কলকাতা, 6 মার্চ: স্থান, সময় নিয়ে টানাপোড়েনের পর যখন সমস্যা মিটিয়েও ফের অস্বস্তির কাঁটা ডার্বিতে । মঙ্গলবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, আইএসএল ফিরতি ডার্বি আগামী রবিবার, অর্থাৎ 10 মার্চ কলকাতাতেই হচ্ছে ৷ এবার অস্বস্তির কারণ ডার্বির টিকিটের বৈষম্য । আইএসএলের ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল । তারা 62090 জন দর্শকের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি দেখার ব্যবস্থা করেছে ।
আয়োজক ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের জন্য এ 1, বি 1,বি 2-এর বাঁদিকের গ্যালারিতে ব্যবস্থা করা হয়েছে । সি 1, সি 2,সি 3-এর ডানদিকের গ্যালারিতে লাল-হলুদ দর্শকরা বসতে পারবেন । ভিআইপি গ্যালারির এ 2-এর বাঁদিকেও লাল-হলুদ সমর্থকরা বসতে পারবেন । ভিভিআইপি গ্যালারির বাঁদিকের দর্শকাসনও ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বরাদ্দ । ভিভিআইপি বক্সের 1 নম্বরটি লাল-হলুদ সমর্থকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ।
ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বরাদ্দ এ 1 গ্যালারির বাঁ-দিকের দর্শকাসনের টিকিট মূল্য 150 টাকা । এ 2 গ্যালারি বাঁ-দিকের দর্শকাসনের টিকিটের দাম 300 টাকা । বি 1, বি 2, বি 3 গ্যালারিতে বসবেন লাল-হলুদ সমর্থকরা । এই তিন বিভাগের টিকিটের মূল্য যথাক্রমে 100, 250, 100 টাকা ।
সি 1, সি 2, সি 3-এর ডানদিকের দর্শকাসনে বসতে পারবেন ইস্টবেঙ্গলের সমর্থকরা । এই তিন বিভাগের টিকিটের দাম যথাক্রমে 200, 400, 200 টাকা ।
ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য ভিআইপি গ্যালারির এ 2 ব্লক কমপ্লিমেন্টারি টিকিট বরাদ্দ করা হয়েছে । বাঁ-দিকের ভিআইপি ব্লকের টিকিটের দাম করা হয়েছে 1000 টাকা । ভিভিআইপি 1 নম্বর বক্সের টিকিট লাল-হলুদ সমর্থকদের জন্য এবং টিকিট কমপ্লিমেন্টারি ।
মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের টিকিটের দাম ভিন্ন । ইস্টবেঙ্গলের সঙ্গে যার বেশ ফারাক রয়েছে । সি 1, সি 2, সি 3 দর্শকাসনের বাঁ-দিকে সবুজ-মেরুন সমর্থকরা বসতে পারবেন । টিকিটের দাম যথাক্রমে 350, 500, 350 টাকা । ডি 1, ডি 2, ডি 3 ব্লকের দর্শকাসন মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বরাদ্দ । টিকিটের দাম যথাক্রমে 300, 400, 250 টাকা । এ 2 এবং এ 1 ব্লকের ডানদিকে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা বসতে পারবেন । টিকিটের দাম যথাক্রমে 500 এবং 300 টাকা ।
ভিআইপি বক্সের এ 2 ব্লকের ডানদিকে মোহনবাগান সমর্থকেরা বসতে পারবেন । টিকিটের দাম 1500 টাকা । ভিভিআইপি ব্লকের ডানদিকে সবুজ-মেরুন সমর্থকরা বসবেন । টিকিটের মূল্য 3000 টাকা । ভিভিআইপি ব্লকের 2 নম্বর বক্স মোহনবাগান সুপারজায়ান্টের বরাদ্দ । সেখানকার টিকিট কমপ্লিমেন্টারি ।
এককথায় আয়োজক ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের সর্বনিম্ন টিকিট মূল্য 100 টাকা, সর্বোচ্চ 400 টাকা । ভিআইপি এনক্লোজারে বাঁ-দিকে লাল-হলুদ সমর্থকরা বসতে পারবেন 1000 টাকা খরচ করে । মোহনবাগান সুপার জায়ান্টের দর্শকদের ডার্বি দেখতে সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে 250 টাকা, সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে 500 টাকা । ভিআইপি গ্যালারির ডানদিকের এ 2 ব্লকের টিকিটের দাম 1500 টাকা । ভিভিআইপি বক্সের ডানদিকের চেয়ারের জন্য 3000 টাকা খরচ করতে হবে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের ।
প্রথম ডার্বিতে আয়োজক ছিল মোহনবাগান সুপার জায়ান্ট । তারা 1 কোটি 67 লক্ষ টাকার টিকিট বিক্রির রেকর্ড করেছিল । এবার ইস্টবেঙ্গল ফিরতি ডার্বির আয়োজক । প্রথম ডার্বির তুলনায় টিকিটের দামে ফারাক এবং বৈষম্য রয়েছে । এখন দেখার ইস্টবেঙ্গল কত টাকা লাভ ঘরে তুলতে পারে ।
আরও পড়ুন: