ETV Bharat / sports

সপ্তদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে 'বিরাট' মাত ধোনির - IPL 2024 - IPL 2024

IPL 2024: সপ্তদশ আইপিএলের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন টুর্নামেন্টের সফলতম দল চেন্নাই সুপার কিংস ৷ নেতৃত্ব ছাড়লেও উইকেটের পিছনে দাঁড়িয়ে বকলমে দল পরিচালনা করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ অনেকদিন পর বাইশ গজে ফিরে প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও বড় রান পেলেন না বিরাট কোহলি ৷

IPL 2024
MS vs VK
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 9:15 AM IST

Updated : Mar 23, 2024, 10:07 AM IST

চেন্নাই, 23 মার্চ: দু'জনেই নেতৃত্বের ব্যাটন কাঁধ থেকে ছেড়ে ফেলেছেন ৷ দুই মহারথীই এখনও কেরিয়ারের অন্তিমলগ্নে ৷ তবুও আইপিএল নামক 'বিলিয়ন ডলার বেবি' টুর্নামেন্টে উজ্বল উপস্থিতি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ৷ 'ক্যাপ্টেন কুল' ও 'ক্যাপ্টেন অ্যাগ্রেসিভ' খাতায়কলমে দলকে নেতৃত্ব না-দিলেও মাঠে বকলমে দু'জনেই ছিলেন নেতা ৷ চিপকে প্রথম ম্যাচে বিরাটকে পিছনে ফেলে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ধোনি ৷

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে সপ্তদশ আইপিএলের স্বপ্নের শুরু করল চেন্নাই সুপার কিংস ৷ ব্যাট হাতে বিরাটের শুরুটা মন্দ না-হলেও ম্যাচের শেষে হাসিমুখে মাঠ ছাড়েন ধোনি ৷ বাইজ গজে লড়াইয়ের পর মাঠেই দুই মহারথীর আলিঙ্গনের সাক্ষী থাকলেন চিপকের দর্শক ৷

173 রান তাড়া করতে নেমে 18.4 ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সুপার কিংস ৷ রাচিন রবীন্দ্র ও রবীন্দ্র জাদেদার ঝোড়ো ব্যাটিং সহজ জয় এনে দেয় ইয়ালো বিগ্রেডকে ৷ আইপিএলের অভিযেকই নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ব্যাটার রাচিন ৷ মাত্র 15 বলে তিন ছক্কা ও তিন বাউন্ডারি সহযোগে 37 রানের ঝকঝকে ইনিংস খেলেন সুপার কিংসের এই নবাগত ৷ তাঁকে সঙ্গে দেন অজিঙ্ক রাহানে, শিভম দুবে ও জাদেজা ৷ রাহানে 19 বলে 27, দুবে 28 বলে 34 এবং জাদেজার 17 বলে 25 রানের অপরাজিত ইনিংস সহজেই সুপার কিংসকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ৷

এর আগে টস জিতে প্রথম ব্যাটিং করে অনুজ রাওয়ত ও দীনেশ কার্তিকের দুরন্ত পার্টনারশিপে স্কোরবোর্ডে 173 রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ 25 বলে 48 রানের ঝকঝকে ইনিংস খেলেন তরুণ অনুজ ৷ আর 26 বলে 38 রান করে বুড়ো হাড়ে ভেলকি দেখানে কার্তিক ৷ 50 বলে 95 রানের এই পার্টনারশিপ সুপার কিংসকে লড়াকু টার্গেট দিলেও ঘরের মাঠে তা টপকাতে বেগ পেতে হয়নি সুপার কিংস ব্যাটারদের ৷ এর আগে ইনিংসটা দারুণ করেন কোহলি ও ফ্যাফ ডু'প্লেসি ৷ শুরুতে 20 বলে 21 রান করেন কোহলি আর 23 বলে 35 রান করেন আরসিবি ক্যাপ্টেন ৷ বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সুপার কিংসের মুস্তাফিজুর রহমান ৷

আরও পড়ুন:

চেন্নাই, 23 মার্চ: দু'জনেই নেতৃত্বের ব্যাটন কাঁধ থেকে ছেড়ে ফেলেছেন ৷ দুই মহারথীই এখনও কেরিয়ারের অন্তিমলগ্নে ৷ তবুও আইপিএল নামক 'বিলিয়ন ডলার বেবি' টুর্নামেন্টে উজ্বল উপস্থিতি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ৷ 'ক্যাপ্টেন কুল' ও 'ক্যাপ্টেন অ্যাগ্রেসিভ' খাতায়কলমে দলকে নেতৃত্ব না-দিলেও মাঠে বকলমে দু'জনেই ছিলেন নেতা ৷ চিপকে প্রথম ম্যাচে বিরাটকে পিছনে ফেলে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ধোনি ৷

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে সপ্তদশ আইপিএলের স্বপ্নের শুরু করল চেন্নাই সুপার কিংস ৷ ব্যাট হাতে বিরাটের শুরুটা মন্দ না-হলেও ম্যাচের শেষে হাসিমুখে মাঠ ছাড়েন ধোনি ৷ বাইজ গজে লড়াইয়ের পর মাঠেই দুই মহারথীর আলিঙ্গনের সাক্ষী থাকলেন চিপকের দর্শক ৷

173 রান তাড়া করতে নেমে 18.4 ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সুপার কিংস ৷ রাচিন রবীন্দ্র ও রবীন্দ্র জাদেদার ঝোড়ো ব্যাটিং সহজ জয় এনে দেয় ইয়ালো বিগ্রেডকে ৷ আইপিএলের অভিযেকই নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ব্যাটার রাচিন ৷ মাত্র 15 বলে তিন ছক্কা ও তিন বাউন্ডারি সহযোগে 37 রানের ঝকঝকে ইনিংস খেলেন সুপার কিংসের এই নবাগত ৷ তাঁকে সঙ্গে দেন অজিঙ্ক রাহানে, শিভম দুবে ও জাদেজা ৷ রাহানে 19 বলে 27, দুবে 28 বলে 34 এবং জাদেজার 17 বলে 25 রানের অপরাজিত ইনিংস সহজেই সুপার কিংসকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ৷

এর আগে টস জিতে প্রথম ব্যাটিং করে অনুজ রাওয়ত ও দীনেশ কার্তিকের দুরন্ত পার্টনারশিপে স্কোরবোর্ডে 173 রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ 25 বলে 48 রানের ঝকঝকে ইনিংস খেলেন তরুণ অনুজ ৷ আর 26 বলে 38 রান করে বুড়ো হাড়ে ভেলকি দেখানে কার্তিক ৷ 50 বলে 95 রানের এই পার্টনারশিপ সুপার কিংসকে লড়াকু টার্গেট দিলেও ঘরের মাঠে তা টপকাতে বেগ পেতে হয়নি সুপার কিংস ব্যাটারদের ৷ এর আগে ইনিংসটা দারুণ করেন কোহলি ও ফ্যাফ ডু'প্লেসি ৷ শুরুতে 20 বলে 21 রান করেন কোহলি আর 23 বলে 35 রান করেন আরসিবি ক্যাপ্টেন ৷ বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সুপার কিংসের মুস্তাফিজুর রহমান ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 23, 2024, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.