ETV Bharat / sports

গোল করে ম্যাচ জয়ের পাশাপাশি হৃদয়ও জিতলেন রোনাল্ডো, পোল্যান্ডকে হারাল পর্তুগাল - UEFA NATIONS LEAGUE

গোল করে পোল্য়ান্ডের বিরুদ্ধে দলকে তো জেতালেনই ৷ রবিবার নেশনস লিগের ম্য়াচে অনুরাগীদের হৃদয়ও জিতলেন সিআর সেভেন ৷ কীভাবে দেখুন ৷

CRISTIANO RONALDO PROTECTS PITCH INVADING FAN
অনুরাগীকে আগলে রেখেছেন রোনাল্ডো (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 13, 2024, 5:03 PM IST

Updated : Oct 13, 2024, 5:28 PM IST

ওয়ারশ (পোল্যান্ড), 13 অক্টোবর: তিনি নাকি বদমেজাজি ৷ তাঁর আগ্রাসন খেলোয়াড়সুলভ নয় ৷ কেরিয়ারজুড়ে বিভিন্ন সময় এমন অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ কিন্তু সেই ক্রিশ্চিয়ানোই যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের দুঃস্থদের জন্য সোনার বুট দান করেছেন ৷ পেনাল্টির সিদ্ধান্ত সঠিক না-হওয়ায় রেফারিকে সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথাও বলতে দেখা গিয়েছে সিআর সেভেন'কে ৷ সেই ক্রিশ্চিয়ানো আরও একবার শিরোনামে মানবিক কারণে ৷

রবিবার উয়েফা নেশনস লিগে পোল্য়ান্ডের মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ অ্য়াওয়ে ম্যাচে দুরন্ত ফুটবলে পোলিশদের 3-1 গোলে ধরাশায়ী করে 2016 ইউরো চ্য়াম্পিয়নরা ৷ প্রথমার্ধে দলের হয়ে একটি গোলও করেন সিআর সেভেন ৷ তবে ক্রিশ্চিয়ানোর গোল, দুরন্ত ফুটবলকে ছাপিয়েও এদিন শিরোনামে পর্তুগিজ মহাতারকার মানবিকতা ৷

এদিন ম্য়াচের মাঝেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক রোনাল্ডো ফ্য়ান ৷ আবদার পর্তুগিজ তারকার সঙ্গে ছবি তোলা ৷ মাঠে প্রবেশ করতেই নিরাপত্তারক্ষীরা ওই ফ্যানকে ধাওয়া করা শুরু করে ৷ তখন সেই নিরাপত্তারক্ষীকে থামিয়ে দেন আল নাসের ফুটবলার ৷ এরপর সংশ্লিষ্ট অনুরাগীকে কাছে টেনে প্রিয় তারকার সঙ্গে তাঁর সেলফির আবদার মেটান ৷ প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার সেই অভিব্যক্তি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

এদিন ম্য়াচের 26 মিনিটে বক্সের মধ্যে ব্রুনো ফার্নান্ডেজের হেডে নামিয়ে দেওয়া বল থেকে বাঁ-পায়ের জোরালো শটে 1-0 করেন বার্নার্দো সিলভা ৷ এরপর 36 মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে রাখেন রোনাল্ডো ৷ দ্বিতীয়ার্ধে পোল্যান্ড একটি গোল শোধ করলেও 88 মিনিটে আত্মঘাতী গোলে 3-1 গোলে জয়লাভ করে পর্তুগাল ৷ এই নিয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্য়াচই জিতল রোনাল্ডোর দেশ ৷

ওয়ারশ (পোল্যান্ড), 13 অক্টোবর: তিনি নাকি বদমেজাজি ৷ তাঁর আগ্রাসন খেলোয়াড়সুলভ নয় ৷ কেরিয়ারজুড়ে বিভিন্ন সময় এমন অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ কিন্তু সেই ক্রিশ্চিয়ানোই যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের দুঃস্থদের জন্য সোনার বুট দান করেছেন ৷ পেনাল্টির সিদ্ধান্ত সঠিক না-হওয়ায় রেফারিকে সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথাও বলতে দেখা গিয়েছে সিআর সেভেন'কে ৷ সেই ক্রিশ্চিয়ানো আরও একবার শিরোনামে মানবিক কারণে ৷

রবিবার উয়েফা নেশনস লিগে পোল্য়ান্ডের মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ অ্য়াওয়ে ম্যাচে দুরন্ত ফুটবলে পোলিশদের 3-1 গোলে ধরাশায়ী করে 2016 ইউরো চ্য়াম্পিয়নরা ৷ প্রথমার্ধে দলের হয়ে একটি গোলও করেন সিআর সেভেন ৷ তবে ক্রিশ্চিয়ানোর গোল, দুরন্ত ফুটবলকে ছাপিয়েও এদিন শিরোনামে পর্তুগিজ মহাতারকার মানবিকতা ৷

এদিন ম্য়াচের মাঝেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক রোনাল্ডো ফ্য়ান ৷ আবদার পর্তুগিজ তারকার সঙ্গে ছবি তোলা ৷ মাঠে প্রবেশ করতেই নিরাপত্তারক্ষীরা ওই ফ্যানকে ধাওয়া করা শুরু করে ৷ তখন সেই নিরাপত্তারক্ষীকে থামিয়ে দেন আল নাসের ফুটবলার ৷ এরপর সংশ্লিষ্ট অনুরাগীকে কাছে টেনে প্রিয় তারকার সঙ্গে তাঁর সেলফির আবদার মেটান ৷ প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার সেই অভিব্যক্তি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

এদিন ম্য়াচের 26 মিনিটে বক্সের মধ্যে ব্রুনো ফার্নান্ডেজের হেডে নামিয়ে দেওয়া বল থেকে বাঁ-পায়ের জোরালো শটে 1-0 করেন বার্নার্দো সিলভা ৷ এরপর 36 মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে রাখেন রোনাল্ডো ৷ দ্বিতীয়ার্ধে পোল্যান্ড একটি গোল শোধ করলেও 88 মিনিটে আত্মঘাতী গোলে 3-1 গোলে জয়লাভ করে পর্তুগাল ৷ এই নিয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্য়াচই জিতল রোনাল্ডোর দেশ ৷

Last Updated : Oct 13, 2024, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.