ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বাড়ছে ক্রিকেট পর্যটন - T20 World Cup - T20 WORLD CUP

T20 World Cup in US: ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবার মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজন করছে ৷ আইসিসির এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বেড়ে উঠছে পর্যটন ৷ যেখানে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রবাসীদের মূলত টার্গেট করা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:31 PM IST

ওয়াশিংটন, 7 এপ্রিল: ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-অনুরাগী দেশের প্রবাসীদের উপস্থিতি এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন শিল্পের একটা বড় অংশ হতে চলেছে ৷ আর পিছনে বড় কারণ সেদেশে আগামী জুন মাস থেকে শুরু হতে চলা আইসিসি টি-20 বিশ্বকাপ ৷ এই ক্রিকেট-ম্যানিয়াকে হাতিয়ার করে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকদের টার্গেট করেছেন ভারতের বিহার থেকে আসা প্রবাসী কুমার দম্পতি ৷

সম্প্রতি মার্কিন মুলুকে শুরু হওয়া মেজর ক্রিকেট লিগকে কেন্দ্র করে পর্যটন ব্যবসায়ী বিনয় কুমার এবং তাঁর স্ত্রী রশমি কুমার বিভিন্ন ট্র্যাভেল প্যাকেজ তৈরি করেছিলেন ৷ যা বেশ সফল হয়েছিল ৷ এবার টি-20 বিশ্বকাপের আগেও বিভিন্ন ক্রিকেট-জনপ্রিয় দেশগুলি থেকে আসা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করছেন তাঁরা ৷ যেখানে ট্রাভেলের পাশাপাশি ম্যাচ টিকিট, হোটেল, বিমান, ক্রুজ-সহ আরও নানান পরিষেবা দেবে তাঁদের সংস্থা ৷

'ক্রিকেটবাস্টার' নামে এই সংস্থার চিফ অপারেটিং অফিসার বিনয় কুমার ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "আমরা এখানে স্পোর্টস ই-কমার্সকে উন্নত করছি ৷ আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন পেয়েছি ৷ আমাদের প্যাকেজ বিক্রি করার অনুমতি রয়েছে ৷ সেই প্যাকেজে ক্রিকেট ম্যাচের টিকিটও থাকবে ৷ আমরা ক্রিকেট প্রেমি মানুষকে একটা নয়া অভিজ্ঞতা দিতে চাই ৷" বিনয় কুমার তাঁর স্ত্রী রশমি কুমারকে নিয়ে কয়েকবছর আগে এই 'ক্রিকেটবাস্টার' শুরু করেছিলেন ৷ গতবছর ক্রিকেট বিশ্বকাপের সময় থেকে এই সংস্থা আইসিসি-র সঙ্গে কাজ করছে মার্কিন মুলুকে ৷ 'ক্রিকেটবাস্টার' সেদেশে আইসিসির অফিসিয়াল অনলাইন ট্র্যাভেল এজেন্সি ৷

বিনয় বলেন, "এমন নয় যে, আপনি টিকিট কাটলেন আর স্টেডিয়ামে ম্যাচ দেখতে চলে গেলেন ৷ ধরুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এলেন ৷ এখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে ৷ কিন্তু, আপনি জানেন না কোন হোটেলে আপনি উঠবে ৷ কোন হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব কতটা এবং আশেপাশের অন্য কী জিনিস আপনি পর্যটক হিসেবে দেখতে পারেন ৷ এই সব নিয়ে আমরা বিশেষ প্যাকেজ তৈরি করেছি ৷ যেখানে ম্যাচের টিকিটও থাকবে ৷"

আরও পড়ুন:

  1. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
  2. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  3. উন্নয়ন ও শান্তির বার্তাই বহন করে আন্তর্জাতিক ক্রীড়া দিবস, রইল থিম-ইতিহাস থেকে তাৎপর্য

ওয়াশিংটন, 7 এপ্রিল: ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-অনুরাগী দেশের প্রবাসীদের উপস্থিতি এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন শিল্পের একটা বড় অংশ হতে চলেছে ৷ আর পিছনে বড় কারণ সেদেশে আগামী জুন মাস থেকে শুরু হতে চলা আইসিসি টি-20 বিশ্বকাপ ৷ এই ক্রিকেট-ম্যানিয়াকে হাতিয়ার করে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকদের টার্গেট করেছেন ভারতের বিহার থেকে আসা প্রবাসী কুমার দম্পতি ৷

সম্প্রতি মার্কিন মুলুকে শুরু হওয়া মেজর ক্রিকেট লিগকে কেন্দ্র করে পর্যটন ব্যবসায়ী বিনয় কুমার এবং তাঁর স্ত্রী রশমি কুমার বিভিন্ন ট্র্যাভেল প্যাকেজ তৈরি করেছিলেন ৷ যা বেশ সফল হয়েছিল ৷ এবার টি-20 বিশ্বকাপের আগেও বিভিন্ন ক্রিকেট-জনপ্রিয় দেশগুলি থেকে আসা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করছেন তাঁরা ৷ যেখানে ট্রাভেলের পাশাপাশি ম্যাচ টিকিট, হোটেল, বিমান, ক্রুজ-সহ আরও নানান পরিষেবা দেবে তাঁদের সংস্থা ৷

'ক্রিকেটবাস্টার' নামে এই সংস্থার চিফ অপারেটিং অফিসার বিনয় কুমার ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "আমরা এখানে স্পোর্টস ই-কমার্সকে উন্নত করছি ৷ আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন পেয়েছি ৷ আমাদের প্যাকেজ বিক্রি করার অনুমতি রয়েছে ৷ সেই প্যাকেজে ক্রিকেট ম্যাচের টিকিটও থাকবে ৷ আমরা ক্রিকেট প্রেমি মানুষকে একটা নয়া অভিজ্ঞতা দিতে চাই ৷" বিনয় কুমার তাঁর স্ত্রী রশমি কুমারকে নিয়ে কয়েকবছর আগে এই 'ক্রিকেটবাস্টার' শুরু করেছিলেন ৷ গতবছর ক্রিকেট বিশ্বকাপের সময় থেকে এই সংস্থা আইসিসি-র সঙ্গে কাজ করছে মার্কিন মুলুকে ৷ 'ক্রিকেটবাস্টার' সেদেশে আইসিসির অফিসিয়াল অনলাইন ট্র্যাভেল এজেন্সি ৷

বিনয় বলেন, "এমন নয় যে, আপনি টিকিট কাটলেন আর স্টেডিয়ামে ম্যাচ দেখতে চলে গেলেন ৷ ধরুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এলেন ৷ এখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে ৷ কিন্তু, আপনি জানেন না কোন হোটেলে আপনি উঠবে ৷ কোন হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব কতটা এবং আশেপাশের অন্য কী জিনিস আপনি পর্যটক হিসেবে দেখতে পারেন ৷ এই সব নিয়ে আমরা বিশেষ প্যাকেজ তৈরি করেছি ৷ যেখানে ম্যাচের টিকিটও থাকবে ৷"

আরও পড়ুন:

  1. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
  2. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  3. উন্নয়ন ও শান্তির বার্তাই বহন করে আন্তর্জাতিক ক্রীড়া দিবস, রইল থিম-ইতিহাস থেকে তাৎপর্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.