ETV Bharat / sports

অধিনায়কত্বে আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের নেতৃত্বে ফিরতে পারেন ওয়ার্নার

স্যান্ডপেপার গেট কাণ্ডের ফলশ্রুতিতে ডেভিড ওয়ার্নারের আজীবন অধিনায়কত্বে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল ৷ সম্প্রতি তা তুলে নেওয়া হল ৷

DAVID WARNER
ডেভিড ওয়ার্নার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 25, 2024, 5:20 PM IST

মেলবোর্ন, 25 অক্টোবর: ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারের দাবি মেনে অপরাধের গুরুত্ব এবং অপরাধ পরবর্তী সময়ের বিভিন্ন বিষয় পুনরায় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ তিন সদস্যের গঠিত একটি কমিটি সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্য়াহার করেছে ৷

2018 দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার গেট কাণ্ডের জেরে প্রাক্তন ওপেনারকে নেতৃত্ব পদ থেকে আজীবনের জন্য নির্বাসিত করে ৷ প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বল বিকৃতি কাণ্ডের জেরে প্রথম একবছরের জন্য নির্বাসিত করে ৷ এরপর বাইশ গজে ফিরলেও খর্ব করে দেওয়া হয়েছিল ওয়ার্নারের নেতৃত্বের ক্ষমতা ৷ চলতি মাসের শুরুতে সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনার জন্য তিন সদস্যের কমিটির দ্বারস্থ হন ক্রিকেটার ৷ তাঁর আবেদন মেনে সব পুনরায় খতিয়ে দেখে সিদ্ধান্ত প্রত্যাহার করা হল ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে নিষেধাজ্ঞা প্রত্য়াহারের সমস্ত মানদণ্ড সম্পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত ৷ এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, "ওয়ার্নারের আচরণ প্যানেলের কছে সন্তোষজনক বলে মনে হয়েছে ৷ ওয়ার্নার ঘটনার জন্য দায় স্বীকারের পাশাপাশি অত্যন্ত আন্তরিক ছিলেন ৷ কৃতকর্মের জন্য ওয়ার্নার ভীষণ অনুতপ্ত হওয়ার কারণে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷"

বোর্ডের এই সিদ্ধান্তে বাঁ-হাতি বিধ্বংসী ওপেনারের সামনে পুনরায় নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে এল ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তা আর সম্ভব না-হলেও আসন্ন বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারকে নেতৃত্ব দিতে কোনও অসুবিধা থাকল না ওয়ার্নারের ৷ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন তিনি ৷

2018 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউল্য়ান্ডস টেস্ট চলাকালীন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে বল বিকৃতি ঘটিয়েছিলেন ওয়ার্নার ৷ স্যান্ডপেপার দিয়ে বলের বিকৃতি ঘটানোয় ক্রিকেট ইতিহাসে ওই ঘটনা 'স্য়ান্ডপেপার গেট' নামে পরিচিত হয়ে রয়েছে ৷ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ার পর একবছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন মারকুটে ব্যাটার ৷

মেলবোর্ন, 25 অক্টোবর: ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারের দাবি মেনে অপরাধের গুরুত্ব এবং অপরাধ পরবর্তী সময়ের বিভিন্ন বিষয় পুনরায় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ তিন সদস্যের গঠিত একটি কমিটি সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্য়াহার করেছে ৷

2018 দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার গেট কাণ্ডের জেরে প্রাক্তন ওপেনারকে নেতৃত্ব পদ থেকে আজীবনের জন্য নির্বাসিত করে ৷ প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বল বিকৃতি কাণ্ডের জেরে প্রথম একবছরের জন্য নির্বাসিত করে ৷ এরপর বাইশ গজে ফিরলেও খর্ব করে দেওয়া হয়েছিল ওয়ার্নারের নেতৃত্বের ক্ষমতা ৷ চলতি মাসের শুরুতে সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনার জন্য তিন সদস্যের কমিটির দ্বারস্থ হন ক্রিকেটার ৷ তাঁর আবেদন মেনে সব পুনরায় খতিয়ে দেখে সিদ্ধান্ত প্রত্যাহার করা হল ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে নিষেধাজ্ঞা প্রত্য়াহারের সমস্ত মানদণ্ড সম্পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত ৷ এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, "ওয়ার্নারের আচরণ প্যানেলের কছে সন্তোষজনক বলে মনে হয়েছে ৷ ওয়ার্নার ঘটনার জন্য দায় স্বীকারের পাশাপাশি অত্যন্ত আন্তরিক ছিলেন ৷ কৃতকর্মের জন্য ওয়ার্নার ভীষণ অনুতপ্ত হওয়ার কারণে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷"

বোর্ডের এই সিদ্ধান্তে বাঁ-হাতি বিধ্বংসী ওপেনারের সামনে পুনরায় নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে এল ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তা আর সম্ভব না-হলেও আসন্ন বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারকে নেতৃত্ব দিতে কোনও অসুবিধা থাকল না ওয়ার্নারের ৷ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন তিনি ৷

2018 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউল্য়ান্ডস টেস্ট চলাকালীন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে বল বিকৃতি ঘটিয়েছিলেন ওয়ার্নার ৷ স্যান্ডপেপার দিয়ে বলের বিকৃতি ঘটানোয় ক্রিকেট ইতিহাসে ওই ঘটনা 'স্য়ান্ডপেপার গেট' নামে পরিচিত হয়ে রয়েছে ৷ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ার পর একবছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন মারকুটে ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.