঁছনোর আগেই আউট হয়ে যান অভিষেক পোড়েল (7 বলে 15) ও সাই হোপ (10 বলে 19) ৷ শেষ পর্যন্ত সুমিত কুমারকে (9 বলে 9) সঙ্গী করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক ঋষভ পন্ত (11 বলে 16) ৷

আরও পড়ুন:

  1. বল হাতে দুরন্ত দিল্লির ‘কিপার’, মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  2. হায়দরাবাদ ম্যাচ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল ?
  3. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক

মোতেরা, 17 এপ্রিল: মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন মুকেশ কুমার, ইশান্ত শর্মারা ৷ আপাত নিরীহ লক্ষ্য তাড়া করতে নেমে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের কাছে ৷ যদিও 90 রানের সেই লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট খুইয়ে বসল ঋষভ পন্তের দল ৷ ফলে 2 পয়েন্ট ঘরে এলেও দলের টপ অর্ডারকে নিয়ে আলাদা ক্লাসে বসতে হবে রিকি পন্টিং থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ৷

ম্যাচের শুরুতে দুরন্ত বল করেছেন বঙ্গতনয় মুকেশ কুমার ও ইশান্ত শর্মা ৷ দাপট দেখিয়েছিলেন খলিল আহমেদ, অক্ষর পটেলও ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমার্ধের যাবতীয় জৌলুশ কেড়ে নিয়েছিলেন দিল্লির স্টাম্পার-ব্যাটার ট্রিস্টান স্টাবস ৷ দস্তানা হাতে নয়, বল হাতে দাপট দেখিয়েছিলেন প্রোটিয়া খেলোয়াড় ৷ ফলে 89 রানেই গুটিয়ে গিয়েছিল ‘শুভমন অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক ৷ 2টি চার ও 2টি ছয় মারা ম্যাকগার্কের ব্যাটিং দেখে মনে হচ্ছিল একা হাতেই ম্যাচ শেষ করে ফিরবেন অজি ব্যাটার ৷ যদিও 10 বলে 20 রানের ছোট্ট ইনিংস খেলেই ক্রিজ ছাড়েন জ্যাক ৷ অন্যদিকে, এখনও হারানো ফর্ম হাতরে বেড়াচ্ছেন পৃথ্বী ৷ 6 বলে 7 করে ডাগ-আউটে ফিরলেন ‘সচিনের উত্তরসূরি’ ৷ লক্ষ্যে পৌঁছনোর আগেই আউট হয়ে যান অভিষেক পোড়েল (7 বলে 15) ও সাই হোপ (10 বলে 19) ৷ শেষ পর্যন্ত সুমিত কুমারকে (9 বলে 9) সঙ্গী করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক ঋষভ পন্ত (11 বলে 16) ৷

আরও পড়ুন:

  1. বল হাতে দুরন্ত দিল্লির ‘কিপার’, মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  2. হায়দরাবাদ ম্যাচ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল ?
  3. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক
Last Updated : Apr 17, 2024, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.