ETV Bharat / sports

ইতিহাসে ক্রিশ্চিয়ানো ! 900 গোলের লক্ষ্য ছুঁয়ে নয়া নজির পর্তুগিজ তারকার - Ronaldo Scripts History - RONALDO SCRIPTS HISTORY

Cristiano Ronaldo: গ্রহের প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো ৷ সিআর সেভেনের চেয়ে 62 গোল পিছনে লিওনেল মেসি ৷

Cristiano Ronaldo
ইতিহাসে ক্রিশ্চিয়ানো ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 11:10 AM IST

Updated : Sep 6, 2024, 12:51 PM IST

লিসবন, 6 সেপ্টেম্বর: পরিচিত সেলিব্রেশন নয় ৷ ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দৌড়ে এলেন, নতজানু হয়ে ফুটবল ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ গ্রহের প্রথম ফুটবলার হিসেবে 900 কেরিয়ার গোলের নজির গড়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারা ৷ আপাতত তাঁর থেকে 62টি গোল পিছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিও মেসি ৷

2003 সালের পর প্রথম ব্যালন ডি'অরের দৌড়ে নেই দুই মহাতারকা ৷ 21 বছর বাদে রোনাল্ডো-মেসি’কে বাদ রেখেই বাছা হবে সেরা ফুটবলারকে ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই মহাতারকার শেষটা যেন আরও প্রকট হয়েছে এই খবরে ৷ তারমধ্যেই নজির গড়লেন সিআর সেভেন ৷ উয়েফা নেশনস লিগের ম্যাচে 34 মিনিটে গোল করে মুকুটে নয়া পালক গুজলেন 2016 সালের ইউরোজয়ী ৷

Cristiano Ronaldo
900 গোলের লক্ষ্য ছুঁয়ে নয়া নজির পর্তুগিজ তারকার (AP)

কেরিয়ারে 900 গোলের মাইলফলক ছুঁয়ে গ্রহের অন্যতম সেরা ফুটবলার বুঝিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নরা উল্কার মতো ফিরে আসেন । জাতীয় দলের হয়ে তাঁর 231 ম্যাচে গোলসংখ্যা 213 ৷ ক্লাব কেরিয়ারে এযাবৎ মোট পাঁচটি ক্লাবে খেলেছেন রোনাল্ডো । লিসবন স্পোর্টিংয়ের হয়ে যাত্রা শুরু । সেখান থেকে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে ।

ম্যান ইউ'তে স্যর আলেক্স ফার্গুসনের সংস্পর্শে এসেই ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো হয়ে ওঠা । রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন 2009 সালে । লস ব্ল্যাঙ্কোসদের হয়েই জীবনের সেরা সময়টা কাটিয়েছেন তিনি । সেখান থেকে পাড়ি জমান ইতালিতে । জুভেন্তাসের হয়ে শতাধিক গোল করলেও তাঁর সময়কালে কোনও ট্রফি আসেনি জুভের ক্যাবিনেটে । মাঝে ফের ফিরে গিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে । সেখান থেকে আল-নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো ৷ অনেকেই বলেছেন, ইউরোপ থেকে আল-নাসেরে সই করা রোনাল্ডো ফুটবলের মূল কক্ষপথ থেকেই বিচ্যুত । কিন্তু যিনি শূন্য থেকে শুরু করে পৌঁছেছেন 'সব পেয়েছির দেশে', তাঁকে উপেক্ষা করা কি এতই সহজ ? নয়া নজির গড়ে সেটাই ফের বোঝালেন সিআর সেভেন ৷

আরও পড়ুন:

লিসবন, 6 সেপ্টেম্বর: পরিচিত সেলিব্রেশন নয় ৷ ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দৌড়ে এলেন, নতজানু হয়ে ফুটবল ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ গ্রহের প্রথম ফুটবলার হিসেবে 900 কেরিয়ার গোলের নজির গড়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারা ৷ আপাতত তাঁর থেকে 62টি গোল পিছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিও মেসি ৷

2003 সালের পর প্রথম ব্যালন ডি'অরের দৌড়ে নেই দুই মহাতারকা ৷ 21 বছর বাদে রোনাল্ডো-মেসি’কে বাদ রেখেই বাছা হবে সেরা ফুটবলারকে ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই মহাতারকার শেষটা যেন আরও প্রকট হয়েছে এই খবরে ৷ তারমধ্যেই নজির গড়লেন সিআর সেভেন ৷ উয়েফা নেশনস লিগের ম্যাচে 34 মিনিটে গোল করে মুকুটে নয়া পালক গুজলেন 2016 সালের ইউরোজয়ী ৷

Cristiano Ronaldo
900 গোলের লক্ষ্য ছুঁয়ে নয়া নজির পর্তুগিজ তারকার (AP)

কেরিয়ারে 900 গোলের মাইলফলক ছুঁয়ে গ্রহের অন্যতম সেরা ফুটবলার বুঝিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নরা উল্কার মতো ফিরে আসেন । জাতীয় দলের হয়ে তাঁর 231 ম্যাচে গোলসংখ্যা 213 ৷ ক্লাব কেরিয়ারে এযাবৎ মোট পাঁচটি ক্লাবে খেলেছেন রোনাল্ডো । লিসবন স্পোর্টিংয়ের হয়ে যাত্রা শুরু । সেখান থেকে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে ।

ম্যান ইউ'তে স্যর আলেক্স ফার্গুসনের সংস্পর্শে এসেই ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো হয়ে ওঠা । রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন 2009 সালে । লস ব্ল্যাঙ্কোসদের হয়েই জীবনের সেরা সময়টা কাটিয়েছেন তিনি । সেখান থেকে পাড়ি জমান ইতালিতে । জুভেন্তাসের হয়ে শতাধিক গোল করলেও তাঁর সময়কালে কোনও ট্রফি আসেনি জুভের ক্যাবিনেটে । মাঝে ফের ফিরে গিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে । সেখান থেকে আল-নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো ৷ অনেকেই বলেছেন, ইউরোপ থেকে আল-নাসেরে সই করা রোনাল্ডো ফুটবলের মূল কক্ষপথ থেকেই বিচ্যুত । কিন্তু যিনি শূন্য থেকে শুরু করে পৌঁছেছেন 'সব পেয়েছির দেশে', তাঁকে উপেক্ষা করা কি এতই সহজ ? নয়া নজির গড়ে সেটাই ফের বোঝালেন সিআর সেভেন ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 6, 2024, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.