ETV Bharat / sports

ক্রিকেট-সহ কমনওয়েলথ গেমস থেকে বাদ ভারতের পছন্দের বহু ইভেন্ট - COMMONWEALTH GAMES 2026

মাত্র 10টি স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হবে 2026 গ্লাসগো কমনওয়েলথে ৷ বাদ গিয়েছে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন-সহ বহু খেলা; যেখানে ভারতের আধিপত্য রয়েছে ৷

COMMONWEALTH GAMES 2026
2022 কমনওয়েলথে পদক জয়ের পর হরমনপ্রীত ও রেণুকা (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 22, 2024, 6:00 PM IST

লন্ডন, 22 অক্টোবর: বাজেটবান্ধব করার চক্করে আসন্ন গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল হকি, ক্রিকেট-সহ এমন একাধিক খেলা; যা পদকজয়ের নিরিখে ভারতকে অনেকটা ব্যকফুটে ঠেলে দিল ৷ যে ক'টি স্পোর্টসকে আসন্ন কমনওয়েলথ থেকে সরিয়ে দেওয়া হল, তার মধ্যে অধিকাংশতেই গত বার্মিংহ্যাম কমনওয়েলথে পোডিয়াম ফিনিশ করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷

1998 কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসের পর বার্মিংহ্য়ামে প্রত্যাবর্তন ঘটেছিল ক্রিকেটের ৷ যদিও কেবল মহিলাদের টি-20 ক্রিকেটকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে ৷ বাজেট কমাতে গিয়ে গ্লাসগো থেকে বাদ গেল তাও ৷ সঙ্গে বাদ গেল হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস ৷ এছাড়া রাগবি সেভেনস, বিচ ভলির মত আরও কয়েকটি খেলাকেও ছেঁটে ফেলা হয়েছে ৷

2022 কমনওয়েলথ গেমসের দিকে যদি তাকানো যায় তাহলে ভারতীয় দল যে 61টি পদক বার্মিংহ্য়ামে জিতেছিল, তার অর্ধেকেরও বেশি এসেছিল ক্রিকেট, হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস থেকে ৷ এর মধ্যে 12টি এসেছিল কুস্তি থেকে, সাতটি এসেছিল টেবল টেনিস থেকে, ছ'টি ব্য়াডমিন্টন, দু'টি করে এসেছিল স্কোয়াশ ও হকি থেকে ৷ আর ক্রিকেট থেকে এসেছিল একটি পদক ৷

সবমিলিয়ে গতবার 30টি পদক আসা 6টি ইভেন্টকে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে কমিয়ে দেওয়ায় ভারতের পদক সম্ভাবনা যে অনেকটাই ধাক্কা খাবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ প্রথমে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে হওয়ার কথা থাকলেও অর্থাভাবে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয় ৷ পরিবর্তে 12 বছর পর ফের প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে গ্লাসগোয় ৷ মঙ্গলবারই নিশ্চিত হয়েছে তা ৷

তবে সেখানেও অন্তরায় অর্থাভাব ৷ আর সে কারণেই এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই সব স্পোর্টসকে ছেঁটে ফেলল গ্লাসগো কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ ৷ পরিবর্তে শহরের চারটি ভেন্যুতে মাত্র 10টি স্পোর্টস নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস ৷ সেগুলি হল-

  • অ্যাথলেটিক্সে ও প্য়ারা অ্যাথলেটিক্স
  • সুইমিং ও প্য়ারা সুইমিং
  • আর্টিস্টিক জিমন্যাস্টিকস
  • ট্র্য়াক সাইক্লিং এবং প্য়ারা ট্র্যাক সাইক্লিং
  • নেটবল
  • ওয়েটলিফটিং (ভারত্তোলন) ও প্য়ারা ওয়েট লিফটিং
  • বক্সিং
  • জুডো
  • বোলস ও প্যারা বোলস
  • 3x3 বাস্কেটবল এবং 3x3 হুইলচেয়ার বাস্কেটবল
  1. কমনওয়েলথে ভারতের জয়জয়কার, চতুর্থ দেশ হিসাবে 200টি সোনা জয়
  2. প্য়ারিসের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ফের পদক দীপিকার, জিতলেন রুপো

লন্ডন, 22 অক্টোবর: বাজেটবান্ধব করার চক্করে আসন্ন গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল হকি, ক্রিকেট-সহ এমন একাধিক খেলা; যা পদকজয়ের নিরিখে ভারতকে অনেকটা ব্যকফুটে ঠেলে দিল ৷ যে ক'টি স্পোর্টসকে আসন্ন কমনওয়েলথ থেকে সরিয়ে দেওয়া হল, তার মধ্যে অধিকাংশতেই গত বার্মিংহ্যাম কমনওয়েলথে পোডিয়াম ফিনিশ করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷

1998 কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসের পর বার্মিংহ্য়ামে প্রত্যাবর্তন ঘটেছিল ক্রিকেটের ৷ যদিও কেবল মহিলাদের টি-20 ক্রিকেটকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে ৷ বাজেট কমাতে গিয়ে গ্লাসগো থেকে বাদ গেল তাও ৷ সঙ্গে বাদ গেল হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস ৷ এছাড়া রাগবি সেভেনস, বিচ ভলির মত আরও কয়েকটি খেলাকেও ছেঁটে ফেলা হয়েছে ৷

2022 কমনওয়েলথ গেমসের দিকে যদি তাকানো যায় তাহলে ভারতীয় দল যে 61টি পদক বার্মিংহ্য়ামে জিতেছিল, তার অর্ধেকেরও বেশি এসেছিল ক্রিকেট, হকি, কুস্তি, ব্য়াডমিন্টন, স্কোয়াশ, টেবল টেনিস থেকে ৷ এর মধ্যে 12টি এসেছিল কুস্তি থেকে, সাতটি এসেছিল টেবল টেনিস থেকে, ছ'টি ব্য়াডমিন্টন, দু'টি করে এসেছিল স্কোয়াশ ও হকি থেকে ৷ আর ক্রিকেট থেকে এসেছিল একটি পদক ৷

সবমিলিয়ে গতবার 30টি পদক আসা 6টি ইভেন্টকে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে কমিয়ে দেওয়ায় ভারতের পদক সম্ভাবনা যে অনেকটাই ধাক্কা খাবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ প্রথমে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে হওয়ার কথা থাকলেও অর্থাভাবে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয় ৷ পরিবর্তে 12 বছর পর ফের প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে গ্লাসগোয় ৷ মঙ্গলবারই নিশ্চিত হয়েছে তা ৷

তবে সেখানেও অন্তরায় অর্থাভাব ৷ আর সে কারণেই এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই সব স্পোর্টসকে ছেঁটে ফেলল গ্লাসগো কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ ৷ পরিবর্তে শহরের চারটি ভেন্যুতে মাত্র 10টি স্পোর্টস নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস ৷ সেগুলি হল-

  • অ্যাথলেটিক্সে ও প্য়ারা অ্যাথলেটিক্স
  • সুইমিং ও প্য়ারা সুইমিং
  • আর্টিস্টিক জিমন্যাস্টিকস
  • ট্র্য়াক সাইক্লিং এবং প্য়ারা ট্র্যাক সাইক্লিং
  • নেটবল
  • ওয়েটলিফটিং (ভারত্তোলন) ও প্য়ারা ওয়েট লিফটিং
  • বক্সিং
  • জুডো
  • বোলস ও প্যারা বোলস
  • 3x3 বাস্কেটবল এবং 3x3 হুইলচেয়ার বাস্কেটবল
  1. কমনওয়েলথে ভারতের জয়জয়কার, চতুর্থ দেশ হিসাবে 200টি সোনা জয়
  2. প্য়ারিসের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ফের পদক দীপিকার, জিতলেন রুপো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.