ETV Bharat / sports

বাণে পদক গাঁথার লক্ষ্যে শেষ আটে দীপিকা, ছিটকে গেলেন ভজন - PARIS OLYMPICS 2024

DEEPIKA KUMARI INTO THE QF: প্যারিস অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টারে প্রবেশ করলেন দীপিকা কুমারী ৷ জার্মানির প্রতিদ্বন্দ্বীকে 6-4 ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলেন 'সুপার মম' ৷ যদিও ছিটকে গেলেন ভজন কৌর ৷

DEEPIKA KUMARI
কোয়ার্টারে দীপিকা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 3:16 PM IST

প্য়ারিস, 3 অগস্ট: দলগত ইভেন্টে নিরাশ করলেও অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে জয়ের ধারা অব্যাহত দীপিকা কুমারীর ৷ গত বুধবার 1/32 এবং 1/16 এলিমিনেশন রাউন্ডে জয় ছিনিয়ে প্রি-কোয়র্টারের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন তিনি ৷ আর শনিবার দিনের প্রথম লড়াইয়ে জার্মানির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন 'সুপার-মম' দীপিকা ৷ যদিও কোয়ার্টারের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন আরেক মহিলা তিরন্দাজ ভজন কৌর ৷

এদিন 1/8 এলিমিনেশনে জার্মানির মাইকেল ক্রপেনকে দীপিকা হারালেন 6-4 ব্যবধানে ৷ এদিন প্রি-কোয়ার্টারে প্রথম সেট জিতেই শুরু করেন ভারতীয় তিরন্দাজ ৷ প্রথম শটে 6 পয়েন্ট স্কোর করে পিছিয়ে পড়েন জার্মান তিরন্দাজ ৷ সেই ভুলের ফায়দা নিয়ে 27-24 ব্যবধানে প্রথম সেট জিতে নেন দীপিকা ৷ দ্বিতীয় সেট ড্র হয় 27-27 পয়েন্টে ৷ এরপর তৃতীয় সেটে 26 পয়েন্ট স্কোর করেও প্রতিদ্বন্দ্বীর খারাপ পারফরম্যান্সের জেরে 5-1 ব্যবধানে এগিয়ে যান তিরন্দাজি বিশ্বকাপে চারবারের সোনাজয়ী ৷

যদিও পঞ্চম সেট হেরে বসেন দীপিকা ৷ 29-27 ব্যবধানে পঞ্চম সেট জিতে ক্রপেন শেষ চেষ্টা করলেও পঞ্চম সেট ড্র হওয়ায় 6-4 ব্যবধানে জিতে কোয়ার্টারের টিকিট পেয়ে যান ভারতীয় তিরন্দাজ ৷ শেষ আটের লড়াইয়ে আজই নামবেন তিনি ৷ মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের পদক জয়ের ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে আজই ৷

তবে দীপিকা জিতলেও 1/8 এলিমিনেশনে থেমে গেল দেশের আরেক তিরন্দাজ ভজন কৌরের লড়াই ৷ ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে শুট অফে হেরে গেলেন তিনি ৷ দু'বার পিছিয়ে পড়েও এদিন সমতা ফিরিয়ে এনেছিলেন ভজন ৷ কিন্তু শুট-অফে 9-8 ব্যবধানে হেরে যান ভারতীয় তিরন্দাজ ৷ ফলত তিরন্দাজিতে আপাতত দীপিকাতেই বেঁচে ভারতের পদকের আশা ৷

প্য়ারিস, 3 অগস্ট: দলগত ইভেন্টে নিরাশ করলেও অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে জয়ের ধারা অব্যাহত দীপিকা কুমারীর ৷ গত বুধবার 1/32 এবং 1/16 এলিমিনেশন রাউন্ডে জয় ছিনিয়ে প্রি-কোয়র্টারের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন তিনি ৷ আর শনিবার দিনের প্রথম লড়াইয়ে জার্মানির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন 'সুপার-মম' দীপিকা ৷ যদিও কোয়ার্টারের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন আরেক মহিলা তিরন্দাজ ভজন কৌর ৷

এদিন 1/8 এলিমিনেশনে জার্মানির মাইকেল ক্রপেনকে দীপিকা হারালেন 6-4 ব্যবধানে ৷ এদিন প্রি-কোয়ার্টারে প্রথম সেট জিতেই শুরু করেন ভারতীয় তিরন্দাজ ৷ প্রথম শটে 6 পয়েন্ট স্কোর করে পিছিয়ে পড়েন জার্মান তিরন্দাজ ৷ সেই ভুলের ফায়দা নিয়ে 27-24 ব্যবধানে প্রথম সেট জিতে নেন দীপিকা ৷ দ্বিতীয় সেট ড্র হয় 27-27 পয়েন্টে ৷ এরপর তৃতীয় সেটে 26 পয়েন্ট স্কোর করেও প্রতিদ্বন্দ্বীর খারাপ পারফরম্যান্সের জেরে 5-1 ব্যবধানে এগিয়ে যান তিরন্দাজি বিশ্বকাপে চারবারের সোনাজয়ী ৷

যদিও পঞ্চম সেট হেরে বসেন দীপিকা ৷ 29-27 ব্যবধানে পঞ্চম সেট জিতে ক্রপেন শেষ চেষ্টা করলেও পঞ্চম সেট ড্র হওয়ায় 6-4 ব্যবধানে জিতে কোয়ার্টারের টিকিট পেয়ে যান ভারতীয় তিরন্দাজ ৷ শেষ আটের লড়াইয়ে আজই নামবেন তিনি ৷ মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের পদক জয়ের ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে আজই ৷

তবে দীপিকা জিতলেও 1/8 এলিমিনেশনে থেমে গেল দেশের আরেক তিরন্দাজ ভজন কৌরের লড়াই ৷ ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে শুট অফে হেরে গেলেন তিনি ৷ দু'বার পিছিয়ে পড়েও এদিন সমতা ফিরিয়ে এনেছিলেন ভজন ৷ কিন্তু শুট-অফে 9-8 ব্যবধানে হেরে যান ভারতীয় তিরন্দাজ ৷ ফলত তিরন্দাজিতে আপাতত দীপিকাতেই বেঁচে ভারতের পদকের আশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.