ETV Bharat / sports

‘তৃতীয় বর্ষে পা’, বাগানের বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান ঘিরে বিতর্ক - Mohun Bagan Bar Puja - MOHUN BAGAN BAR PUJA

Mohun Bagan Bar Puja: নয়া বিতর্কে মোহনবাগান ক্লাব ৷ এবার দল নিয়ে নয় ৷ বিতর্কের কেন্দ্রে পয়লা বৈশাখে ক্লাবের বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান ৷ যেখানে বারপুজোর অনুষ্ঠানকে '3 বছর' বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 3:40 PM IST

কলকাতা, 13 এপ্রিল: দেশজুড়ে নির্বাচনী উৎসবের আবহ ৷ কলকাতা ময়দানেও কি নির্বাচনের ঢাকে কাঠি পড়ল ? বিষয়টি নিয়ে সরাসরি কেউ মুখ খুলছে না । তবে, বাতাসে নির্বাচনের গন্ধ হালকা হলেও বইতে শুরু করেছে ৷ 2025-এর মার্চে ভোট হওয়ার কথা সবুজ-মেরুন ক্লাবে ৷ তার আগে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে সরব 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাব ৷ প্রথমে ক্লাবের দীর্ঘদিনের কর্মী, মালি নুরিকে হঠাৎ বিদায় দেওয়া ৷ এবার বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান, 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের উষ্মার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

তাদের অভিযোগ মোহনবাগানের বারপুজোর আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, এবারের বারপুজো তৃতীয় বর্ষে পা-দিচ্ছে ৷ এই 'তৃতীয় বছর' লেখাটাই যাবতীয় উষ্মার মূলে ৷ উত্তরের মোহনবাগানের দাবি, "মাত্র তিন বছর ধরে বারপুজো হচ্ছে, এমনটা নয় ৷ তিন বছর আগে থেকে এইদিন (পয়লা বৈশাখ) সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ৷ তা হলে আমন্ত্রণপত্রে এমনটা লেখা হল কেন ?"

ETV BHARAT
মোহনবাগান ক্লাবের বারপুজোর বিতর্কিত আমন্ত্রণপত্র

উত্তরের মোহনবাগান ফ্যান ক্লাবের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "নববর্ষের প্রথম প্রভাতে বারপুজো চিরকালীন মোহনবাগানী সংস্কৃতি তথা বৃহত্তর অর্থে ময়দানী সংস্কৃতি ৷ এই উৎসব চিরদিন খেলোয়াড়, সভ্য-সমর্থক এবং কর্মকর্তাদের মিলনোৎসব রূপেই পালিত হয়ে এসেছে ৷ এক্ষেত্রে ভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আড়ম্বর না থাকলেও, সর্বস্তরের ক্লাবদরদীদের মুখরিত অংশগ্রহণে আবেগের অভাব ছিল না ৷ সেই ইতিহাস, ঐতিহ্য আর আবেগকে নস্যাৎ করার অধিকার যে কোন কমিটির পক্ষেই ক্ষমাহীন ধৃষ্টতা ৷ অথচ আমরা দেখলাম আগামী পয়লা বৈশাখ মোহনবাগান ক্লাবের বারপুজার আমন্ত্রণপত্রে এ বছরের উৎসবকে তৃতীয় বর্ষ বলে উল্লেখ করে মোহনবাগানের বর্তমান কমিটি বুঝিয়ে দিল, তাদের কাছে 135 বছরের প্রাচীন মোহনবাগানী ঐতিহ্য সম্পূর্ণ অবজ্ঞীয় ৷ নিজেদের ক্লাব পরিচালনার তিন বছরের আগের মোহনবাগানী সংস্কৃতিকে অস্বীকার করে সীমাহীন ঔদ্ধত্যের দেখিয়ে এরা বোঝাতে চায় 135 নয় মোহনবাগানী ঐতিহ্যের বয়স মাত্র 3 বছর ৷"

ETV BHARAT
আমন্ত্রণপত্র বিতর্কে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের বিবৃতি

বারপুজোর যে আমন্ত্রণপত্র নিয়ে এত বিতর্ক ৷ তার বয়ানে কী লেখা রয়েছে ? মোহনবাগানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, "আগামী পয়লা বৈশাখ 1431 (ইং 14 এপ্রিল 2024) রবিবার সকাল 9টায় ক্লাবমাঠে ঐতিহ্যবিজড়িত বারপুজো অনুষ্ঠিত হবে ৷"

এরপরের অংশ বলা হয়েছে, "সেই সঙ্গে বাংলা নববর্ষকে আনন্দমুখর করে তোলার জন্য আমাদের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত ক্লাবে সদস্য সমর্থকদের তৃতীয় বার্ষিক প্রভাতী বর্ষবরণ মিলন উৎসবের আয়োজন করা হয়েছে ৷" তবে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ বারপুজোকে 'তৃতীয় বর্ষ' বলে উল্লেখ করেছে ৷ যেখানে তারা নিজেরাই স্বীকার করেছেন যে, মোহনবাগান ক্লাবে বারপুজোর দিন আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনও আয়োজন আগে ছিল না ৷ যা গত দু’বছর ধরে চলে আসছে ৷

এই প্রতিবাদপত্রে মোহনবাগান ক্লাবে দীর্ঘ সময় মালির কাজ করা নুরি, যিনি সদস্য ও সমর্থকদের কাছে 'নুরি দা' হিসেবে পরিচিত ৷ তাঁকে সম্প্রতি ক্লাবের বাগানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদও জানিয়েছে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাব ৷

ওই ফ্যান ক্লাব এনিয়ে জানিয়েছে, "গত তিন বছরে আমরা কোনও প্রতিবাদ তো করিনি ? এখন করছি । নুরি দার সঙ্গে যা হল, তাঁকে তো কোনওভাবেই সমর্থন করা যায় না ৷ চৈত্র মাসে কোনও বাঙালির বাড়ি থেকে কুকুর-বিড়ালকেও তাড়িয়ে দেওয়া হয় না ৷ সেখানে এমন একজন কর্মীকে মাত্র কয়েকটা টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হল ? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি নুরিদার পাশে দাঁড়াতে ৷ দেশ-বিদেশ থেকে প্রচুর সদস্য সমর্থক সাহায্য পাঠাচ্ছেন ৷ এটাই আমাদের সাফল্য ৷" তাই সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে সাজ-সাজ রব, আলো সানাইয়ের মিশেলের আড়ালে বইছে নির্বাচনের সলতে পাকানোর কাজ ৷

আরও পড়ুন:

  1. ট্রফি নিশ্চিত জেনেও লিগের দশমীতে জয়েই চোখ সাদা-কালোর
  2. চার গোলের ঝড়, লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগানের সামনে শুধু মুম্বই
  3. হাইভোল্টেজ ম্যাচে কুকুর নিয়ে মাঠে নামলেন সুনীল-পেত্রাতোসরা, কারণ জানলে গর্বিত হবেন

কলকাতা, 13 এপ্রিল: দেশজুড়ে নির্বাচনী উৎসবের আবহ ৷ কলকাতা ময়দানেও কি নির্বাচনের ঢাকে কাঠি পড়ল ? বিষয়টি নিয়ে সরাসরি কেউ মুখ খুলছে না । তবে, বাতাসে নির্বাচনের গন্ধ হালকা হলেও বইতে শুরু করেছে ৷ 2025-এর মার্চে ভোট হওয়ার কথা সবুজ-মেরুন ক্লাবে ৷ তার আগে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে সরব 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাব ৷ প্রথমে ক্লাবের দীর্ঘদিনের কর্মী, মালি নুরিকে হঠাৎ বিদায় দেওয়া ৷ এবার বারপুজোর আমন্ত্রণপত্রের বয়ান, 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের উষ্মার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

তাদের অভিযোগ মোহনবাগানের বারপুজোর আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, এবারের বারপুজো তৃতীয় বর্ষে পা-দিচ্ছে ৷ এই 'তৃতীয় বছর' লেখাটাই যাবতীয় উষ্মার মূলে ৷ উত্তরের মোহনবাগানের দাবি, "মাত্র তিন বছর ধরে বারপুজো হচ্ছে, এমনটা নয় ৷ তিন বছর আগে থেকে এইদিন (পয়লা বৈশাখ) সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ৷ তা হলে আমন্ত্রণপত্রে এমনটা লেখা হল কেন ?"

ETV BHARAT
মোহনবাগান ক্লাবের বারপুজোর বিতর্কিত আমন্ত্রণপত্র

উত্তরের মোহনবাগান ফ্যান ক্লাবের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "নববর্ষের প্রথম প্রভাতে বারপুজো চিরকালীন মোহনবাগানী সংস্কৃতি তথা বৃহত্তর অর্থে ময়দানী সংস্কৃতি ৷ এই উৎসব চিরদিন খেলোয়াড়, সভ্য-সমর্থক এবং কর্মকর্তাদের মিলনোৎসব রূপেই পালিত হয়ে এসেছে ৷ এক্ষেত্রে ভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আড়ম্বর না থাকলেও, সর্বস্তরের ক্লাবদরদীদের মুখরিত অংশগ্রহণে আবেগের অভাব ছিল না ৷ সেই ইতিহাস, ঐতিহ্য আর আবেগকে নস্যাৎ করার অধিকার যে কোন কমিটির পক্ষেই ক্ষমাহীন ধৃষ্টতা ৷ অথচ আমরা দেখলাম আগামী পয়লা বৈশাখ মোহনবাগান ক্লাবের বারপুজার আমন্ত্রণপত্রে এ বছরের উৎসবকে তৃতীয় বর্ষ বলে উল্লেখ করে মোহনবাগানের বর্তমান কমিটি বুঝিয়ে দিল, তাদের কাছে 135 বছরের প্রাচীন মোহনবাগানী ঐতিহ্য সম্পূর্ণ অবজ্ঞীয় ৷ নিজেদের ক্লাব পরিচালনার তিন বছরের আগের মোহনবাগানী সংস্কৃতিকে অস্বীকার করে সীমাহীন ঔদ্ধত্যের দেখিয়ে এরা বোঝাতে চায় 135 নয় মোহনবাগানী ঐতিহ্যের বয়স মাত্র 3 বছর ৷"

ETV BHARAT
আমন্ত্রণপত্র বিতর্কে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের বিবৃতি

বারপুজোর যে আমন্ত্রণপত্র নিয়ে এত বিতর্ক ৷ তার বয়ানে কী লেখা রয়েছে ? মোহনবাগানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, "আগামী পয়লা বৈশাখ 1431 (ইং 14 এপ্রিল 2024) রবিবার সকাল 9টায় ক্লাবমাঠে ঐতিহ্যবিজড়িত বারপুজো অনুষ্ঠিত হবে ৷"

এরপরের অংশ বলা হয়েছে, "সেই সঙ্গে বাংলা নববর্ষকে আনন্দমুখর করে তোলার জন্য আমাদের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত ক্লাবে সদস্য সমর্থকদের তৃতীয় বার্ষিক প্রভাতী বর্ষবরণ মিলন উৎসবের আয়োজন করা হয়েছে ৷" তবে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাবের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ বারপুজোকে 'তৃতীয় বর্ষ' বলে উল্লেখ করেছে ৷ যেখানে তারা নিজেরাই স্বীকার করেছেন যে, মোহনবাগান ক্লাবে বারপুজোর দিন আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনও আয়োজন আগে ছিল না ৷ যা গত দু’বছর ধরে চলে আসছে ৷

এই প্রতিবাদপত্রে মোহনবাগান ক্লাবে দীর্ঘ সময় মালির কাজ করা নুরি, যিনি সদস্য ও সমর্থকদের কাছে 'নুরি দা' হিসেবে পরিচিত ৷ তাঁকে সম্প্রতি ক্লাবের বাগানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদও জানিয়েছে 'উত্তরের মোহনবাগান' ফ্যান ক্লাব ৷

ওই ফ্যান ক্লাব এনিয়ে জানিয়েছে, "গত তিন বছরে আমরা কোনও প্রতিবাদ তো করিনি ? এখন করছি । নুরি দার সঙ্গে যা হল, তাঁকে তো কোনওভাবেই সমর্থন করা যায় না ৷ চৈত্র মাসে কোনও বাঙালির বাড়ি থেকে কুকুর-বিড়ালকেও তাড়িয়ে দেওয়া হয় না ৷ সেখানে এমন একজন কর্মীকে মাত্র কয়েকটা টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হল ? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি নুরিদার পাশে দাঁড়াতে ৷ দেশ-বিদেশ থেকে প্রচুর সদস্য সমর্থক সাহায্য পাঠাচ্ছেন ৷ এটাই আমাদের সাফল্য ৷" তাই সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে সাজ-সাজ রব, আলো সানাইয়ের মিশেলের আড়ালে বইছে নির্বাচনের সলতে পাকানোর কাজ ৷

আরও পড়ুন:

  1. ট্রফি নিশ্চিত জেনেও লিগের দশমীতে জয়েই চোখ সাদা-কালোর
  2. চার গোলের ঝড়, লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগানের সামনে শুধু মুম্বই
  3. হাইভোল্টেজ ম্যাচে কুকুর নিয়ে মাঠে নামলেন সুনীল-পেত্রাতোসরা, কারণ জানলে গর্বিত হবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.