ETV Bharat / sports

জিতলেই নিশ্চিৎ শেষ ষোলোর টিকিট, তুরস্ক ‘বধে’ পর্তুগালের ভরসা সেই রোনাল্ডো - EURO Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 3:25 PM IST

Updated : Jun 22, 2024, 4:20 PM IST

Portugal to Face Turkiye in EURO 2024: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো । নিজের ছ’নম্বর উয়েফা ইউরো টুর্নামেন্টে নামা ‘সিআরসেভেন’ই পর্তুগালের ভরসা ৷

Etv Bharat
পর্তুগালের ভরসা সেই রোনাল্ডো (ইটিভি ভারত)

ডর্টমুন্ড, 22 জুন: ষষ্ঠ ইউরো খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম ম্যাচের পরিসংখ্যান খানিকটা এইরকম ৷ 32টি টাচ, গোল লক্ষ্য করে 5টি শট, 22টি পাস (যার 100 শতাংশ সঠিক), দু’টি পাস থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল ৷ ফলে তুরস্কের বিরুদ্ধেও নজরে থাকবেন ‘নিষ্প্রভ’ সিআরসেভেন ৷

2016 সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জিতিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৷ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের জার্সিতে 209টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৷ তিনি মাঠে থাকলেই অতিরিক্ত অক্সিজেন পেয়ে যায় লুই ফিগো, ইউসোবিওর দেশ ৷ এবার দেশকে চ্যাম্পিয়ন করতে পারলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকের ক্যাসিয়াসের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে দু’টি ইউরো জেতার বিরল কৃতিত্ব আসবে রোনাল্ডোর ঝুলিতে ৷

প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জিতেছে পর্তুগাল ৷ যদিও চেক রিপাবলিকের বিরুদ্ধে কষ্টার্জিত ম্যাচ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ অন্যদিকে জর্জিয়াকে দাপট দেখিয়ে হারিয়েছে তুরস্ক ৷ এই মুহূর্তে গ্রুপ এফ-এ দুই দলই তিন পয়েন্ট সংগ্রহে রাখলেও গোলপার্থক্যে এগিয়ে তুরস্ক ৷ ফলে এদিন যারা জিতবে, তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ যথেষ্ট শক্তিশালী টিম নিয়ে ইউরোতে নেমেছে ‘বিজ়িম কোকুলার’ ৷ ফলে পর্তুগালের কাজটা অত্যন্ত কঠিন ৷

আরেক ম্যাচে এদিন মাঠে নামছে বেলজিয়াম ৷ প্রথম ম্যাচে হেরে লিগ টেবিলের তলানিতে রয়েছে রোমেলু লুকাকু, থিবো কুর্তোয়ারা ৷ এক নম্বরে রয়েছে রোমানিয়া ৷ ফলে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকতে হলে বেলজিয়ামকে এই ম্যাচে জিততেই হবে ৷ রোমানিয়া জিতলে তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ ছিটকে যাবে বেলজিয়াম ৷

ডর্টমুন্ড, 22 জুন: ষষ্ঠ ইউরো খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম ম্যাচের পরিসংখ্যান খানিকটা এইরকম ৷ 32টি টাচ, গোল লক্ষ্য করে 5টি শট, 22টি পাস (যার 100 শতাংশ সঠিক), দু’টি পাস থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল ৷ ফলে তুরস্কের বিরুদ্ধেও নজরে থাকবেন ‘নিষ্প্রভ’ সিআরসেভেন ৷

2016 সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জিতিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৷ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের জার্সিতে 209টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৷ তিনি মাঠে থাকলেই অতিরিক্ত অক্সিজেন পেয়ে যায় লুই ফিগো, ইউসোবিওর দেশ ৷ এবার দেশকে চ্যাম্পিয়ন করতে পারলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকের ক্যাসিয়াসের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে দু’টি ইউরো জেতার বিরল কৃতিত্ব আসবে রোনাল্ডোর ঝুলিতে ৷

প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জিতেছে পর্তুগাল ৷ যদিও চেক রিপাবলিকের বিরুদ্ধে কষ্টার্জিত ম্যাচ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ অন্যদিকে জর্জিয়াকে দাপট দেখিয়ে হারিয়েছে তুরস্ক ৷ এই মুহূর্তে গ্রুপ এফ-এ দুই দলই তিন পয়েন্ট সংগ্রহে রাখলেও গোলপার্থক্যে এগিয়ে তুরস্ক ৷ ফলে এদিন যারা জিতবে, তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ যথেষ্ট শক্তিশালী টিম নিয়ে ইউরোতে নেমেছে ‘বিজ়িম কোকুলার’ ৷ ফলে পর্তুগালের কাজটা অত্যন্ত কঠিন ৷

আরেক ম্যাচে এদিন মাঠে নামছে বেলজিয়াম ৷ প্রথম ম্যাচে হেরে লিগ টেবিলের তলানিতে রয়েছে রোমেলু লুকাকু, থিবো কুর্তোয়ারা ৷ এক নম্বরে রয়েছে রোমানিয়া ৷ ফলে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকতে হলে বেলজিয়ামকে এই ম্যাচে জিততেই হবে ৷ রোমানিয়া জিতলে তারা শেষ ষোলোয় পৌঁছে যাবে ৷ ছিটকে যাবে বেলজিয়াম ৷

Last Updated : Jun 22, 2024, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.